ETV Bharat / state

যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব : দিলীপ

author img

By

Published : Aug 31, 2019, 5:23 PM IST

Updated : Aug 31, 2019, 9:21 PM IST

আজ অসমের চূড়ান্ত NRC প্রকাশিত হয়েছে ৷ সেখানে বাদ পড়েছে 19 লাখ 6 হাজার 657 জন নাম ৷ এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "সুযোগ বুঝে আমরা পশ্চিমবঙ্গে NRC চালু করব ৷ সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম বাংলাতে আছে ৷ তারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক সবক্ষেত্রেই বাংলাতে লুটপাট চালাচ্ছে ৷ ওদের ভারতে থাকার কোনও অধিকার নেই ৷ আমরা ক্ষমতায় এসে যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব ।"

দিলীপ ঘোষ

বর্ধমান, 31 অগাস্ট : "যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব । তবে, বাংলাদেশি মুসলিমদের তাড়াব । এবিষয়ে যেন কারোর কোনও বিভ্রান্তি না থাকে ।" আজ বর্ধমানে গিয়ে NRC ইশুতে একথা বলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ দুপুরে বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাবে যান দিলীপ ৷ পথে বর্ধমান গুডশেড রোডে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয় তাঁকে । এবিষয়ে দিলীপবাবু বলেন, "ওরা ওদের কাজ করছে ৷ আমরা আমাদের কাজ করছি ৷ আমরা চাইলে দুটো ছেলেকে পাঠাতে পারতাম তারা ওদের হাসপাতালে পাঠিয়ে দিয়ে আসত ৷ কিন্তু আমরা তা করিনি ৷ ওরা ওদের কাজ করুক ৷"

পরে লায়ন্স ক্লাবে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু । সেখানে তিনি বলেন, "সুযোগ বুঝে আমরা পশ্চিমবঙ্গে NRC চালু করব ৷ সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম বাংলাতে আছে ৷ তারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক সবক্ষেত্রেই বাংলাতে লুটপাট চালাচ্ছে ৷ ওদের ভারতে থাকার কোনও অধিকার নেই ৷ আমরা ক্ষমতায় এসে যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব ।"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

এদিকে, গতকাল মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন । পরে তিনি জানান, এ বছর প্রত্যেক পুজো কমিটিকে 10 হাজারের পরিবর্তে 25 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এখানে দুর্গাপুজো হয় না ৷ উনি এখানে দুর্গাপুজোর নিরঞ্জন বন্ধ করেছিলেন বলে হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গেছিল ৷ উনি এটি বুঝতে পেরে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতে যাচ্ছেন ৷ দুর্গাপুজোর অনুদান দিচ্ছেন ৷ যতই করুন না কেন জুতো মেরে গোরু দান করলে লাভ হবে না ৷"

বর্ধমান, 31 অগাস্ট : "যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব । তবে, বাংলাদেশি মুসলিমদের তাড়াব । এবিষয়ে যেন কারোর কোনও বিভ্রান্তি না থাকে ।" আজ বর্ধমানে গিয়ে NRC ইশুতে একথা বলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ দুপুরে বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাবে যান দিলীপ ৷ পথে বর্ধমান গুডশেড রোডে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয় তাঁকে । এবিষয়ে দিলীপবাবু বলেন, "ওরা ওদের কাজ করছে ৷ আমরা আমাদের কাজ করছি ৷ আমরা চাইলে দুটো ছেলেকে পাঠাতে পারতাম তারা ওদের হাসপাতালে পাঠিয়ে দিয়ে আসত ৷ কিন্তু আমরা তা করিনি ৷ ওরা ওদের কাজ করুক ৷"

পরে লায়ন্স ক্লাবে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু । সেখানে তিনি বলেন, "সুযোগ বুঝে আমরা পশ্চিমবঙ্গে NRC চালু করব ৷ সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম বাংলাতে আছে ৷ তারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক সবক্ষেত্রেই বাংলাতে লুটপাট চালাচ্ছে ৷ ওদের ভারতে থাকার কোনও অধিকার নেই ৷ আমরা ক্ষমতায় এসে যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব ।"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

এদিকে, গতকাল মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন । পরে তিনি জানান, এ বছর প্রত্যেক পুজো কমিটিকে 10 হাজারের পরিবর্তে 25 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এখানে দুর্গাপুজো হয় না ৷ উনি এখানে দুর্গাপুজোর নিরঞ্জন বন্ধ করেছিলেন বলে হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গেছিল ৷ উনি এটি বুঝতে পেরে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতে যাচ্ছেন ৷ দুর্গাপুজোর অনুদান দিচ্ছেন ৷ যতই করুন না কেন জুতো মেরে গোরু দান করলে লাভ হবে না ৷"

Intro:
অনুদান দিয়ে লাভ নেই সবাই জেনে গেছে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর বিরোধী বললেন দিলীপ ঘোষ

পুলক যশ ,বর্ধমান


মুখ্যমন্ত্রী যতই দুর্গাপূজার অনুদান দিক তিনি কিন্তু দুর্গাপূজার বিরোধী। বর্ধমানে এসে মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকালই দুর্গাপূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী ক্লাব গুলিতে দুর্গাপূজার অনুদান বাড়িয়ে দিয়েছেন ।সেই প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী যতই ক্লাবকে অনুদান বাড়িয়ে দিয়ে ভালো সাজার চেষ্টা করুক তিনি কিন্তু দুর্গাপূজার বিরোধী ।আজ মুখ্যমন্ত্রীর জন্যই দুর্গা পুজোর বিসর্জন বন্ধ হয়ে গিয়েছিল ।তাই জুতো মেরে গরু দান করে কোন লাভ নেই। মানুষ জেনে গেছে তার আসল স্বরূপ ।
শনিবার দুপুরে বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাবের একটি সভায় যোগ দিতে আসেন তিনি। যখন ছিলেন সেই সময় গুডশেড রোড ক্রস করছিলেন তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয় ।সে প্রসঙ্গে তিনি বলেন ওরা ওদের কাজ করেছে ।আমরা ইচ্ছা করলেই কয়টা ছেলেকে পাঠিয়ে দিয়ে ওদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সেটা আমরা করিনি ।
এনআরসি প্রসঙ্গে তিনি বলেন যারা বাংলাদেশী মুসলমান এদেশে আছেন এই রাজ্যে আছেন তাদের আমরা কোন ভাবে থাকতে দেবো না ।তাদেরকে এখান থেকে তাড়ানো হবে। কিন্তু যারা হিন্দু তারা যেখান থেকে আসুক না কেন তাদের এরাজ্যে মনে থাকতে দেব।


Body:অনুদান দিয়ে লাভ নেই


Conclusion:সবাই জেনে গেছে স্বরূপ
Last Updated : Aug 31, 2019, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.