ETV Bharat / sports

'লোভ সামলাতে হবে', অস্ট্রেলিয়ায় রোহিতকে সাফল্যের দাওয়াই কিংবদন্তির - ROHIT GETS TIPS FROM GAVASKAR

অজিভূমে সাফল্য পেতে কী করতে হবে? রোহিতকে বলে দিলেন সুনীল গাভাসকর ৷ ভারত অধিনায়ককে বেশ কিছু বিষয়ে সাবধান করলেন কিংবদন্তি ৷

ROHIT GETS TIPS FROM GAVASKAR
নিউজিল্যান্ড সিরিজের একটি দৃশ্য (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 15, 2024, 9:10 AM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: শুরুতেই ঝুঁকিপ্রবণ শট খেলার লোভ সামলাতে হবে ৷ বিশেষ করে মিচেল স্টার্কের ডেলিভারি সামলানোর সময় যেন দু'পায়ের সঠিক ব্যবহার হয় ৷ ফর্মহীন রোহিত শর্মাকে বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্যের জন্য় দাওয়াই বাতলে দিলেন সুনীল গাভাসকর ৷

স্ত্রী রীতিকা সাজদে সন্তানসম্ভবা হওয়ায় সিরিজের শুরু থেকে রোহিতকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে ভারতীয় দলের ৷ তবে যে ক'টি টেস্টই রোহিত খেলুক না কেন, তাঁকে বেশকিছু টিপস দিয়ে রাখলেন 'লিটল মাস্টার' ৷ ক্য়াঙারুর দেশে পেস-সহায়ক পিচে যদি প্রথম 10-15 ওভার টিকে যাওয়া যায়, তাহলে 'হিটম্যানে'র ব্য়াটে বড় রান আসবে বলে মনে করেন সানি ৷ সেক্ষেত্রে রোহিতরে সহজাত যে ব্য়াটিংশৈলী, তাতে বদল আনতে হবে ৷

স্টার স্পোর্টসকে গাভাসকর বলেন, "শুরুর দিকে মিচেল স্টার্কের লাইন-লেংথ ওকে (রোহিত শর্মা) বিপদে ফেলতে পারে ৷ বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় রোহিতের পা খুব একটা নড়াচড়া করে না ৷ কিন্তু সেটা ভীষণ প্রয়োজন শুরুর কয়েকটি ওভারে ৷ নাহলে বেশ বিপদে পড়তে হবে ওকে ৷ তবে শুরুর দিকে দু-তিন ওভার কাটিয়ে দিতে পারলেই রান আসবে ওর ব্য়াটে ৷ সেক্ষেত্রে শট বাছাই সঠিক হতে হবে ৷ আর এটা রোহিতের জন্য শুধু নয়, অন্য়ান্যদের ক্ষেত্রেও প্রযোজ্য ৷"

গাভাসকরের সংযোজন, "অস্ট্রেলিয়ার পিচ ব্যাটারদের জন্য সহায়ক ৷ ওরা যে কোকাবুরা বল ব্যবহার করে সেটা 15 ওভারের পর বিশেষ স্যুইং করে না ৷ টেস্ট ক্রিকেট যেহেতু পাঁচদিনের ম্যাচ তাই প্রথম সেশনটা লোভ সংবরণ করতে পারলে রান আসবে ৷"

সাত ম্যাচে তিনটি অর্ধশতরান সহযোগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে রোহিতের ঝুলিতে রয়েছে 408 রান ৷ যা নেহাত মন্দ নয় ৷ কিন্তু রোহিতের ব্যাটে সাম্প্রতিক যে রানের খরা, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে সফল হতে গেলে রোহিতকে বাস্তবিকই বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে ৷ তাই কিউয়িদের বিরুদ্ধে তিনম্যাচের টেস্ট সিরিজে সর্বসাকুল্যে 91 রান সংগ্রহ করা রোহিত কিংবদন্তির মন্ত্রে সাফল্যের সরণিতে ফিরতে পারেন কি না, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 15 নভেম্বর: শুরুতেই ঝুঁকিপ্রবণ শট খেলার লোভ সামলাতে হবে ৷ বিশেষ করে মিচেল স্টার্কের ডেলিভারি সামলানোর সময় যেন দু'পায়ের সঠিক ব্যবহার হয় ৷ ফর্মহীন রোহিত শর্মাকে বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্যের জন্য় দাওয়াই বাতলে দিলেন সুনীল গাভাসকর ৷

স্ত্রী রীতিকা সাজদে সন্তানসম্ভবা হওয়ায় সিরিজের শুরু থেকে রোহিতকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে ভারতীয় দলের ৷ তবে যে ক'টি টেস্টই রোহিত খেলুক না কেন, তাঁকে বেশকিছু টিপস দিয়ে রাখলেন 'লিটল মাস্টার' ৷ ক্য়াঙারুর দেশে পেস-সহায়ক পিচে যদি প্রথম 10-15 ওভার টিকে যাওয়া যায়, তাহলে 'হিটম্যানে'র ব্য়াটে বড় রান আসবে বলে মনে করেন সানি ৷ সেক্ষেত্রে রোহিতরে সহজাত যে ব্য়াটিংশৈলী, তাতে বদল আনতে হবে ৷

স্টার স্পোর্টসকে গাভাসকর বলেন, "শুরুর দিকে মিচেল স্টার্কের লাইন-লেংথ ওকে (রোহিত শর্মা) বিপদে ফেলতে পারে ৷ বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় রোহিতের পা খুব একটা নড়াচড়া করে না ৷ কিন্তু সেটা ভীষণ প্রয়োজন শুরুর কয়েকটি ওভারে ৷ নাহলে বেশ বিপদে পড়তে হবে ওকে ৷ তবে শুরুর দিকে দু-তিন ওভার কাটিয়ে দিতে পারলেই রান আসবে ওর ব্য়াটে ৷ সেক্ষেত্রে শট বাছাই সঠিক হতে হবে ৷ আর এটা রোহিতের জন্য শুধু নয়, অন্য়ান্যদের ক্ষেত্রেও প্রযোজ্য ৷"

গাভাসকরের সংযোজন, "অস্ট্রেলিয়ার পিচ ব্যাটারদের জন্য সহায়ক ৷ ওরা যে কোকাবুরা বল ব্যবহার করে সেটা 15 ওভারের পর বিশেষ স্যুইং করে না ৷ টেস্ট ক্রিকেট যেহেতু পাঁচদিনের ম্যাচ তাই প্রথম সেশনটা লোভ সংবরণ করতে পারলে রান আসবে ৷"

সাত ম্যাচে তিনটি অর্ধশতরান সহযোগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে রোহিতের ঝুলিতে রয়েছে 408 রান ৷ যা নেহাত মন্দ নয় ৷ কিন্তু রোহিতের ব্যাটে সাম্প্রতিক যে রানের খরা, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে সফল হতে গেলে রোহিতকে বাস্তবিকই বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে ৷ তাই কিউয়িদের বিরুদ্ধে তিনম্যাচের টেস্ট সিরিজে সর্বসাকুল্যে 91 রান সংগ্রহ করা রোহিত কিংবদন্তির মন্ত্রে সাফল্যের সরণিতে ফিরতে পারেন কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.