কলকাতা, 15 নভেম্বর: সাতসকালে ময়দানে দেহ উদ্ধার । শুক্রবার ডাফরিন রোডে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, দেহটি ফুটপাতে পড়েছিল । রাজ্য পরিবহণ নিগমের সামনে যে ড্রেন রয়েছে, তার পাশ থেকেই দেহটি উদ্ধার হয় ৷
জানা গিয়েছে, সকালবেলা ময়দানে ডাফরিন রোডের কাছে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন । তাঁরাই প্রথম দেহটি ওই ড্রেনের সামনে পড়ে থাকতে দেখেন । ময়দান থানায় খবর দিলে, পুলিশ এসে দেহটি উদ্ধার করে । স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ।
ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দেহটি কোথা থেকে এল, তা আগে সনাক্ত করার প্রয়োজন ৷ ওই ব্যক্তির নাম-পরিচয় জানাও অত্যন্ত প্রয়োজন ।’’ ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের একটি পোর্টাল চালু করা হয়েছে ৷ যেখানে অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তির দেহ উদ্ধার হলে, তা আপলোড করে দেওয়া হয় । সেই পোর্টালের মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সনাক্তকরণের সুবিধা হয় । এক্ষেত্রেও সেই পদ্ধতি অবলম্বন করা হবে বলে লালবাজার সূত্রের খবর ।
এছাড়াও দেহটি কীভাবে ওখানে এসে পৌঁছল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । মৃতের দেহে আঘাতের কোনও চিহ্ন নেই বলেই জানা গিয়েছে । তবে কোনও ধস্তাধস্তিতে আভ্যন্তরীণ চোট লেগেছে কি না, তা জানার জন্য ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ জানা যাবে।