মেদিনীপুর, 17 জুন : 10 জুন যখন জুনিয়র ডাক্তাররা নিজেদের নিরাপত্তা, সুরক্ষার জন্য আন্দোলনে নেমেছেন, তখন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় এক শিশু । ডাক্তারদের আন্দোলনের দিন তার জন্ম । তাই ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে শিশুর নাম রাখা হল 'আন্দোলন' ।
সুনামি হোক বা কোনও বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের নামের সঙ্গে মিলিয়ে সদ্যোজাতের নামকরণ নতুন নয় । এবার ডাক্তারদের আন্দোলনকে সদ্যোজাতর নামে নাম মিলিয়ে রাখল তার পরিবার । আন্দোলনের বাবা-মার কথায়, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেও পরিষেবা এতটুকু ব্যাহত হয়নি । মেদিনীপুর হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা 10 জুন থেকেই রয়েছে কর্মবিরতিতে । সেদিনই প্রসব যন্ত্রণা নিয়ে মেদিনীপুর হাসপাতালে ভরতি হন রূপালি ভুঁইঞা । বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আমড়াকুচিতে । সে রাতেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি । রূপালির স্বামী রাজু ভুঁইঞা পেশায় চাষি । রাজু বলেন, "শুনেছিলাম হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । এখানে আসব কি না তা নিয়ে একটা সংশয় ছিল । তবে ভুল ভেঙেছে । এখানে খুব ভালোই পরিষেবা পাওয়া গেছে । ডাক্তাররা খুব ভালো ।"
রূপালির মা ছায়া সাঁতরা বলেন, "হাসপাতালে ডাক্তারদের সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচান । ওঁরা মার কেন খাবেন ? ন্যায্য দাবিতেই আন্দোলন করছেন।" কিন্তু সদ্যোজাতের নাম আন্দোলন কেন ? ছায়ার কথায়, "সময় চলে যাবে । তবে নাতির নামকরণের প্রসঙ্গ এলে এই সময়টার কথা মনে পড়বে ।" হাসপাতালের এক চিকিৎসক বলেন, "প্রসূতির পরিবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছে । ওদের কুর্নিশ ।"