ETV Bharat / state

ডিভিসি জল না-ছাড়ায় আসানসোলে পানীয় জল সংকটের আশঙ্কা

মাসকয়েক আগেই অতিরিক্ত জল ছাড়ায় ডিভিসি কর্তৃপক্ষকে দুষেছিল রাজ্য ৷ এবার ডিভিসি-র কাছে জল ছাড়ার আর্জি জানিয়ে চিঠি দিল আসানসোল পুরনিগম ৷

DVC
ডিভিসি জল না-ছাড়ায় আসানসোলে পানীয় জল সংকট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

আসানসোল, 15 নভেম্বর: গত বর্ষাতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ডিভিসি-র জল ছাড়াকে দুষেছিলেন রাজ্য সরকার। এবার ডিভিসি জল না-ছাড়ার কারণে পানীয় জলের সংকট ভুগতে পারে আসানসোলে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।

ডিভিসি-কে জল ছাড়ার আবেদন করেও নাকি তেমন ফল মিলছে না। জল পাচ্ছে না ইস্কো কারখানার আবাসন এলাকাগুলিও। জল ছাড়ার জন্য ডিভিসি-কে আবেদন জানিয়েছে ইস্কো কর্তৃপক্ষও। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটির কাছে আবেদন করা হয়েছে দামোদর নদীতে অতিরিক্ত জল ছাড়ার জন্য।

DVC
ডিভিসি-র জলাধার (ফাইল চিত্র)

সম্প্রতি আসানসোল পুরনিগমের 106টি ওয়ার্ডে কাউন্সিলরদের নিয়ে মেয়র, দুই ডেপুটি মেয়র ও চেয়ারম্যান বোর্ড মিটিং করেছেন। তাতেই উঠে এসেছে পানীয় জলের সংকটের কথা। ডিভিসি পর্যাপ্ত জল না-ছাড়ায় দামোদর শুকিয়ে কাঠ ৷ ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিতে পারে আসানসোলে। তবে ডিভিসি জল না-ছাড়ায় পানীয় জলের সমস্যা শুধু শহর আসানসোলে নয়, সমস্যার সৃষ্টি হয়েছে ইস্পাত শহর বার্নপুরেও। ইস্কো আবাসনেও মিলছে না পানীয় জল।

Asansol Municipal Corporation
আসানসোল পুরনিগরম (নিজস্ব চিত্র)

আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "জল ছাড়ার আর্জি জানিয়ে ডিভিসি-কে দেওয়া হয়েছে একাধিক চিঠি। ডিভিসি-র চেয়ারম্যানকে জানানোর পাশাপাশি ডিভিসি-র কলকাতা অফিসেও জানানো হয়েছে।" আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ডিভিসি-কে জানানো হয়েছে, নদীতে পর্যাপ্ত জল না-থাকার জেরে জল প্রকল্পগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না ৷ দামোদর নদী থেকে একটি ফিডার ক্যানেল গিয়েছে ইস্কো কারখানার দিকে ৷ যাকে ইস্কো ট্যানেল বলা হয়। সেখানেও জল ঢুকছে না। এই ক্যানেল থেকেই জল সরবরাহ হয়।

যদিও ডিভিসি সূত্রে দাবি, তাদের কাছে ইস্কো ও পুরনিগমের চিঠি এসেছে । কিন্তু বর্তমানে 3 হাজার কিউসেক হারে প্রতিদিন জল ছাড়া হচ্ছে। কারণ মাইথন পাঞ্চেত ড্যামের জলাধারে পর্যাপ্ত জল নেই। আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই জল ধরে রাখতে না-পারলে ব্যাপক জল সংকট তৈরি হবে।

আসানসোল, 15 নভেম্বর: গত বর্ষাতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ডিভিসি-র জল ছাড়াকে দুষেছিলেন রাজ্য সরকার। এবার ডিভিসি জল না-ছাড়ার কারণে পানীয় জলের সংকট ভুগতে পারে আসানসোলে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।

ডিভিসি-কে জল ছাড়ার আবেদন করেও নাকি তেমন ফল মিলছে না। জল পাচ্ছে না ইস্কো কারখানার আবাসন এলাকাগুলিও। জল ছাড়ার জন্য ডিভিসি-কে আবেদন জানিয়েছে ইস্কো কর্তৃপক্ষও। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটির কাছে আবেদন করা হয়েছে দামোদর নদীতে অতিরিক্ত জল ছাড়ার জন্য।

DVC
ডিভিসি-র জলাধার (ফাইল চিত্র)

সম্প্রতি আসানসোল পুরনিগমের 106টি ওয়ার্ডে কাউন্সিলরদের নিয়ে মেয়র, দুই ডেপুটি মেয়র ও চেয়ারম্যান বোর্ড মিটিং করেছেন। তাতেই উঠে এসেছে পানীয় জলের সংকটের কথা। ডিভিসি পর্যাপ্ত জল না-ছাড়ায় দামোদর শুকিয়ে কাঠ ৷ ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিতে পারে আসানসোলে। তবে ডিভিসি জল না-ছাড়ায় পানীয় জলের সমস্যা শুধু শহর আসানসোলে নয়, সমস্যার সৃষ্টি হয়েছে ইস্পাত শহর বার্নপুরেও। ইস্কো আবাসনেও মিলছে না পানীয় জল।

Asansol Municipal Corporation
আসানসোল পুরনিগরম (নিজস্ব চিত্র)

আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "জল ছাড়ার আর্জি জানিয়ে ডিভিসি-কে দেওয়া হয়েছে একাধিক চিঠি। ডিভিসি-র চেয়ারম্যানকে জানানোর পাশাপাশি ডিভিসি-র কলকাতা অফিসেও জানানো হয়েছে।" আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ডিভিসি-কে জানানো হয়েছে, নদীতে পর্যাপ্ত জল না-থাকার জেরে জল প্রকল্পগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না ৷ দামোদর নদী থেকে একটি ফিডার ক্যানেল গিয়েছে ইস্কো কারখানার দিকে ৷ যাকে ইস্কো ট্যানেল বলা হয়। সেখানেও জল ঢুকছে না। এই ক্যানেল থেকেই জল সরবরাহ হয়।

যদিও ডিভিসি সূত্রে দাবি, তাদের কাছে ইস্কো ও পুরনিগমের চিঠি এসেছে । কিন্তু বর্তমানে 3 হাজার কিউসেক হারে প্রতিদিন জল ছাড়া হচ্ছে। কারণ মাইথন পাঞ্চেত ড্যামের জলাধারে পর্যাপ্ত জল নেই। আগামী মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই জল ধরে রাখতে না-পারলে ব্যাপক জল সংকট তৈরি হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.