ETV Bharat / bharat

ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন ! পুড়ে মৃত্যু 10 সদ্যোজাতর - JHANSI MEDICAL COLLEGE FIRE

দুর্ঘটনার সময় এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল 54টি নবজাতক । উদ্ধার হওয়া প্রতিটি শিশুর বয়স 1 দিন থেকে 1 মাস ৷

Jhansi Medical College Fire Accident
পুড়ে মৃত্যু 10 সদ্যোজাতর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 6:19 AM IST

Updated : Nov 16, 2024, 7:04 AM IST

ঝাঁসি, 16 নভেম্বর: ভয়াবহ আগুন ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত 10টি সদ্যোজাত ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি 16টি শিশু ৷ প্রাথমিক খবর, মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন লাগে ৷ দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে ৷ ওয়ার্ডের জানলা ভেঙে উদ্ধার করা হয়েছে প্রায় 40টি শিশুকে । এখনও চলছে উদ্ধারকাজ ।

দুর্ঘটনার সময় এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল 54টি নবজাতক । উদ্ধার হওয়া প্রতিটি শিশুর বয়স 1 দিন থেকে 1 মাস ৷ ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার 10টি শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন । 16টি শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে আগুন লাগে ৷ শর্টসার্কিট থেকে আগুন লাগে হাসপাতালের এনআইসিইউ ইউনিটে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । যদিও দমকল কর্মীরা পৌঁছনোর আগেই এনআইসিইউ’র জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ আগুন লাগে হাসপাতালে ৷ সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় এনআইসিইউ ওয়ার্ড । অবিনাশ কুমার জানিয়েছেন, কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে ৷ এ জন্য সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে । ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক ৷ তিনি জানিয়েছেন, সরকারের তরফ থেকে মৃতদের 5 লক্ষ এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য় দেওয়া হবে ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের ঝাঁসির মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক । যারা সন্তানদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা । আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাঁদের এই শোক সইবার শক্তি দেন । রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে ।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক । জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে । প্রভু শ্রী রামের কাছে বিদেহী আত্মাদের মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ।”

আরও পড়ুন

ঝাঁসি, 16 নভেম্বর: ভয়াবহ আগুন ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত 10টি সদ্যোজাত ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি 16টি শিশু ৷ প্রাথমিক খবর, মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন লাগে ৷ দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে ৷ ওয়ার্ডের জানলা ভেঙে উদ্ধার করা হয়েছে প্রায় 40টি শিশুকে । এখনও চলছে উদ্ধারকাজ ।

দুর্ঘটনার সময় এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল 54টি নবজাতক । উদ্ধার হওয়া প্রতিটি শিশুর বয়স 1 দিন থেকে 1 মাস ৷ ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার 10টি শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন । 16টি শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে আগুন লাগে ৷ শর্টসার্কিট থেকে আগুন লাগে হাসপাতালের এনআইসিইউ ইউনিটে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । যদিও দমকল কর্মীরা পৌঁছনোর আগেই এনআইসিইউ’র জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ আগুন লাগে হাসপাতালে ৷ সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় এনআইসিইউ ওয়ার্ড । অবিনাশ কুমার জানিয়েছেন, কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে ৷ এ জন্য সরকারের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে । ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক ৷ তিনি জানিয়েছেন, সরকারের তরফ থেকে মৃতদের 5 লক্ষ এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য় দেওয়া হবে ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের ঝাঁসির মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক । যারা সন্তানদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা । আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাঁদের এই শোক সইবার শক্তি দেন । রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে ।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক । জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে । প্রভু শ্রী রামের কাছে বিদেহী আত্মাদের মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ।”

আরও পড়ুন

Last Updated : Nov 16, 2024, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.