গোদা, 3 জুন : বোমাবাজির জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের গোদা এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । নামানো হয় ব়্যাফ ।
29 এপ্রিল বর্ধমান কেন্দ্রে লোকসভা নির্বাচনের দিন এলাকার তৃণমূল নেতা সবুজ খোন্দকারের অনুগামীরা অভিযোগ তোলে দলেরই নেতা কাঞ্চন কাজির অনুগামীরা শাসকদলের বিরুদ্ধে ভোট দিয়েছে । যার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় । এলাকায় চলে বোমাবাজি । পরে বর্ধমান থানার পুলিশ এসে কাঞ্চন কাজির কিছু অনুগামীকে গ্রেপ্তার করে । আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় । এরপরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয় ।
শুক্রবার ধৃতরা জামিনে ছাড়া পায় । তারপর থেকেই এলাকায় ফের বোমাবাজি শুরু হয় ।