ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা দেড়শো টপকালো - বর্ধমানের খবর

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যে 151 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ইতিমধ্যেই 139 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে ।

Number of Corona infected crosses 150 in Purba Bardhaman
পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত দেড়শো পার
author img

By

Published : Jun 25, 2020, 4:44 AM IST

বর্ধমান, 25 জুন : 150 ছাড়াল পূর্ব বর্ধমান জেলায় কোরোনাআক্রান্তের সংখ্যা । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 151 জন । এর মধ্যে 12 জনের চিকিৎসা চলছে ।

জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, যে 151 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাদেরমধ্যে ইতিমধ্যেই 139 জনসুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । 12 জনের চিকিৎসা চলছে । তবে কোরোনায়আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি । জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, জেলায় 3148 জন কোয়ারানটিন সেন্টারে আছেন । হোম কোয়ারানটিনকরা হয়েছে 7410 জনকে। এখনও পর্যন্ত কোরোনা পরীক্ষার জন্য 22 হাজার 332 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । নমুনাপরীক্ষা করা হয়েছে 21 হাজার916 জনের। জেলায় এখনও পর্যন্ত কন্টেইনমেন্ট জ়োনের সংখ্যা 13 টি, বাফার জোনের সংখ্যা 13 । মোট 108 টি জ়োন থেকে কন্টেইনমেন্ট জোন তুলেনেওয়া হয়েছে।

জেলাপ্রশাসন জানিয়েছে, এদিনগলসি 2 ব্লকেদুজনের পজ়িটিভ রিপোর্ট মিলেছে । ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করাহয়েছে । গতকাল জেলায় কোন ট্রেন আসেনি ।

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যাদেড়শো টপকালো

বর্ধমান, 25 জুন : 150 ছাড়াল পূর্ব বর্ধমান জেলায় কোরোনাআক্রান্তের সংখ্যা । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 151 জন । এর মধ্যে 12 জনের চিকিৎসা চলছে ।

জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, যে 151 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাদেরমধ্যে ইতিমধ্যেই 139 জনসুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । 12 জনের চিকিৎসা চলছে । তবে কোরোনায়আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি । জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, জেলায় 3148 জন কোয়ারানটিন সেন্টারে আছেন । হোম কোয়ারানটিনকরা হয়েছে 7410 জনকে। এখনও পর্যন্ত কোরোনা পরীক্ষার জন্য 22 হাজার 332 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । নমুনাপরীক্ষা করা হয়েছে 21 হাজার916 জনের। জেলায় এখনও পর্যন্ত কন্টেইনমেন্ট জ়োনের সংখ্যা 13 টি, বাফার জোনের সংখ্যা 13 । মোট 108 টি জ়োন থেকে কন্টেইনমেন্ট জোন তুলেনেওয়া হয়েছে।

জেলাপ্রশাসন জানিয়েছে, এদিনগলসি 2 ব্লকেদুজনের পজ়িটিভ রিপোর্ট মিলেছে । ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করাহয়েছে । গতকাল জেলায় কোন ট্রেন আসেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.