ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 5

পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি থেকে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ ব্যক্তি গ্রেপ্তার । বাজেয়াপ্ত 36 রাউন্ড কার্তুজ ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jun 30, 2019, 9:59 PM IST

মেদিনীপুর, 30 জুন : আগ্নেয়াস্ত্র সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । পশ্চিম মেদিনীপুরের রাঙামাটির ঝরনাডাঙা এলাকার ঘটনা । বাজেয়াপ্ত করা হয়েছে 36 রাউন্ড কার্তুজও ।

গত কয়েকদিন ধরে জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে । কখনও বোমাবাজি, কখনও বা গুলি চলার ঘটনা ঘটছে । গোপন সূত্রে খবর পেয়ে, আজ রাঙামাটি এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে । বাজেয়াপ্ত করা হয় দুটি 9 mm পিস্তল, চারটে ওয়ান শটার, 36 রাউন্ড কার্তুজ । এছাড়াও দুটি মোবাইল ও দুটি মোটরবাইক বাজেয়াপ্ত করে পুলিশ ।

সম্প্রতি কলকাতায় জঙ্গি ধরা পড়ার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন । সিল করে দেওয়া হয়েছে সীমান্ত । পোস্টিং করা হয়েছে কয়েকটি নতুন টিম ।

মেদিনীপুর, 30 জুন : আগ্নেয়াস্ত্র সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । পশ্চিম মেদিনীপুরের রাঙামাটির ঝরনাডাঙা এলাকার ঘটনা । বাজেয়াপ্ত করা হয়েছে 36 রাউন্ড কার্তুজও ।

গত কয়েকদিন ধরে জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে । কখনও বোমাবাজি, কখনও বা গুলি চলার ঘটনা ঘটছে । গোপন সূত্রে খবর পেয়ে, আজ রাঙামাটি এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে । বাজেয়াপ্ত করা হয় দুটি 9 mm পিস্তল, চারটে ওয়ান শটার, 36 রাউন্ড কার্তুজ । এছাড়াও দুটি মোবাইল ও দুটি মোটরবাইক বাজেয়াপ্ত করে পুলিশ ।

সম্প্রতি কলকাতায় জঙ্গি ধরা পড়ার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন । সিল করে দেওয়া হয়েছে সীমান্ত । পোস্টিং করা হয়েছে কয়েকটি নতুন টিম ।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুটো নাইন এমএম পিস্তল ,একাধিক অস্ত্রশস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ , উদ্ধার 36 রাউন্ড কার্তুজ l ঘটনা সুত্রে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ চলছে l কখনো বোমায় আহত হয়েছে , আবার কোথাও রাস্তার মোড়ে চলছে গুলি l রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ l রাঙ্গামাটি ঝরনার ডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হল 5 সন্দেহভাজন দুষ্কৃতীকে এবং এদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্রশস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি l এদিন নাইন এমএম পিস্তল দুটি ,ওয়ান শাটার গান চারটি , 36 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় l ওই অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে এ ছাড়াও কিছু মোবাইল ও 2 টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে l এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় l বলা যায় যে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা l বিশেষ করে কেশপুর ,নারায়ণগড়, গড়বেতা ,বেলদা সহ বিস্তৃণ অংশে রাজনৈতিক হিংসায় আহত নিহত অনেকে l পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে l বলা যায় যে কলকাতায় জঙ্গী ধরা পড়ার পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন l বিশেষ করে জেলার বর্ডার এলাকা গুলো সিল করে দেওয়া হয়েছে l সেখানে নতুন করে পোস্টিং করা হয়েছে বেশকিছু টিম যারা এই ধরনের কার্যকলাপ এর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে l রাজ্যের সঙ্গে জঙ্গী নাশকতার উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক l বারবার ধরে খোঁজ খবর নিচ্ছে রাজ্যের কাছ থেকে l সামনে রয়েছে 15 আগস্ট ,তার আগে কোনো ধরনের নাশকতা যাতে রাজ্য এবং জেলায় না ছড়িয়ে পড়ে সে বিষয়ে সতর্ক রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন l গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ l সুপার এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.