ETV Bharat / state

Life Imprisonment : বধূ খুনে স্বামী-সহ 5 জনের যাবজ্জীবন

গৃহবধূর শ্বাসরোধ করে খুন করার অপরাধে স্বামী,শ্বাশুড়ি,ননদ-সহ শ্বশুরবাড়ির মোট পাঁচজনের যাবজ্জীবন সাজা হল (Life Imprisonment) ৷ ঘটনাটি ঘটে 2013 সালে 30 অগস্টে দাসপুরে ৷

Life Imprisonment of five persons of Family in West Medinipur
Life Imprisonment
author img

By

Published : May 31, 2022, 10:31 PM IST

দাসপুর, 31 মে : গৃহবধূর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অপরাধে স্বামী, শ্বাশুড়ি, ননদ-সহ শ্বশুরবাড়ির মোট পাঁচ জনকে যাবজ্জীবন সাজা দিল ঘাটাল মহকুমা আদালত (Life Imprisonment of five persons of Family in West Medinipur)। দীর্ঘ 9 বছর পর কোর্টের রায় হওয়ায় খুশি বধূর পরিবার ।

ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায় । ঘটনাক্রমে জানা গিয়েছে, 2013 সালে 30 অগস্ট দাসপুরের বাসিন্দা নির্মল রায় তার স্ত্রী রুমা রায়কে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে খুন করে ৷ রুমা রায়ের শাশুড়ি প্রভাবতী রায়, ননদ মলিনা সিংহ, ভাসুর প্রদ্যুৎ রায় ও প্রদ্যুৎ রায়ের স্ত্রী তপতী রায় পরিবারের এই পাঁচজন সদস্য মিলে খুন করে । মৃতদেহ দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় । খবর যায় গৃহবধূ রুমা রায়ের বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুরে ডেবরা এলাকায় । গৃহবধূর বাপের বাড়ির পরিবারের সদস্যরা এসে দাসপুর থানায় অভিযোগ করে । তারা অভিযোগ করে মেয়েকে খুন করেছে রুমার স্বামী, শাশুড়ি ও ননদরা ।

পরিবারের মোট 5 জনের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ করে রুমার বাপের বাড়ির সদস্যরা । এই অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী, শাশুড়ী-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে এবং তৎকালীন সময় ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তারা তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে যায় । এরপর দীর্ঘ 9 বছর পর সেই মামলার রায় ঘোষণা হল মঙ্গলবার । দাসপুরের গৃহবধূ রুমা রায়কে খুন করার অপরাধে স্বামী নির্মল রায় ও শাশুড়ি প্রভাবতী রায়-সহ শ্বশুরবাড়ির মোট 5 জন সদস্যের যাবজ্জীবন সাজা এবং 10 হাজার টাকা করে জরিমানা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত ।

আরও পড়ুন : Allegation of Beating Businessman : তোলা না-দেওয়ায় ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, গ্রেফতার 2

মৃত গৃহবধূর বাবা সুকুমার রায় ও ভাই শোভন রায় বলেন, "বিয়ের পর থেকেই রুমার উপর অত্যাচার করত স্বামী-সহ তার শ্বশুরবাড়ির লোকজন । 2013 সালে 30 অগস্ট রুমার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে রুমার স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য মিলে । আমরা সেই অভিযোগ করেছিলাম দাসপুর থানায় । সেই অভিযোগ প্রমাণিত হয় এবং সেই মত আজ ওই পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে । এতে রুমার আত্মার শান্তি পাবে, খুনিরা শাস্তি পেয়েছে খুব ভালো লাগছে ।"

দাসপুর, 31 মে : গৃহবধূর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অপরাধে স্বামী, শ্বাশুড়ি, ননদ-সহ শ্বশুরবাড়ির মোট পাঁচ জনকে যাবজ্জীবন সাজা দিল ঘাটাল মহকুমা আদালত (Life Imprisonment of five persons of Family in West Medinipur)। দীর্ঘ 9 বছর পর কোর্টের রায় হওয়ায় খুশি বধূর পরিবার ।

ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায় । ঘটনাক্রমে জানা গিয়েছে, 2013 সালে 30 অগস্ট দাসপুরের বাসিন্দা নির্মল রায় তার স্ত্রী রুমা রায়কে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে খুন করে ৷ রুমা রায়ের শাশুড়ি প্রভাবতী রায়, ননদ মলিনা সিংহ, ভাসুর প্রদ্যুৎ রায় ও প্রদ্যুৎ রায়ের স্ত্রী তপতী রায় পরিবারের এই পাঁচজন সদস্য মিলে খুন করে । মৃতদেহ দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় । খবর যায় গৃহবধূ রুমা রায়ের বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুরে ডেবরা এলাকায় । গৃহবধূর বাপের বাড়ির পরিবারের সদস্যরা এসে দাসপুর থানায় অভিযোগ করে । তারা অভিযোগ করে মেয়েকে খুন করেছে রুমার স্বামী, শাশুড়ি ও ননদরা ।

পরিবারের মোট 5 জনের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ করে রুমার বাপের বাড়ির সদস্যরা । এই অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী, শাশুড়ী-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে এবং তৎকালীন সময় ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তারা তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে যায় । এরপর দীর্ঘ 9 বছর পর সেই মামলার রায় ঘোষণা হল মঙ্গলবার । দাসপুরের গৃহবধূ রুমা রায়কে খুন করার অপরাধে স্বামী নির্মল রায় ও শাশুড়ি প্রভাবতী রায়-সহ শ্বশুরবাড়ির মোট 5 জন সদস্যের যাবজ্জীবন সাজা এবং 10 হাজার টাকা করে জরিমানা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত ।

আরও পড়ুন : Allegation of Beating Businessman : তোলা না-দেওয়ায় ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, গ্রেফতার 2

মৃত গৃহবধূর বাবা সুকুমার রায় ও ভাই শোভন রায় বলেন, "বিয়ের পর থেকেই রুমার উপর অত্যাচার করত স্বামী-সহ তার শ্বশুরবাড়ির লোকজন । 2013 সালে 30 অগস্ট রুমার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে রুমার স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য মিলে । আমরা সেই অভিযোগ করেছিলাম দাসপুর থানায় । সেই অভিযোগ প্রমাণিত হয় এবং সেই মত আজ ওই পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে । এতে রুমার আত্মার শান্তি পাবে, খুনিরা শাস্তি পেয়েছে খুব ভালো লাগছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.