বেলিয়া, 15 মে : অঙ্কুর পাঠশালা ৷ নাম শুনে মনে হতেই পারে পাঠশালার আবার এ হেন নামকরণ কেন ? পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্ভুক্ত বেলিয়া গ্রামে অবস্থিত এই পাঠশালার উদ্দেশ্য হল লোধা শবর অধ্যুষিত জঙ্গলমহলের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের হাতে কলমে শিক্ষিত করা (Initiative Taken at Belia to Provide Proper Education Among Backward Class)৷
আনুষ্ঠানিকভাবে 25 শে বৈশাখ ছোট ছোট পড়ুয়াদের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতের সুরে এবং আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে অঙ্কুর পাঠশালার সূচনা হয় ৷ উদ্বোধন করেন ক্ষীরপাই পৌরসভায় কর্মরত অফিসার এবং বিশিষ্ট সমাজসেবী প্রতাপ বিশ্বাস । আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষক সুমি বিশ্রাম, অরিন্দম মুখোপাধ্যায় এবং সালমা সুলতানার সহযোগিতাও রয়েছে এই পাঠশালা চালুর পিছনে ।
মূলত করোনা আবহে স্কুলছুট কমানো এবং পড়াশোনায় পড়ুয়াদের আগ্রহী করে তোলার লক্ষ্যেই এই পাঠশালা বলে জানাচ্ছেন অঙ্কুর পাঠশালার শিক্ষক ফারুক আলি । তাঁর কথায়, "আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপাতত 40জন ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই পাঠশালা ৷ এখানে সবাই পড়তে আসতে পারে ৷ তবে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয় ৷ বিনামূল্যে তাদের পাঠ দেওয়া হয় ৷"
আরও পড়ুন : Raiganj : শান্তিনিকেতনের পরিবেশে রায়গঞ্জে চলছে 'গাছতলায় পাঠশালা'
সোসাইটির অন্যতম সদস্য সুমি বিশ্রাম বলেন, আমাদের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া লোধা, শবর, আদিবাসী এবং সংখ্যালঘু শিশু যারা এই করোনার জন্য স্কুলছুট হয়ে পড়েছে তাদেরকে আবার শিক্ষার সঙ্গে যুক্ত করা । করোনা মহামারীর ফলে যে হারে সর্ববৃহৎ স্তরে শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়েছে তাকে পুনরায় গড়ে তোলাই আমাদের এই পাঠশালার প্রয়াস । তাছাড়া অন্যান্য সমাজসেবী সংস্থাগুলিকেও আহ্বান জানাব পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কথা ভাবতে এবং তাদেরকে পুনরায় শিক্ষামুখী করতে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা ।
গ্রামের মধ্যে এইরকম পাঠশালা পেয়ে পড়ুয়া থেকে অভিভাবক, খুশি সকলেই ৷ অষ্টম শ্রেণির এক পড়ুয়ার কথায়, "পড়াশোনা এখানে বেশ ভাল হয় ৷ যা বুঝতে পারি না তা মাস্টার মশাইকে জিজ্ঞাসা করলে ভাল করে বুঝিয়ে দেন ৷" অভিভাবকরাও নিজেদের বাচ্চাদের এই পাঠশালায় পাঠতে বেশ উৎসাহী বলে জানান অঙ্কুর পাঠশালার শিক্ষক ফারুক আলি ৷
আরও পড়ুন : Lodha Sabar Community : অনগ্রসর লোধা-শবর পাড়ায় শিক্ষার আলো পৌঁছে দিতে 11 টাকার পাঠশালা