বর্ধমান, 30 জুলাই : বর্ধমানে ফের কোরোনায় মৃত্যু হল দুই ব্যক্তির । জেলায় এই নিয়ে মোট 16 জনের মৃত্যু হল । এদিকে আজ জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 53 জন।
পূর্ব বর্ধমান জেলায় ক্রমেই বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । আজ 53 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 778 । জেলা প্রশাসনের তরফে জানানো হয়, মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 511 জন । চিকিৎসাধীন রয়েছে 251 জন । মৃত্যু হয়েছে 16 জনের । জেলায় বর্তমানে 145টি এলাকাকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
আজ যে দু'জনের মৃত্যু হয়েছে তারা বর্ধমান শহরের 2 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । আজ যে 53 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে 9 জন বর্ধমান পৌরসভা এলাকার বাসিন্দা । বাকিরা আউশগ্রাম, বর্ধমান 1 ও 2 নম্বর ব্লক, ভাতার, জামালপুর, কালনা, কাটোয়া, কেতুগ্রাম, খণ্ডঘোষ, রায়না ,মন্তেশ্বর, মেমারি ও গলসির বাসিন্দা।