ঝাড়গ্রাম, ২৪ মার্চ : লোকসভা ভোটের প্রচারের শুরুতেই আদিবাসী ইশুতে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগলেন BJP প্রার্থী কুনার হেমব্রম। চন্দ্রকোনা রোডে সাতবাঁকুড়া BJP পার্টি অফিসে শনিবার বিকেলে কর্মিসভা করেন কুনার হেমব্রম। সভার পর বাঁকুড়ার বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি।
প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP প্রার্থী বলেন, "বিগত তিন বছর ধরে আদিবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগ এবং দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ, রেল অবরোধ হয়েছে। থানা ঘেরাও, DM অফিস ঘেরাও হয়েছে। ভারত জাকাত মাঝি মারওয়া সংগঠন আন্দোলন করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আদিবাসীরা। বীরবাহা সোরেনকে প্রার্থী করে তৃণমূল সেই আদিবাসী আন্দোলনকে ছিন্নভিন্ন করে দিতে চাইছে। উনারা আদিবাসী সমাজের সঙ্গে গদ্দারি করলেন। আদিবাসী সমাজ এই বিষয়টিকে ভালোভাবে মেনে নেয়নি। বীরবাহা সোরেনের স্বামী রবিন টুডুকে মাঝি পারগানা মহল বহিষ্কার করবে। আদিবাসী সংগঠনের নিয়ম অনুযায়ী মাঝি যদি ওই পারগানার মাথা হন, তাহলে তাঁর স্ত্রী হন পরগনা আয়ো অর্থাৎ মা। কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে সমাজ তাকে (বীরবাহা সোরেন) পরগনা আয়ো হিসাবে মেনে নেবে না।"
উল্লেখ্য, ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেন রবিন টুডুর স্ত্রী। তৃণমূলের প্রার্থী তালিকায় বিরবাহা সোরেনের নাম ঘোষণা হতেই বিতর্ক ছড়িয়েছে আদিবাসী সমাজে। জাকাত মাঝি পারগানা মহলের নেতারা বিরবাহাকে প্রার্থী করার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।