ETV Bharat / state

বিজয় মিছিলে যোগদানই 'অপরাধ', BJP কর্মীর বাড়িতে আগুন

অভিযোগ, BJP -র বিজয় মিছিলে অংশ নেওয়ার 'অপরাধে' উমা ঘোড়ুইয়ের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । এলাকায় BJP কর্মী হিসেবেই পরিচিত । ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ।

BJP কর্মীর বাড়িতে আগুন
author img

By

Published : Jun 5, 2019, 7:42 PM IST

Updated : Jun 5, 2019, 11:16 PM IST

বেলদা, 5 জুন : BJP কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ওই কর্মীর নাম উমা ঘোড়ুই । মেদিনীপুরের বেলদার শুশিন্দা গ্রামের ঘটনা । আজ সকালে BJP-র বিজয় মিছিল চলাকালীন ওই কর্মীর বাড়িতে আগুন লাগে ।

অভিযোগ, BJP-র বিজয় মিছিলে অংশ নেওয়ার 'অপরাধে' উমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ BJP-র একটি বিজয় মিছিলের আয়োজন করা হয় বেলদার শুশিন্দা গ্রামে । মিছিলে অংশ নিয়েছিলেন উমা । মিছিল চলাকালীন খবর পান তাঁর বাড়িতে আগুন লেগেছে । খবর পাওয়া মাত্রই তিনি তড়িঘড়ি আসেন । স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু ততক্ষণে বাড়ির অধিকাংশটাই পুড়ে গেছে ।

উমা বলেন, "এর আগেও তৃণমূলের লোকজন একাধিকবার আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল । কে বা কারা আগুন লাগিয়েছে আমি জানি । সময় এলেই উত্তর দেব ।" এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়নি ।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বাড়ি পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে ।

বেলদা, 5 জুন : BJP কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ওই কর্মীর নাম উমা ঘোড়ুই । মেদিনীপুরের বেলদার শুশিন্দা গ্রামের ঘটনা । আজ সকালে BJP-র বিজয় মিছিল চলাকালীন ওই কর্মীর বাড়িতে আগুন লাগে ।

অভিযোগ, BJP-র বিজয় মিছিলে অংশ নেওয়ার 'অপরাধে' উমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ BJP-র একটি বিজয় মিছিলের আয়োজন করা হয় বেলদার শুশিন্দা গ্রামে । মিছিলে অংশ নিয়েছিলেন উমা । মিছিল চলাকালীন খবর পান তাঁর বাড়িতে আগুন লেগেছে । খবর পাওয়া মাত্রই তিনি তড়িঘড়ি আসেন । স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু ততক্ষণে বাড়ির অধিকাংশটাই পুড়ে গেছে ।

উমা বলেন, "এর আগেও তৃণমূলের লোকজন একাধিকবার আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল । কে বা কারা আগুন লাগিয়েছে আমি জানি । সময় এলেই উত্তর দেব ।" এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়নি ।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বাড়ি পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে ।

sample description
Last Updated : Jun 5, 2019, 11:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.