বর্ধমান, 13 মে : পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের ফোন বিশ্রাম পাচ্ছে না রাতেও ৷ সারাক্ষণই বেজে উঠছে দপ্তরের টেলিফোনটি। আর ফোন তুলেই শোনা যাচ্ছে শুধু ভয়ার্ত কণ্ঠ ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ৷ আর জানাচ্ছেন শুধু বাড়ি ফেরার আর্জি । কার্যত নাজেহাল পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী। যদিও সবকিছুই ঠান্ডা মাথায় হাসিমুখে সামাল দিচ্ছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিনরাজ্যে শ্রমিকেরা লকডাউনে আটকে আছেন। তাদের কীভাবে রাজ্যে ফেরানো হবে তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই আটকে থাকা শ্রমিকদের তালিকা তৈরি করে তাঁদের ফেরাতে উদ্যোগী হয়েছে প্রশাসন । সেই সঙ্গে আছে কোরোনা পরিস্থিতি সামাল দেওয়ার ব্যস্ততাও। পাশাপাশি রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স, মন্ত্রী ,জেলা আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সহ একাধিক কাজকর্ম ।
বিষয়টি নিয়ে জেলাশাসক বিজয় ভারতী বলেন, 'সারাদিন বিভিন্ন কাজের ফাঁকে তো একাধিক ফোন তো আসছেই ৷ আবার অনেক সময় গভীর রাতেও আসছে একাধিক ফোন। এমনকী, ঘুমের ঘোরেও রিসিভ করতে হচ্ছে ফোন। বেশিরভাগ সবই ভিন রাজ্য থেকে আটকে থাকা শ্রমিকদের। কোনও জায়গায় লকডাউনের জেরে শ্রমিক আটকে আছেন, কোথাও বা কেউ চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন। কেউ জিজ্ঞাসা করছেন কবে থেকে চলতে পারে ট্রেন । রয়েছে আরও হাজারো প্রশ্ন ৷ তাঁদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি । '