ETV Bharat / state

ঠান্ডা জল, হাঙর-অক্টোপাসের উপদ্রব ; ভয় কাটিয়ে ক্যাটালিনা জয় সায়নীর - across

ক্যাটালিনা জয় কালনার সায়নী দাসের । বুলা চৌধুরির পর সায়নী দ্বিতীয় বাঙালি যিনি ক্যাটালিনা চ্যানেল জয় করলেন ।

সায়নী
author img

By

Published : Jun 9, 2019, 11:12 PM IST

কালনা, 9 জুন : ক্যাটালিনা চ্যানেল জয় করলেন কালনার সায়নী দাস । বুলা চৌধুরির পর সায়নী দ্বিতীয় বাঙালি যিনি ক্যাটালিনা চ্যানেল জয় করলেন । তাঁর জয়ে উচ্ছ্বসিত পরিবার ।

অ্যামেরিকার সময়ে রাত 11 টা 37 মিনিট । প্রশান্ত মহাসাগরের উলটো স্রোত । রয়েছে হাঙর থেকে শুরু করে সামুদ্রিক কাঁটা জাতীয় গাছ । যা নিমেষেই বন্ধ করে দিতে পারে লক্ষ্যপূরণের রাস্তা । কিন্তু মনে আত্মবিশ্বাস আর লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছা নিয়ে 12 ঘণ্টা 46 মিনিটে লক্ষ্যভেদ করল এক বাঙালি কন্যা । নাম সায়নী । কালনার বাসিন্দা ।

ওপেন ওয়াটার সুইমিংয়ে ট্রিপল ক্রাউন বলতে যে তিনটি চ্যানেল জয়ের কথা বোঝায় তার একটি ক্যাটালিনা । ক্যাটালিনা দ্বীপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মূল দ্বীপ পলোস ভর্দসের মধ্যে প্রায় 32 কিলোমিটারের চ্যানেলের নাম ক্যাটালিনা । কালো আর ঠান্ডা জল, তার সঙ্গে হাঙর, অক্টোপাসের উপদ্রবের কারণে এই চ্যানেল জয় করা মোটেই সহজ নয় । 2002 সালে বুলা চৌধুরি প্রথম বাঙালি হিসেবে এই ক্যাটালিনা চ্যানেল জয় করেন । আর 8 জুন সায়নীর হাত ধরেই ফের বাঙালির মাথায় ক্যাটালিনা জয়ের মুকুট উঠল ।

কখনও পাড়ার পুকুরে বা ভাগীরথী নদির উলটো স্রোতে অনুশীলন করে সাঁতার জগতে প্রবেশ করেন 27 বছরের সায়নী দাস । 2017 সালে ইংলিশ চ্যানেল জয় করেন । পরের বছর 2018 সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেন । বাবা তথা কোচ রাধেশ্যাম দাস ও মা রূপালি দাসই ছিল তাঁর অনুপ্রেরণা ।

কালনা, 9 জুন : ক্যাটালিনা চ্যানেল জয় করলেন কালনার সায়নী দাস । বুলা চৌধুরির পর সায়নী দ্বিতীয় বাঙালি যিনি ক্যাটালিনা চ্যানেল জয় করলেন । তাঁর জয়ে উচ্ছ্বসিত পরিবার ।

অ্যামেরিকার সময়ে রাত 11 টা 37 মিনিট । প্রশান্ত মহাসাগরের উলটো স্রোত । রয়েছে হাঙর থেকে শুরু করে সামুদ্রিক কাঁটা জাতীয় গাছ । যা নিমেষেই বন্ধ করে দিতে পারে লক্ষ্যপূরণের রাস্তা । কিন্তু মনে আত্মবিশ্বাস আর লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছা নিয়ে 12 ঘণ্টা 46 মিনিটে লক্ষ্যভেদ করল এক বাঙালি কন্যা । নাম সায়নী । কালনার বাসিন্দা ।

ওপেন ওয়াটার সুইমিংয়ে ট্রিপল ক্রাউন বলতে যে তিনটি চ্যানেল জয়ের কথা বোঝায় তার একটি ক্যাটালিনা । ক্যাটালিনা দ্বীপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মূল দ্বীপ পলোস ভর্দসের মধ্যে প্রায় 32 কিলোমিটারের চ্যানেলের নাম ক্যাটালিনা । কালো আর ঠান্ডা জল, তার সঙ্গে হাঙর, অক্টোপাসের উপদ্রবের কারণে এই চ্যানেল জয় করা মোটেই সহজ নয় । 2002 সালে বুলা চৌধুরি প্রথম বাঙালি হিসেবে এই ক্যাটালিনা চ্যানেল জয় করেন । আর 8 জুন সায়নীর হাত ধরেই ফের বাঙালির মাথায় ক্যাটালিনা জয়ের মুকুট উঠল ।

কখনও পাড়ার পুকুরে বা ভাগীরথী নদির উলটো স্রোতে অনুশীলন করে সাঁতার জগতে প্রবেশ করেন 27 বছরের সায়নী দাস । 2017 সালে ইংলিশ চ্যানেল জয় করেন । পরের বছর 2018 সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেন । বাবা তথা কোচ রাধেশ্যাম দাস ও মা রূপালি দাসই ছিল তাঁর অনুপ্রেরণা ।

Intro:আমেরিকার ক্যাটলিনা জয় করলেন কালনার সায়নী

পুলক যশ, কালনা


আমেরিকার ক্যাটলিনা জয় করলেন কালনার জলকন্যা সায়নী দাস।ঘরের মেয়ের জয়ের আনন্দে উচ্ছ্বসিত কালনাবাসীও।

কালনার বারুইপাড়ার মেয়ে সায়নী দাস ক্যাটলিনায় নামে ভারতীয় সময়ে ৮ই জুন দুপুর ১২ টায়।সেইসময় আমেরিকার সময়ানুযায়ী ছিলো ৭ই জুন রাত ১১টা ৩৭ মিনিট।এরপর ভয়াল ভয়ঙ্কর সমুদ্রের উল্টো স্রোত,তিমি,ডলফিন,সামুদ্রিক কাঁটা জাতীয় গাছ,কনকনে ঠান্ডা জলের প্রতিকূলতা কাটিয়ে ১২ ঘন্টা ৪৬ মিনিট সময়ে সে লক্ষ্যস্থলে পৌঁছায় বলে জয়ের পরেই ফোন মারফৎ জানান।ক্যাটলিনা আইল্যান্ড ও পালোস ভার্দেস পেনিনসুলারের মাঝের কুড়ি মাইল অর্থাৎ প্রায় বত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রণালীই ক্যাটলিনা নামে পরিচিত বলে জানা যায়।
২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় ও তার পরের বছরে অষ্ট্রেলিয়ার রটনেষ্ট চ্যানেল জয় করেন সায়নী।কালনায় সাঁতারের উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্বেও কোনো সময়ে পাড়ার পুকুরে আবার কোনো সময়ে ভাগীরথী নদীর উল্টো স্রোতে অনুশীলন চালান তিনি।বাবা ও কোচ রাধেশ্যাম দাস ও মা রূপালী দাসই তার অনুপ্রেরনা।Body:আমেরিকার ক্যাটলিনা জয় করলেন Conclusion:কালনার সায়নী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.