ETV Bharat / state

Sourav Ganguly Steel Plant: ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্বপ্নপূরণের আশায় বুক বাঁধছেন জমিদাতারা - Steel Plant in Salboni

Sourav Ganguly will Build Steel Plant in Salboni: 16 বছরের স্বপ্নপূরণ হতে চলেছে ৷ তাই ফের আশায় বুক বাঁধছে শালবনী তথা জঙ্গলমহলের একাংশ ৷ কারণ, জিন্দল গোষ্ঠীর বাতিল করা ইস্পাত প্রকল্প, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে গড়ে উঠবে ৷ মাদ্রিদ থেকে সৌরভের ইস্পাত কারখানা তৈরি করার কথা ঘোষণার পরেই উচ্ছ্বসীত জমিদাতা থেকে গ্রামবাসী সকলে ৷

Sourav Ganguly Steel Plant ETV BHARAT
Sourav Ganguly Steel Plant
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 7:16 PM IST

ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্বপ্নপূরণের আশায় বুক বাঁধছেন জমিদাতারা

শালবনী, 17 সেপ্টেম্বর: মাদ্রিদে শিল্প সম্মেলন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি শালবনীতে তাঁর তৃতীয় ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন ৷ যে খবর পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায় ছড়িয়ে পড়তেই খুশি হাওয়া জমিদাতা এবং স্থানীয়দের মধ্যে ৷ কারণ, তাঁদের 16 বছরের স্বপ্ন পূরণের আশা জেগেছে ৷ তাও আবার বাংলার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে ৷ যে জমিতে জিন্দল গোষ্ঠী একসময় ইস্পাত শিল্প তৈরির কথা বলেছিল ৷ যা বাস্তবায়িত হয়নি ৷ সেই জমির কিছু অংশে এবার ইস্পাত কারখানা তৈরি হতে চলেছে ৷ যে শিল্প স্থাপনের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছে ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড ৷

গ্রামবাসী তথা জমিদাতাদের বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায় মানুষ হিসেবে ভালো ৷ তাই তিনি শালবনী এবং তার আশেপাশের বাসিন্দাদের কথা ভাববেন ৷ দাবি মতো কর্মসংস্থা এবং সমপরিমাণ ভাগ দেওয়ার বিষয়টি দেখবেন বলে বিশ্বাস জমিদাতাদের ৷ তেমনই একজন জমিদাতা হলেন চন্দন মানারা ৷ তিনি জানান, জিন্দল গোষ্ঠী 16 বছর আগে তাঁদের অন্য প্লান্টে নিয়ে গিয়েছিল ৷ সেখানে দেখানো হয়েছিল, কীভাবে কাজ হয় ? শিল্পের কারণে সেখানকার উন্নয়ন ৷ প্রায় 50 জন গ্রামবাসী ভিনরাজ্যে জিন্দলদের প্লান্ট ঘুরে দেখেছিলেন ৷ তার পরেই জমি দিতে রাজি হয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই স্বপ্ন সফল হয়নি ৷ জিন্দলরা ইস্পাত শিল্প তৈরি করেনি ৷

এবার সেই জমিতে ইস্পাত শিল্প তৈরি করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর নামটি সৌরভ গঙ্গোপাধ্যায় হওয়ায়, সকল জমিদাতা এবং ওই অঞ্চলের মানুষজন নতুন করে আশায় বুক বাঁধছেন ৷ জমি দাতা সংগঠনের সম্পাদক পরিষ্কার মাহাত জানান, তাঁরা আগাগোড়া চেয়েছেন ওই জমিতে ইস্পাত কারখানা হোক ৷ কিন্তু, জিন্দলরা একটা সিমেন্ট কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে ৷ সেই সঙ্গে অনুসারী কিছু শিল্প ৷ এতে এলাকার কোনও উন্নতি হয়নি ৷ তাই সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পপতি হিসেবে সেখানে ইস্পাত কারখানা তৈরি করার কথা জানানোয় খুশি স্থানীয়রা ৷ তাঁদের আশা, এই ইস্পাত কারখানা হলে এলাকার বেকার যুবকরা কাজ পাবেন, অভাব মিটবে ৷

আরও পড়ুন: সৌরভের সঙ্গে শালবনীর ইস্পাত প্রকল্পে সহযোগিতার হাত বাড়াল ক্যাপ্টেন স্টিল

2008 সালে জিন্দল গোষ্ঠীকে প্রায় সাড়ে 4 হাজার একর জমি দেওয়া হয়েছিল ৷ কথা ছিল বিশাল বড় ইস্পাত প্রকল্প তৈরি হবে ৷ কিন্তু, তা বাস্তবায়িত হয়নি ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইস্পাত কারখানার শিলান্যাস করে ফেরার পথে, তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷ অভিযোগ ওঠে পুলিশ এর তদন্তে নেমে আদিবাসীদের উপর অত্যাচার চালায় ৷ আর তার পরেই জঙ্গলমহলে দাপট বাড়ে মাওবাদীদের ৷ জিন্দলরা তাদের ইস্পাত কারখানার পরিকল্পনা বাতি করে দেয় ৷ বদলে খানিকটা জমিতে একটি সিমেন্ট প্লান্ট তৈরি করে ৷ আর সেই সঙ্গে তাপবিদ্যুৎ প্রকল্প ৷

আরও পড়ুন: মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন, মাদ্রিদের শিল্প সম্মেলনে ঘোষণা সৌরভের

বাকি প্রায় আড়াই হাজার একর জমি পরিত্যক্ত অবস্থায় ছিল ৷ 2011 সালে সরকার বদল হয় ৷ জিন্দলরা এর পর পরে থাকা জমিতে কোনও শিল্প না করার সিদ্ধান্ত নেয় ৷ 2014 সালে সরকারের চাপে কর্তৃপক্ষ জমি ফেরত দেয় ৷ এবার সেই জমির কিছু অংশে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 5-6 মাসের মধ্যে সেই কাজ শুরু হবে ৷ তবে, এই কাজে সৌরভকে সাহায্য করছে ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড ৷ সংস্থার ডিরেক্টর বিজয় গুপ্ত নিজে এই প্রকল্পের কথা জানিয়েছেন ৷ জমি হস্তান্তর ও অন্যান্য সরকারি সংশাপত্র সংক্রান্ত কাগজপত্রও খুব দ্রুত তাদের হাতে চলে আসবে বলে জানিয়েছেন বিজয় গুপ্ত ৷

ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্বপ্নপূরণের আশায় বুক বাঁধছেন জমিদাতারা

শালবনী, 17 সেপ্টেম্বর: মাদ্রিদে শিল্প সম্মেলন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি শালবনীতে তাঁর তৃতীয় ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন ৷ যে খবর পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায় ছড়িয়ে পড়তেই খুশি হাওয়া জমিদাতা এবং স্থানীয়দের মধ্যে ৷ কারণ, তাঁদের 16 বছরের স্বপ্ন পূরণের আশা জেগেছে ৷ তাও আবার বাংলার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে ৷ যে জমিতে জিন্দল গোষ্ঠী একসময় ইস্পাত শিল্প তৈরির কথা বলেছিল ৷ যা বাস্তবায়িত হয়নি ৷ সেই জমির কিছু অংশে এবার ইস্পাত কারখানা তৈরি হতে চলেছে ৷ যে শিল্প স্থাপনের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছে ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড ৷

গ্রামবাসী তথা জমিদাতাদের বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায় মানুষ হিসেবে ভালো ৷ তাই তিনি শালবনী এবং তার আশেপাশের বাসিন্দাদের কথা ভাববেন ৷ দাবি মতো কর্মসংস্থা এবং সমপরিমাণ ভাগ দেওয়ার বিষয়টি দেখবেন বলে বিশ্বাস জমিদাতাদের ৷ তেমনই একজন জমিদাতা হলেন চন্দন মানারা ৷ তিনি জানান, জিন্দল গোষ্ঠী 16 বছর আগে তাঁদের অন্য প্লান্টে নিয়ে গিয়েছিল ৷ সেখানে দেখানো হয়েছিল, কীভাবে কাজ হয় ? শিল্পের কারণে সেখানকার উন্নয়ন ৷ প্রায় 50 জন গ্রামবাসী ভিনরাজ্যে জিন্দলদের প্লান্ট ঘুরে দেখেছিলেন ৷ তার পরেই জমি দিতে রাজি হয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই স্বপ্ন সফল হয়নি ৷ জিন্দলরা ইস্পাত শিল্প তৈরি করেনি ৷

এবার সেই জমিতে ইস্পাত শিল্প তৈরি করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর নামটি সৌরভ গঙ্গোপাধ্যায় হওয়ায়, সকল জমিদাতা এবং ওই অঞ্চলের মানুষজন নতুন করে আশায় বুক বাঁধছেন ৷ জমি দাতা সংগঠনের সম্পাদক পরিষ্কার মাহাত জানান, তাঁরা আগাগোড়া চেয়েছেন ওই জমিতে ইস্পাত কারখানা হোক ৷ কিন্তু, জিন্দলরা একটা সিমেন্ট কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে ৷ সেই সঙ্গে অনুসারী কিছু শিল্প ৷ এতে এলাকার কোনও উন্নতি হয়নি ৷ তাই সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পপতি হিসেবে সেখানে ইস্পাত কারখানা তৈরি করার কথা জানানোয় খুশি স্থানীয়রা ৷ তাঁদের আশা, এই ইস্পাত কারখানা হলে এলাকার বেকার যুবকরা কাজ পাবেন, অভাব মিটবে ৷

আরও পড়ুন: সৌরভের সঙ্গে শালবনীর ইস্পাত প্রকল্পে সহযোগিতার হাত বাড়াল ক্যাপ্টেন স্টিল

2008 সালে জিন্দল গোষ্ঠীকে প্রায় সাড়ে 4 হাজার একর জমি দেওয়া হয়েছিল ৷ কথা ছিল বিশাল বড় ইস্পাত প্রকল্প তৈরি হবে ৷ কিন্তু, তা বাস্তবায়িত হয়নি ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইস্পাত কারখানার শিলান্যাস করে ফেরার পথে, তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷ অভিযোগ ওঠে পুলিশ এর তদন্তে নেমে আদিবাসীদের উপর অত্যাচার চালায় ৷ আর তার পরেই জঙ্গলমহলে দাপট বাড়ে মাওবাদীদের ৷ জিন্দলরা তাদের ইস্পাত কারখানার পরিকল্পনা বাতি করে দেয় ৷ বদলে খানিকটা জমিতে একটি সিমেন্ট প্লান্ট তৈরি করে ৷ আর সেই সঙ্গে তাপবিদ্যুৎ প্রকল্প ৷

আরও পড়ুন: মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন, মাদ্রিদের শিল্প সম্মেলনে ঘোষণা সৌরভের

বাকি প্রায় আড়াই হাজার একর জমি পরিত্যক্ত অবস্থায় ছিল ৷ 2011 সালে সরকার বদল হয় ৷ জিন্দলরা এর পর পরে থাকা জমিতে কোনও শিল্প না করার সিদ্ধান্ত নেয় ৷ 2014 সালে সরকারের চাপে কর্তৃপক্ষ জমি ফেরত দেয় ৷ এবার সেই জমির কিছু অংশে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 5-6 মাসের মধ্যে সেই কাজ শুরু হবে ৷ তবে, এই কাজে সৌরভকে সাহায্য করছে ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড ৷ সংস্থার ডিরেক্টর বিজয় গুপ্ত নিজে এই প্রকল্পের কথা জানিয়েছেন ৷ জমি হস্তান্তর ও অন্যান্য সরকারি সংশাপত্র সংক্রান্ত কাগজপত্রও খুব দ্রুত তাদের হাতে চলে আসবে বলে জানিয়েছেন বিজয় গুপ্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.