ETV Bharat / state

Student Death In Road Accident: পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যু ঘিরে দাসপুরে ধুন্ধুমার - Student Death In Road Accident

স্কুলে পৌঁছানোর আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছাত্রীর । মেশিন ট্রলির চাকায় পড়ে মৃত্যু হয় ওই ছাত্রীর । ছাত্রী মৃত্যু ঘিরে ধুন্ধুমার দাসপুর । পথ অবরোধ গ্রামবাসীদের (Student Death In Road Accident)।

Student Death In Road Accident
পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যু ঘিরে ধুন্ধুমার দাসপুর
author img

By

Published : Mar 10, 2022, 3:51 PM IST

পশ্চিম মেদিনীপুর (দাসপুর), 9 ই মার্চ: স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির চাকায় পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার দাসপুরে । টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের ৷ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ (Road Accident At Daspure) ।

জানা গিয়েছে, কলমিজোড়ে স্কুল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নাতাসা পোড়িয়া নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর । সাইকেলে ব্রাহ্মণ বসান উচ্চবিদ্যালয়ে যাওয়ার সময় একটি মেশিন ট্রলি দ্রুত গতিতে চলে আসে । টাল সামালতে না পেরে ওই মেশিন ট্রলির চাকার নিচে পড়ে যায় ওই ছাত্রী । তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: Kharagpur Pickup van Accident : পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, গুরুতর আহত এক

এই ঘটনার পরেই দাসপুরের বেলতলায় গ্রামীণ সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী । টায়ার জ্বালিয়ে,বাঁশ ফেলে অবরুদ্ধ করে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, বেহাল রাস্তার জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে ৷ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । বেহাল রাস্তার উপর দিয়েই মেশিন ট্রলির দৌরাত্ম্য বেড়ে চলেছে । যার জেরে আজ এক পঞ্চম শ্রেণির ছাত্রীর প্রাণ গেছে । ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা । ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।

পশ্চিম মেদিনীপুর (দাসপুর), 9 ই মার্চ: স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির চাকায় পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার দাসপুরে । টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের ৷ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ (Road Accident At Daspure) ।

জানা গিয়েছে, কলমিজোড়ে স্কুল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নাতাসা পোড়িয়া নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর । সাইকেলে ব্রাহ্মণ বসান উচ্চবিদ্যালয়ে যাওয়ার সময় একটি মেশিন ট্রলি দ্রুত গতিতে চলে আসে । টাল সামালতে না পেরে ওই মেশিন ট্রলির চাকার নিচে পড়ে যায় ওই ছাত্রী । তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: Kharagpur Pickup van Accident : পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, গুরুতর আহত এক

এই ঘটনার পরেই দাসপুরের বেলতলায় গ্রামীণ সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী । টায়ার জ্বালিয়ে,বাঁশ ফেলে অবরুদ্ধ করে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, বেহাল রাস্তার জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে ৷ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । বেহাল রাস্তার উপর দিয়েই মেশিন ট্রলির দৌরাত্ম্য বেড়ে চলেছে । যার জেরে আজ এক পঞ্চম শ্রেণির ছাত্রীর প্রাণ গেছে । ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা । ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.