ETV Bharat / state

Jangalmahal Sahitya Utsav: রেকর্ড বই বিক্রি বাংলা আকাদেমির, জঙ্গলমহলে সাহিত্য উৎসবের ঘোষণা ব্রাত্যর - বীরবাহা হাঁসদা

Jangalmahal Sahitya Utsav 2023: জঙ্গলমহলে সাহিত্য উৎসব হবে আগামী 7-8 অক্টোবর ৷ সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷

ETV Bhart
জঙ্গলমহলের অনুষ্ঠানে বীরবাহা হাঁসদা ও ব্রাত্য বসু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 1:33 PM IST

মেদিনীপুর, 6 অক্টোবর: এ বছর রেকর্ড বই বিক্রি করেছে বাংলা আকাদেমি ৷ অনলাইনে বই বিক্রির পরেই এই সাফল্য পেয়েছে আকাদেমি ৷ বৃহস্পতিবার জঙ্গলমহল অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে সেই সাফল্যের কথাই তুলে ধরলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

এ দিন তিনি জানান, 2020-2021 সালে 5 লক্ষ 74 হাজার 55 টাকার বই বিক্রি হয়েছিল ৷ তা বেড়ে 2021-2022 সালে দাঁড়ায় 16 লক্ষ 28 হাজার 608 টাকা ৷ আবার 2022-2023 সালে তা পৌঁছয় 24 লক্ষ 41 হাজার 51 টাকা ৷

এ বিষয়ে ব্রাত্য বসু বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পরে অনলাইনে বই বিক্রির ব্যবস্থা করি ৷ তাতে লাভের পরিমাণ বেড়েছে ৷ অনেকেই বাংলা আকাদেমির বই পড়তে ইচ্ছুক, তা দেখতে পাচ্ছি ৷"

বাংলা আকাদেমির সাফল্যের সঙ্গে এ দিন জঙ্গলমহল সাহিত্য উৎসবের কথাও ঘোষণা করা হয় ৷ এই প্রথম জঙ্গলমহলে এমন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে দেখা যাবে ৷ আগামী 7-8 অক্টোবর পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে এই উৎসব হবে ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া এবং বনবিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ এছাড়াও থাকবেন শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, প্রতিভা মাইতি, খুরশিদ আলি কাদরি, এবং মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ তবে এই উৎসবে মুখ্য দায়িত্ব পালন করবেন মেদিনীপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ৷

জঙ্গলমহলের এই সাহিত্য উৎসবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সাহিত্যিকরাও যোগ দেবেন ৷ থাকবে 80 টি লিটল ম্যাগাজিনের স্টল ৷ জঙ্গলমহল সাহিত্য উৎসবে দু'দিনে কবিতা পাঠের আসর, অনুগল্প পাঠের আসর এবং আলোচনাসভার আয়োজন করা হয়েছে ৷ 30 জন আদিবাসী সাহিত্যিকও এই উৎসবে অংশগ্রহণ করবেন ৷ এর মধ্যে 8 জন আদিবাসী মহিলা কবি এই উৎসবে আসছেন ৷

এ দিনের সাংবাদিক বৈঠকে বীরবাহা হাঁসদা বলেন, "জঙ্গলমহলের মানুষ সাহিত্য নিয়ে দীর্ঘদিন চর্চা করেছে ৷ তবে মেন স্ট্রিমে তাঁরা কখনও জায়গা পাননি ৷" বাংলা আকাদেমির কাছে তিনি আর্জি জানান, পরের বছর এই উৎসব ঝাড়গ্রামে করা হোক ৷ তা মেনে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান আকাদেমির সভাপতি ব্রাত্য বসু ৷

আরও পড়ুন: পুজোর আগেই নন্দনে শুরু 'শারদ বই পার্বণ' উৎসব

মেদিনীপুর, 6 অক্টোবর: এ বছর রেকর্ড বই বিক্রি করেছে বাংলা আকাদেমি ৷ অনলাইনে বই বিক্রির পরেই এই সাফল্য পেয়েছে আকাদেমি ৷ বৃহস্পতিবার জঙ্গলমহল অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে সেই সাফল্যের কথাই তুলে ধরলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

এ দিন তিনি জানান, 2020-2021 সালে 5 লক্ষ 74 হাজার 55 টাকার বই বিক্রি হয়েছিল ৷ তা বেড়ে 2021-2022 সালে দাঁড়ায় 16 লক্ষ 28 হাজার 608 টাকা ৷ আবার 2022-2023 সালে তা পৌঁছয় 24 লক্ষ 41 হাজার 51 টাকা ৷

এ বিষয়ে ব্রাত্য বসু বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পরে অনলাইনে বই বিক্রির ব্যবস্থা করি ৷ তাতে লাভের পরিমাণ বেড়েছে ৷ অনেকেই বাংলা আকাদেমির বই পড়তে ইচ্ছুক, তা দেখতে পাচ্ছি ৷"

বাংলা আকাদেমির সাফল্যের সঙ্গে এ দিন জঙ্গলমহল সাহিত্য উৎসবের কথাও ঘোষণা করা হয় ৷ এই প্রথম জঙ্গলমহলে এমন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে দেখা যাবে ৷ আগামী 7-8 অক্টোবর পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে এই উৎসব হবে ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া এবং বনবিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ এছাড়াও থাকবেন শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, প্রতিভা মাইতি, খুরশিদ আলি কাদরি, এবং মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ তবে এই উৎসবে মুখ্য দায়িত্ব পালন করবেন মেদিনীপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ৷

জঙ্গলমহলের এই সাহিত্য উৎসবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সাহিত্যিকরাও যোগ দেবেন ৷ থাকবে 80 টি লিটল ম্যাগাজিনের স্টল ৷ জঙ্গলমহল সাহিত্য উৎসবে দু'দিনে কবিতা পাঠের আসর, অনুগল্প পাঠের আসর এবং আলোচনাসভার আয়োজন করা হয়েছে ৷ 30 জন আদিবাসী সাহিত্যিকও এই উৎসবে অংশগ্রহণ করবেন ৷ এর মধ্যে 8 জন আদিবাসী মহিলা কবি এই উৎসবে আসছেন ৷

এ দিনের সাংবাদিক বৈঠকে বীরবাহা হাঁসদা বলেন, "জঙ্গলমহলের মানুষ সাহিত্য নিয়ে দীর্ঘদিন চর্চা করেছে ৷ তবে মেন স্ট্রিমে তাঁরা কখনও জায়গা পাননি ৷" বাংলা আকাদেমির কাছে তিনি আর্জি জানান, পরের বছর এই উৎসব ঝাড়গ্রামে করা হোক ৷ তা মেনে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান আকাদেমির সভাপতি ব্রাত্য বসু ৷

আরও পড়ুন: পুজোর আগেই নন্দনে শুরু 'শারদ বই পার্বণ' উৎসব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.