ETV Bharat / state

ছাত্র 96, শিক্ষক 1 ! ধুঁকছে চন্দ্রকোনার স্কুল - jadavpur-junior-high-school

শিক্ষকের অভাবে ধুঁকছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যাদবপুর জুনিয়র হাইস্কুল ৷ দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের দাবি।

jadavpur-junior-high-school-in-chandrankona-no-1-block-of-west-midnapore-district
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যাদবপুর জুনিয়ার হাই স্কুল
author img

By

Published : Mar 12, 2020, 10:13 PM IST

Updated : Mar 17, 2020, 7:36 AM IST

চন্দ্রকোনা, 12 মার্চ : শিক্ষকের অভাবে ধুঁকছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যাদবপুর জুনিয়র হাইস্কুল ৷ সেখানে শিক্ষক মাত্র একজন। অথচ ছাত্র সংখ্যা 96 ৷ যদিও স্কুল পরিদর্শকের দাবি, ওই স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে ৷ খুব শিগগিরই শিক্ষক নিয়োগ করা হবে ৷

শিক্ষকের অভাবে ধুঁকছে চন্দ্রকোনার স্কুল

একজন শিক্ষক কীভাবে এত সংখ্যক ছাত্র-ছাত্রীকে সঠিক সময় দেন ? কীভাবেই বা ছাত্র-ছাত্রীদের পড়াশোনা হয় সেটাই বড় প্রশ্ন ? এভাবে কী একজন শিক্ষকের পক্ষে সব দায়িত্ব একা সামলানো সম্ভব? অবশ্য গত 6 মাস ধরে এমনটাই হচ্ছে যাদবপুর জুনিয়র হাইস্কুলে ৷ একটি শ্রেণিতে কাজ দিয়ে অন্য শ্রেণিতে পড়াতে যান শিক্ষক কিঙ্কর চন্দ্র ধর ৷ আবার আরেকটি শ্রেণিতে কাজ দিয়ে যান অন্যটিতে ৷ এভাবেই চলছে স্কুল ৷ ফলে, একটি শ্রেণিতে ক্লাস হলে অন্য শ্রেণির ছাত্র-ছাত্রীদের বসে থাকতে হয় ৷ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এভাবেই চলছিল। কিন্তু, শিক্ষকের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাস ফাইভ ৷

স্কুলের শিক্ষক বলেন , ‘‘আমার পক্ষে একা স্কুল পরিচালনা করা খুবই অসুবিধাজনক ৷ কী করে চালাব ? দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের প্রয়োজন ৷’’

যদিও এই স্কুলে এক বছর আগেও চিত্রটা অন্য রকম ছিল। ছিলেন চারজন শিক্ষক ৷ এলাকাবাসীর দাবি, ‘‘ দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক এই স্কুলে ৷ ছাত্রসংখ্যা প্রচুর ৷ একজন শিক্ষকের পক্ষে স্কুল পরিচালনা করা সম্ভব নয় ৷ কখনও কখনও শিক্ষককে সাহায্য করতে স্থানীয়রা গিয়েও স্কুলে পড়াশোনা করায় বাচ্চাদের ৷’’

চন্দ্রকোনা 1 ব্লকের স্কুল পরিদর্শক কৌশিক সাহা বলেন, ‘‘দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে ৷ খুব শিগগিরই শিক্ষক নিয়োগ করা হবে ৷’’

চন্দ্রকোনা, 12 মার্চ : শিক্ষকের অভাবে ধুঁকছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যাদবপুর জুনিয়র হাইস্কুল ৷ সেখানে শিক্ষক মাত্র একজন। অথচ ছাত্র সংখ্যা 96 ৷ যদিও স্কুল পরিদর্শকের দাবি, ওই স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে ৷ খুব শিগগিরই শিক্ষক নিয়োগ করা হবে ৷

শিক্ষকের অভাবে ধুঁকছে চন্দ্রকোনার স্কুল

একজন শিক্ষক কীভাবে এত সংখ্যক ছাত্র-ছাত্রীকে সঠিক সময় দেন ? কীভাবেই বা ছাত্র-ছাত্রীদের পড়াশোনা হয় সেটাই বড় প্রশ্ন ? এভাবে কী একজন শিক্ষকের পক্ষে সব দায়িত্ব একা সামলানো সম্ভব? অবশ্য গত 6 মাস ধরে এমনটাই হচ্ছে যাদবপুর জুনিয়র হাইস্কুলে ৷ একটি শ্রেণিতে কাজ দিয়ে অন্য শ্রেণিতে পড়াতে যান শিক্ষক কিঙ্কর চন্দ্র ধর ৷ আবার আরেকটি শ্রেণিতে কাজ দিয়ে যান অন্যটিতে ৷ এভাবেই চলছে স্কুল ৷ ফলে, একটি শ্রেণিতে ক্লাস হলে অন্য শ্রেণির ছাত্র-ছাত্রীদের বসে থাকতে হয় ৷ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এভাবেই চলছিল। কিন্তু, শিক্ষকের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাস ফাইভ ৷

স্কুলের শিক্ষক বলেন , ‘‘আমার পক্ষে একা স্কুল পরিচালনা করা খুবই অসুবিধাজনক ৷ কী করে চালাব ? দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের প্রয়োজন ৷’’

যদিও এই স্কুলে এক বছর আগেও চিত্রটা অন্য রকম ছিল। ছিলেন চারজন শিক্ষক ৷ এলাকাবাসীর দাবি, ‘‘ দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক এই স্কুলে ৷ ছাত্রসংখ্যা প্রচুর ৷ একজন শিক্ষকের পক্ষে স্কুল পরিচালনা করা সম্ভব নয় ৷ কখনও কখনও শিক্ষককে সাহায্য করতে স্থানীয়রা গিয়েও স্কুলে পড়াশোনা করায় বাচ্চাদের ৷’’

চন্দ্রকোনা 1 ব্লকের স্কুল পরিদর্শক কৌশিক সাহা বলেন, ‘‘দ্রুত স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলাস্তরে আলোচনা করা হয়েছে ৷ খুব শিগগিরই শিক্ষক নিয়োগ করা হবে ৷’’

Last Updated : Mar 17, 2020, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.