ঝাঁসি, 16 নভেম্বর: ভয়াবহ আগুন ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত 11টি শিশু ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি 16টি শিশু ৷ প্রাথমিক খবর, মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন লাগে ৷ দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে ৷ ওয়ার্ডের জানলা ভেঙে উদ্ধার করা হয়েছে প্রায় 40টি শিশুকে । এখনও চলছে উদ্ধারকাজ ।
দুর্ঘটনার সময় এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল 54টি নবজাতক । উদ্ধার হওয়া প্রতিটি শিশুর বয়স 1 দিন থেকে 1 মাস ৷ ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার 11টি শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন । 16টি শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেকটির শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷
जनपद झांसी स्थित मेडिकल कॉलेज के NICU में घटित एक दुर्घटना में हुई बच्चों की मृत्यु अत्यंत दुःखद एवं हृदयविदारक है।
— Yogi Adityanath (@myogiadityanath) November 15, 2024
जिला प्रशासन तथा संबंधित अधिकारियों को युद्ध स्तर पर राहत एवं बचाव कार्यों को संचालित कराने के निर्देश दिए हैं।
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत आत्माओं…
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে আগুন লাগে ৷ শর্টসার্কিট থেকে আগুন লাগে হাসপাতালের এনআইসিইউ ইউনিটে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । যদিও দমকল কর্মীরা পৌঁছনোর আগেই এনআইসিইউ’র জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ আগুন লাগে হাসপাতালে ৷ সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় এনআইসিইউ ওয়ার্ড । অবিনাশ কুমার জানিয়েছেন, কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে ৷ এ জন্য সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক । জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে । প্রভু শ্রী রামের কাছে বিদেহী আত্মাদের মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ।”