বর্ধমান, 6 নভেম্বর : রাতের অন্ধকারে বৃদ্ধা মাকে রাস্তায় নামিয়ে দিয়ে গেল ছেলেরা ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় ৷ বর্ধমান জেলাশাসকের অফিসের সামনে তাঁকে একা বসে থাকতে দেখা যায় ৷ পরে পুলিশের উদ্য়োগে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷
নভেম্বর মাস পড়তেই রাতের দিকে রাজ্য়ের তাপমাত্রা বেশ খানিকটা নিচের দিকে ৷ রীতিমতো শীতের অনুভূতি রয়েছে রাজ্য়জুড়ে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলাশাসকের অফিসের বাইরে একা এক বৃদ্ধাকে বসে থাকতে দেখা যায় ৷ খবর নিয়ে জানা যায়, ছেলেরাই রাস্তায় নামিয়ে দিয়ে গেছেন তাঁকে ৷
বৃদ্ধা জানান, তাঁর 6 ছেলে ও এক মেয়ে ৷ তাঁর স্বামী ঘরামির কাজ করতেন ৷ মারা গিয়েছেন ৷ থাকতেন ছেলেদের সংসারে ৷ ছেলেরা সবাই ব্য়বসায়ী, কারও আবার সোনার দোকান ৷ নতুন বাড়িও করেছে তারা ৷ তবে, সেই বাড়িতে ঠাঁই হয়নি মায়ের ৷ বৃদ্ধা জানিয়েছেন, পুত্রবধূরা তাঁকে মারধর করত ৷ তিনি সব মুখ বুজে সহ্য় করতেন ৷
বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি মাঠে নামে বর্ধমান থানার পুলিশ ৷ থানার আধিকারিক পিন্টু সাহা ওই বৃদ্ধার ছেলেদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ৷ এরপর তিনি নিজে উদ্য়োগ নিয়ে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেন ৷