ETV Bharat / state

গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, বর্ধমানে ফের লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন

author img

By

Published : Aug 4, 2020, 7:54 PM IST

পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী । আগামী 6 অগাস্ট থেকে লকডাউন ঘোষণা করা হতে পারে প্রশাসনের তরফ থেকে ।

Again lockdown will be issued for 7 days at Burdawn city
Again lockdown will be issued for 7 days at Burdawn city

বর্ধমান, 4 অগাস্ট : ফের 7 দিনের জন্য বর্ধমান শহরে লকডাউন ঘোষণা করা হবে, এমনটাই জানাল জেলা প্রশাসন । বর্ধমান জেলা জুড়ে যে হারে কোরোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ।জেলা জুড়ে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে আশঙ্কা জেলা প্রশাসনের । সেই কারণে 6 অগাস্ট থেকে সাত দিনের জন্য ফের লকডাউন ঘোষণা করা হতে পারে ।

জেলা জুড়ে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি সামাল দিতে জুলাই মাসের শেষ সপ্তাহে 7 দিনের জন্য বর্ধমান শহরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন । তারপরেও দেখা যাচ্ছে কোরোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ।

3 অগাস্টের বুলেটিনে জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় ওই দিন 77 জন আক্রান্ত হয়েছে । এর মধ্যে বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা 49 জন । মৃত্যু হয়েছে একজনের । 2 অগাস্টে আক্রান্তের সংখ্যা ছিল 57 । এর মধ্যে বর্ধমান শহরে 29 জন আক্রান্ত হয়েছিল । মৃত্যু হয়েছিল 2 জনের । 1 অগাস্টে জেলায় 121 জন আক্রান্ত হয়েছিল । এর মধ্যে বর্ধমান শহরে 10 জন, জামালপুর ব্লকে 39 জন ও ভাতার ব্লকে 51 জন আক্রান্ত হয়েছিল । মৃত্যু হয়েছিল 2 জনের ।

আজ জেলাশাসক বিজয় ভারতী জানান, “যেভাবে বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কিভাবে সেটা কমান যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে জেলা প্রশাসনের অধিকর্তারা । জেলা জুড়ে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে ।”

তিনি আরও বলেন, “পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বর্ধমান শহরে । সেই কারণে 6 অগাস্ট থেকে সাত দিনের জন্য বর্ধমান শহরে লকডাউন ঘোষণা করা হবে। এমনটাই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্ধমান জেলার আরও 8 টা গ্রাম পঞ্চায়েত এলাকায় লকডাউন করার চিন্তাভাবনা আছে । তবে এখনও কোন লিখিত অর্ডার দেওয়া হয়নি ।”

বর্ধমান, 4 অগাস্ট : ফের 7 দিনের জন্য বর্ধমান শহরে লকডাউন ঘোষণা করা হবে, এমনটাই জানাল জেলা প্রশাসন । বর্ধমান জেলা জুড়ে যে হারে কোরোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ।জেলা জুড়ে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে আশঙ্কা জেলা প্রশাসনের । সেই কারণে 6 অগাস্ট থেকে সাত দিনের জন্য ফের লকডাউন ঘোষণা করা হতে পারে ।

জেলা জুড়ে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি সামাল দিতে জুলাই মাসের শেষ সপ্তাহে 7 দিনের জন্য বর্ধমান শহরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন । তারপরেও দেখা যাচ্ছে কোরোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ।

3 অগাস্টের বুলেটিনে জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় ওই দিন 77 জন আক্রান্ত হয়েছে । এর মধ্যে বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা 49 জন । মৃত্যু হয়েছে একজনের । 2 অগাস্টে আক্রান্তের সংখ্যা ছিল 57 । এর মধ্যে বর্ধমান শহরে 29 জন আক্রান্ত হয়েছিল । মৃত্যু হয়েছিল 2 জনের । 1 অগাস্টে জেলায় 121 জন আক্রান্ত হয়েছিল । এর মধ্যে বর্ধমান শহরে 10 জন, জামালপুর ব্লকে 39 জন ও ভাতার ব্লকে 51 জন আক্রান্ত হয়েছিল । মৃত্যু হয়েছিল 2 জনের ।

আজ জেলাশাসক বিজয় ভারতী জানান, “যেভাবে বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কিভাবে সেটা কমান যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে জেলা প্রশাসনের অধিকর্তারা । জেলা জুড়ে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে ।”

তিনি আরও বলেন, “পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বর্ধমান শহরে । সেই কারণে 6 অগাস্ট থেকে সাত দিনের জন্য বর্ধমান শহরে লকডাউন ঘোষণা করা হবে। এমনটাই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্ধমান জেলার আরও 8 টা গ্রাম পঞ্চায়েত এলাকায় লকডাউন করার চিন্তাভাবনা আছে । তবে এখনও কোন লিখিত অর্ডার দেওয়া হয়নি ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.