ETV Bharat / state

জঙ্গলমহলে শুরু ভোটকর্মীদের প্রশিক্ষণ

মূলত কীভাবে ভোট নেওয়া হবে, ভোট শেষে কীভাবে বাক্সবন্দী করা হবে এবং কীভাবে তা সিল করে জমা দিতে হবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়।

জঙ্গল মহলে শুরু ভোটকর্মীদের প্রশিক্ষণ
জঙ্গল মহলে শুরু ভোটকর্মীদের প্রশিক্ষণ
author img

By

Published : Feb 20, 2021, 10:35 PM IST

মেদিনীপুর, 20 ফেব্রুয়ারি : বেজে গেল ভোটের দামামা। শুরু হল ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্যায়। এদিন গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রিসাইডিং অফিসার আর প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারের ট্রেনিং। সারা রাজ্যের পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল কলেজে ট্রেনিং প্রক্রিয়া চলে।

মূলত কীভাবে ভোট নেওয়া হবে, ভোট শেষে কীভাবে বাক্সবন্দী করা হবে এবং কীভাবে তা সিল করে জমা দিতে হবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং চলবে আগামী 25 তারিখ পর্যন্ত। পুরুষদের পাশাপাশি মহিলাদের ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে সেই ট্রেনিং হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি। অপরদিকে এই ট্রেনিং এর পাশাপাশি ভোটকর্মীদের টিকা দেওয়ারও কাজ চলে। কারণ ভোট কর্মীদের দাবি ছিল টিকা না হলে ভোটে তাঁরা ডিউটি করবেন না। সে মোতাবেক ট্রেনিং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় টিকা দেওয়ার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দপ্তর। এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন স্কুলের পাশাপাশি মেদিনীপুর কলেজেও এই ট্রেনিং এর দৃশ্য চোখে পড়ে। ট্রেনিং নিতে হাজির হন বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

ভোটকর্মীদের ট্রেনিং এর পাশাপাশি কেন্দ্রবাহিনীও নামতে চলেছে গোটা রাজ্যজুড়ে। যদিও বীরভূম সহ বিভিন্ন জেলায় প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিম মেদিনীপুর কেন্দ্রীয়বাহিনী খুব দ্রুত ঢুকে পড়বে বলে সূত্রের খবর। উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের জন্য এবার 5 কম্পানি বরাদ্দ হয়েছে, ঝাড়গ্রামের জন্য বরাদ্দ হয়েছে 9 কম্পানি, বাঁকুড়ায় 3 ও পুরুলিয়ায় 9 কম্পানি । যদিও রাজ্য সরকার এবারে 1000 কম্পানি কেন্দ্রীয়বাহিনীর দাবি করেছে। তবে তার শেষ পর্যন্ত কতটা দিতে পারবে কেন্দ্রীয় সরকার সেটাও প্রশ্নের। গতবারে প্রায় 800 কম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন ছিল এই ভোট প্রক্রিয়া সম্পাদন করার জন্য। যদিও এই মুহূর্তে 125 কম্পানি কেন্দ্রীয়বাহিনী ঢুকছে বিভিন্ন জেলায়।তাদের কাজ হবে এলাকায় টহলদারি দেওয়া।

মেদিনীপুর, 20 ফেব্রুয়ারি : বেজে গেল ভোটের দামামা। শুরু হল ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্যায়। এদিন গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রিসাইডিং অফিসার আর প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারের ট্রেনিং। সারা রাজ্যের পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল কলেজে ট্রেনিং প্রক্রিয়া চলে।

মূলত কীভাবে ভোট নেওয়া হবে, ভোট শেষে কীভাবে বাক্সবন্দী করা হবে এবং কীভাবে তা সিল করে জমা দিতে হবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং চলবে আগামী 25 তারিখ পর্যন্ত। পুরুষদের পাশাপাশি মহিলাদের ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে সেই ট্রেনিং হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি। অপরদিকে এই ট্রেনিং এর পাশাপাশি ভোটকর্মীদের টিকা দেওয়ারও কাজ চলে। কারণ ভোট কর্মীদের দাবি ছিল টিকা না হলে ভোটে তাঁরা ডিউটি করবেন না। সে মোতাবেক ট্রেনিং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় টিকা দেওয়ার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দপ্তর। এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন স্কুলের পাশাপাশি মেদিনীপুর কলেজেও এই ট্রেনিং এর দৃশ্য চোখে পড়ে। ট্রেনিং নিতে হাজির হন বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

ভোটকর্মীদের ট্রেনিং এর পাশাপাশি কেন্দ্রবাহিনীও নামতে চলেছে গোটা রাজ্যজুড়ে। যদিও বীরভূম সহ বিভিন্ন জেলায় প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিম মেদিনীপুর কেন্দ্রীয়বাহিনী খুব দ্রুত ঢুকে পড়বে বলে সূত্রের খবর। উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের জন্য এবার 5 কম্পানি বরাদ্দ হয়েছে, ঝাড়গ্রামের জন্য বরাদ্দ হয়েছে 9 কম্পানি, বাঁকুড়ায় 3 ও পুরুলিয়ায় 9 কম্পানি । যদিও রাজ্য সরকার এবারে 1000 কম্পানি কেন্দ্রীয়বাহিনীর দাবি করেছে। তবে তার শেষ পর্যন্ত কতটা দিতে পারবে কেন্দ্রীয় সরকার সেটাও প্রশ্নের। গতবারে প্রায় 800 কম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন ছিল এই ভোট প্রক্রিয়া সম্পাদন করার জন্য। যদিও এই মুহূর্তে 125 কম্পানি কেন্দ্রীয়বাহিনী ঢুকছে বিভিন্ন জেলায়।তাদের কাজ হবে এলাকায় টহলদারি দেওয়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.