ETV Bharat / bharat

বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে ! পথ দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের - ROORKEE ROAD ACCIDENT

ডিভাইডারের সঙ্গে স্করপিও'র ধাক্কা ৷ ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের ৷ হাসপাতালে ভর্তি আরও 4 ৷

roorkee road accident
বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 9:21 AM IST

রুরকি (উত্তরাখণ্ড), 15 নভেম্বর: দিল্লি-হরিদ্বার হাইওয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্করপিও গাড়ি বিয়েবাড়ির উদ্দেশে উত্তরপ্রদেশের মিরাট থেকে রুরকির দিকে রওনা দেয় ৷ গাড়িতে ছিলেন মোট 8 জন ৷ চারচাকাটি যখন হরিদ্বার জেলার দিল্লি-হরিদ্বার হাইওয়ে ধরে ম্যাঙ্গালোর কোতোয়ালি এলাকা অতিক্রম করে তখনই ঘটে বিপত্তি ! গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন ৷ পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও দু'জনের ৷

4 জনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন ৷ তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাঁদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতির সন্ধ্যায় দিল্লি-হরিদ্বার হাইওয়ের ম্যাঙ্গালোর গুড়মান্ডির কাছে একটি দ্রুতগামী স্করপিও দেওবন্দ মোড়ে পৌঁছলে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি উল্টে যায় ৷ স্থানীয়রা এমনটা দেখে চিৎকার করতে শুরু করে ৷ তারপরই পুলিশেক খবর দেন তাঁরা ৷ স্থানীয়রা তাঁদের চাপা পড়া গাড়ির নীচ থেকে উদ্ধারের সময়েই দেখতে পান দু'জনের মৃত্যু হয়েছে ৷ 6 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে দু'জনের মৃত্যু হয় ৷

আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদের অন্যত্র স্থানান্তরিত করেন ৷ পুলিশ মৃত 4 জনের দেহ রুরকি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ মৃতদের মধ্যে, আক্তিয়াপুর দৌরালা মিরাটের বাসিন্দা সতীশের ছেলে সুজল, শাহপুর মিরাটের বাসিন্দা মুকেশের ছেলে সোনু, আখতিয়াপুর দৌরালা মিরাটের বাসিন্দা অমিতের ছেলে বংশ, চতুর্থ মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশের মিরাট এলাকার দৌরালার বাসিন্দারা গাড়িতে ছিলেন ৷ সকলেই রুরকির চন্দ্রপুরী এলাকায় বিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

রুরকি (উত্তরাখণ্ড), 15 নভেম্বর: দিল্লি-হরিদ্বার হাইওয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্করপিও গাড়ি বিয়েবাড়ির উদ্দেশে উত্তরপ্রদেশের মিরাট থেকে রুরকির দিকে রওনা দেয় ৷ গাড়িতে ছিলেন মোট 8 জন ৷ চারচাকাটি যখন হরিদ্বার জেলার দিল্লি-হরিদ্বার হাইওয়ে ধরে ম্যাঙ্গালোর কোতোয়ালি এলাকা অতিক্রম করে তখনই ঘটে বিপত্তি ! গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন ৷ পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও দু'জনের ৷

4 জনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন ৷ তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাঁদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতির সন্ধ্যায় দিল্লি-হরিদ্বার হাইওয়ের ম্যাঙ্গালোর গুড়মান্ডির কাছে একটি দ্রুতগামী স্করপিও দেওবন্দ মোড়ে পৌঁছলে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি উল্টে যায় ৷ স্থানীয়রা এমনটা দেখে চিৎকার করতে শুরু করে ৷ তারপরই পুলিশেক খবর দেন তাঁরা ৷ স্থানীয়রা তাঁদের চাপা পড়া গাড়ির নীচ থেকে উদ্ধারের সময়েই দেখতে পান দু'জনের মৃত্যু হয়েছে ৷ 6 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে দু'জনের মৃত্যু হয় ৷

আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাঁদের অন্যত্র স্থানান্তরিত করেন ৷ পুলিশ মৃত 4 জনের দেহ রুরকি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ মৃতদের মধ্যে, আক্তিয়াপুর দৌরালা মিরাটের বাসিন্দা সতীশের ছেলে সুজল, শাহপুর মিরাটের বাসিন্দা মুকেশের ছেলে সোনু, আখতিয়াপুর দৌরালা মিরাটের বাসিন্দা অমিতের ছেলে বংশ, চতুর্থ মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশের মিরাট এলাকার দৌরালার বাসিন্দারা গাড়িতে ছিলেন ৷ সকলেই রুরকির চন্দ্রপুরী এলাকায় বিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.