জামালপুর (পূর্ব বর্ধমান), 16 জুন : পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলকে কোনভাবেই যেন তৃণমূলে ফেরানো না হয় । এই দাবিতে সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ল জামালপুরে ৷ অভিযোগ সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন । এমনকি তৃণমূল চোরদের দল বলে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ ৷ তাই সাংসদ সুনীল মণ্ডলকে গদ্দার বলে পোস্টার লাগানো হয়েছে ৷ সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের একাধিক পোস্টার পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের নুড়ি মোড়, আমড়া মোড় সহ বিভিন্ন এলাকায় ।
সুনীল মণ্ডলের বিরুদ্ধে ওই পোস্টারগুলিতে অভিযোগ করা হয়েছে, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল ভোটের আগে জৌগ্রামে গিয়ে তৃণমূল নেত্রীকে অশালীন ভাষায় আক্রমণ ও তৃণমূল দলকে চোরদের দল বলেছিলেন । স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ গদ্দারি করার পর, এখন ভোল পালটে ফের তৃণমূলে ফিরতে চাইছেন তিনি । তাই পূর্ব বর্ধমানের তৃণমূল কর্মীদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানানো হয়েছে, সুনীল মণ্ডলকে যেন কোনওভাবেই দলে ফেরানো না হয় ৷
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সুনীল মণ্ডল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন । একহাত নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও । সেই সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের পশ্চিমবঙ্গে 356 ধারা প্রয়োগের দাবির বিরুদ্ধেও সুর চড়ান তিনি । পাশাপাশি তৃণমূলের প্রশংসাও শোনা যায় তাঁর গলায় ৷ তিনি বলেন, তৃণমূল সরকার দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে । তাঁর কথায় এই সরকারকে চলতে দেওয়া উচিত । তাঁর মতে, বিজেপির উচিত হার নিয়ে নিজেদের আত্মসমালোচনা করা ৷
আরও পড়ুন : বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ রতন ঘোষ
তিনি যে তৃণমূল কংগ্রেসে ফিরতে চান সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷ মুকুল রায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকায়, তাঁর সঙ্গে কথাবার্তাও বলেছেন সুনীল মণ্ডল ৷ আর তার পরেই বুধবার জামালপুরের বিভিন্ন এলাকায় সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ে।