ETV Bharat / state

Medinipur Puja : রেস্তরাঁয় ঠাকুর দর্শন, রয়েছে সেলফি জোন

পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি দেদার খাওয়া দাওয়া ৷ খেতে গিয়ে ঠাকুর দেখার সময় পেরিয়ে যাচ্ছে ? না, এই অসুবিধেটা মেদিনীপুরবাসীদের আর হবে না ৷ কারণ রেস্তরাঁর ভিতরেই রয়েছে পুজোর থিম ৷ তাই খেতে বসেও চুটিয়ে মণ্ডপ পরিদর্শনের আনন্দ নিতে পারবেন এখানে ৷ সেই রেস্তরাঁর খুঁটিনাটি জানল ইটিভি ভারত ৷

pujo
pujo
author img

By

Published : Oct 11, 2021, 9:57 PM IST

মেদিনীপুর, 11 অক্টোবর : মেদিনীপুরের পুজোপ্রেমীদের জন্য সুখবর ৷ একইসঙ্গে রথ দেখা ও কলা বেচার মতো এবার খাওয়া-দাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর দেখাও হবে তাও আবার একই জায়গায় বসে । এই অভিনব ভাবনা নিয়ে হাজির 'আপনা ধাবা' ৷

রেস্তরাঁর নাম হল 'আপনা ধাবা' ৷ ভিতরে গিয়ে মণ্ডপ দর্শনের মতোই আপনাকে ঘুরে দেখতে হবে বৈচিত্র্যময় এই রেস্তরাঁ ৷ খাবার অর্ডার দিয়ে তাই বসে অপেক্ষা করতে হবে না ৷ সেই সময়টুকু রেস্তরাঁর থিম ঘুরে দেখতেই খাবার তৈরি হয়ে যাবে ৷ কী অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সব কারুকাজ ৷ পাখা, দেবীর ত্রিনয়ন, সাইকেলের চাকা প্রভৃতি দিয়ে বানানো হয়েছে এই অসাধারণ থিম ৷ যা আর পাঁচটা মণ্ডপের থেকে কোনও অংশে কম নয় ৷ বরং যে-কোনও মণ্ডপকে নিমেষে পিছনে ফেলে দিতে পারে আপনা ধাবার এই থিম ৷

রেস্টুরেন্টের প্রবেশ পথ
রেস্তরাঁয় প্রবেশ পথ

আরও পড়ুন : আস্ত লরিই রেস্তরাঁ; ঘুরতে ঘুরতে চলছে আড্ডা-খাওয়া-দাওয়া

আপনা ধাবায় বছরের বিভিন্ন অনুষ্ঠানে থিমের বৈচিত্র্য দেখা গেলেও দুর্গাপুজো উপলক্ষে এই ভাবনা প্রথমবার ৷ এমনই জানান এই ধাবার মালিক আবির আগরওয়াল ৷

রেস্টুরেন্টের ভিতরে রয়েছে এমনই কারুকার্য
রেস্তরাঁর ভিতরে রয়েছে এমনই কারুকার্য

তিনি আরও বলেন, "পঞ্চমীর দিন থেকে শুরু করে রেস্তরাঁর মধ্যে এই থিম থাকবে দশমী পর্যন্ত ৷ এবারের এই ভাবনার কারণ, ঠাকুর দেখতে দেখতে অনেক রাত হয়ে যাওয়ার পাশাপাশি খেতে গিয়ে ঠাকুর দেখা হয় না ৷ তাই চেয়েছিলাম এক ছাদের তলায় যদি পুজো দেখা ও খাওয়া এই দুটো ব্যবস্থায় করা যায় তাহলে কেমন হয় ৷ এরপর মেদিনীপুরের বিশিষ্ট শিল্পী প্রশান্ত খাটুয়ার হাত ধরেই এই থিমের প্রতিমা গড়া হয় রেস্তরাঁর ভিতরে । আশা করব গ্রাহকদের ভাল লাগবে । গ্রাহকদের কথা ভেবেই প্রতিমার সঙ্গে পরিবারের ছবি তোলার জন্য সেলফি জোনের বিশেষ ব্যবস্থাও রয়েছে এখানে ।"

মেদিনীপুরের এই রেস্টুরেন্টেই রয়েছে পুজোর থিম
মেদিনীপুরের এই রেস্তরাঁতেই রয়েছে পুজোর থিম

আরও পড়ুন : রাতে কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া ভালো ?

এই রেস্তরাঁর ম্যানেজার আকাশ দাস জানান, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন এখানে মিলবে ভিন্ন স্বাদের খাবার ৷ রসনাতৃপ্তির পাশাপাশি ঠাকুর দেখার মজা, দুইই পাবেন গ্রাহকরা ৷

রেস্তরাঁয় থিমের পুজো ! অবিশ্বাস্য মনে হলেও সত্যি

মেদিনীপুর, 11 অক্টোবর : মেদিনীপুরের পুজোপ্রেমীদের জন্য সুখবর ৷ একইসঙ্গে রথ দেখা ও কলা বেচার মতো এবার খাওয়া-দাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর দেখাও হবে তাও আবার একই জায়গায় বসে । এই অভিনব ভাবনা নিয়ে হাজির 'আপনা ধাবা' ৷

রেস্তরাঁর নাম হল 'আপনা ধাবা' ৷ ভিতরে গিয়ে মণ্ডপ দর্শনের মতোই আপনাকে ঘুরে দেখতে হবে বৈচিত্র্যময় এই রেস্তরাঁ ৷ খাবার অর্ডার দিয়ে তাই বসে অপেক্ষা করতে হবে না ৷ সেই সময়টুকু রেস্তরাঁর থিম ঘুরে দেখতেই খাবার তৈরি হয়ে যাবে ৷ কী অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সব কারুকাজ ৷ পাখা, দেবীর ত্রিনয়ন, সাইকেলের চাকা প্রভৃতি দিয়ে বানানো হয়েছে এই অসাধারণ থিম ৷ যা আর পাঁচটা মণ্ডপের থেকে কোনও অংশে কম নয় ৷ বরং যে-কোনও মণ্ডপকে নিমেষে পিছনে ফেলে দিতে পারে আপনা ধাবার এই থিম ৷

রেস্টুরেন্টের প্রবেশ পথ
রেস্তরাঁয় প্রবেশ পথ

আরও পড়ুন : আস্ত লরিই রেস্তরাঁ; ঘুরতে ঘুরতে চলছে আড্ডা-খাওয়া-দাওয়া

আপনা ধাবায় বছরের বিভিন্ন অনুষ্ঠানে থিমের বৈচিত্র্য দেখা গেলেও দুর্গাপুজো উপলক্ষে এই ভাবনা প্রথমবার ৷ এমনই জানান এই ধাবার মালিক আবির আগরওয়াল ৷

রেস্টুরেন্টের ভিতরে রয়েছে এমনই কারুকার্য
রেস্তরাঁর ভিতরে রয়েছে এমনই কারুকার্য

তিনি আরও বলেন, "পঞ্চমীর দিন থেকে শুরু করে রেস্তরাঁর মধ্যে এই থিম থাকবে দশমী পর্যন্ত ৷ এবারের এই ভাবনার কারণ, ঠাকুর দেখতে দেখতে অনেক রাত হয়ে যাওয়ার পাশাপাশি খেতে গিয়ে ঠাকুর দেখা হয় না ৷ তাই চেয়েছিলাম এক ছাদের তলায় যদি পুজো দেখা ও খাওয়া এই দুটো ব্যবস্থায় করা যায় তাহলে কেমন হয় ৷ এরপর মেদিনীপুরের বিশিষ্ট শিল্পী প্রশান্ত খাটুয়ার হাত ধরেই এই থিমের প্রতিমা গড়া হয় রেস্তরাঁর ভিতরে । আশা করব গ্রাহকদের ভাল লাগবে । গ্রাহকদের কথা ভেবেই প্রতিমার সঙ্গে পরিবারের ছবি তোলার জন্য সেলফি জোনের বিশেষ ব্যবস্থাও রয়েছে এখানে ।"

মেদিনীপুরের এই রেস্টুরেন্টেই রয়েছে পুজোর থিম
মেদিনীপুরের এই রেস্তরাঁতেই রয়েছে পুজোর থিম

আরও পড়ুন : রাতে কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া ভালো ?

এই রেস্তরাঁর ম্যানেজার আকাশ দাস জানান, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন এখানে মিলবে ভিন্ন স্বাদের খাবার ৷ রসনাতৃপ্তির পাশাপাশি ঠাকুর দেখার মজা, দুইই পাবেন গ্রাহকরা ৷

রেস্তরাঁয় থিমের পুজো ! অবিশ্বাস্য মনে হলেও সত্যি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.