ETV Bharat / state

যাত্রীসাথী অ্যাপে সরকারি বাসের টিকিট কাটার সুবিধা, শুরু পরিষেবা - YATRI SATHI APP

ট্যাক্সি ও অ্যাম্বুলেন্সের পর এবার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে কাটা যাবে সরকারি বাসের টিকিট ৷ আনুষ্ঠানিক উদ্বোধনের পর জানালেন পরিবহণ মন্ত্রী ৷

Yatri Sathi App
যাত্রী সাথী অ্যাপে মিলবে সরকারি বাসের টিকিট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 11:00 PM IST

কলকাতা, 29 নভেম্বর: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে কাটা যাবে সরকারি বাসের টিকিটও । আজ শুক্রবার থেকে রাজ্যের পরিবহণ দফতরের এই নয়া ক্যাশলেস উপায়ে টিকিট কাটার ব্যবস্থা চালু হল । আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার কথা জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।

রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট বুক করা যাবে । বর্তমানে এয়ারপোর্টের সঙ্গে সংযোগকারী 12টি রুটে পরিষেবা চালু করা হয়েছে । আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে 12টি রুটে চালানো হবে এই পরিষেবা । যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে এবং অ্যাপটির কোথায় কোথায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে সেই সব দিক খতিয়ে দেখে দ্রুত কলকাতার সব সরকারি বাস রুটে এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামিদিনে শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোল-সহ অন্যান্য রাজ্যের সরকারি বাস রুটেও এই ডিজিটাল টিকিট বুকিং ব্যবস্থা চালু হবে ।

পরিবহণ মন্ত্রীর বক্তব্য (ইটিভি ভারত)

এই বিষয়ে পরিবহণ মন্ত্রী জানান যে, আগামী তিনমাসের মধ্যে যাত্রী সাথী অ্যাপের রিয়েল টাইম বাস ট্র্যাকিং ব্যবস্থাও যুক্ত করা হবে । এর ফলে একজন যাত্রী যখন টিকিট কাটছেন তখন বাস কতদূরে রয়েছে এবং কখন বাস স্টপে আসবে তার একটা সম্যক ধারণা দেবে । স্মার্টফোনের মাধ্যমে টিকিট বুক করতে হবে । প্রথমে অ্যাপটি খুলতে হবে । তারপর কোথায় যেতে চান, কোথা থেকে বাস ধরবেন বা কোথায় নামবেন সেইসব তথ্য উল্লেখ করতে হবে । এরপর টিকিট কাটতে হবে ।

অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হচ্ছে যে নির্দিষ্ট রুটগুলিতে সেগুলি হল- AC 39, AC 58, AC 37A, V1, S10, S23A, AC 2, AC 43, AC 40, AC 23A, EB 12 এবং S66 ।

একটি বেসরকারি সংস্থা এই অ্যাপটিকে ওয়েস্টবেঙ্গল ডব্লিউবিটিসির হয়ে তৈরি করছে । টিকিট বুক করার জন্য কোন রুটে যেতে চান তা আগে চিহ্নিত করতে হবে ৷ এরপরে কোথা থেকে আপনি উঠবেন এবং কোথায় নামবেন সেটি জানাতে হবে ৷ তারপর সেই রুটে যে ক'টি সরকারি বাস রয়েছে সবকটি আপনাকে দেখানো হবে ৷ সেখান থেকে আপনার পছন্দমতো একটি বাস নম্বর সিলেক্ট করতে হবে ৷ তবেই টিকিট জেনারেট হবে ৷ এক একটি টিকিটের মেয়াদ থাকবে 30 মিনিট ।

উল্লেখ্য, এই অ্যাপের মাধ্যমে আগে 70 হাজারেরও বেশি ট্যাক্সি চালক পরিষেবা দিয়েছেন । 27 লক্ষ যাত্রী উপকৃত হয়েছেন । 50 লক্ষেরও বেশি ট্রিপ সম্পন্ন হয়েছে । এই সফলতা দেখেই এবার সরকারি বাসের টিকিট কাটার ব্যবস্থা চালু করা হল বলে মনে করা হচ্ছে ৷

কলকাতা, 29 নভেম্বর: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে কাটা যাবে সরকারি বাসের টিকিটও । আজ শুক্রবার থেকে রাজ্যের পরিবহণ দফতরের এই নয়া ক্যাশলেস উপায়ে টিকিট কাটার ব্যবস্থা চালু হল । আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার কথা জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।

রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট বুক করা যাবে । বর্তমানে এয়ারপোর্টের সঙ্গে সংযোগকারী 12টি রুটে পরিষেবা চালু করা হয়েছে । আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে 12টি রুটে চালানো হবে এই পরিষেবা । যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে এবং অ্যাপটির কোথায় কোথায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে সেই সব দিক খতিয়ে দেখে দ্রুত কলকাতার সব সরকারি বাস রুটে এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী । আগামিদিনে শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোল-সহ অন্যান্য রাজ্যের সরকারি বাস রুটেও এই ডিজিটাল টিকিট বুকিং ব্যবস্থা চালু হবে ।

পরিবহণ মন্ত্রীর বক্তব্য (ইটিভি ভারত)

এই বিষয়ে পরিবহণ মন্ত্রী জানান যে, আগামী তিনমাসের মধ্যে যাত্রী সাথী অ্যাপের রিয়েল টাইম বাস ট্র্যাকিং ব্যবস্থাও যুক্ত করা হবে । এর ফলে একজন যাত্রী যখন টিকিট কাটছেন তখন বাস কতদূরে রয়েছে এবং কখন বাস স্টপে আসবে তার একটা সম্যক ধারণা দেবে । স্মার্টফোনের মাধ্যমে টিকিট বুক করতে হবে । প্রথমে অ্যাপটি খুলতে হবে । তারপর কোথায় যেতে চান, কোথা থেকে বাস ধরবেন বা কোথায় নামবেন সেইসব তথ্য উল্লেখ করতে হবে । এরপর টিকিট কাটতে হবে ।

অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হচ্ছে যে নির্দিষ্ট রুটগুলিতে সেগুলি হল- AC 39, AC 58, AC 37A, V1, S10, S23A, AC 2, AC 43, AC 40, AC 23A, EB 12 এবং S66 ।

একটি বেসরকারি সংস্থা এই অ্যাপটিকে ওয়েস্টবেঙ্গল ডব্লিউবিটিসির হয়ে তৈরি করছে । টিকিট বুক করার জন্য কোন রুটে যেতে চান তা আগে চিহ্নিত করতে হবে ৷ এরপরে কোথা থেকে আপনি উঠবেন এবং কোথায় নামবেন সেটি জানাতে হবে ৷ তারপর সেই রুটে যে ক'টি সরকারি বাস রয়েছে সবকটি আপনাকে দেখানো হবে ৷ সেখান থেকে আপনার পছন্দমতো একটি বাস নম্বর সিলেক্ট করতে হবে ৷ তবেই টিকিট জেনারেট হবে ৷ এক একটি টিকিটের মেয়াদ থাকবে 30 মিনিট ।

উল্লেখ্য, এই অ্যাপের মাধ্যমে আগে 70 হাজারেরও বেশি ট্যাক্সি চালক পরিষেবা দিয়েছেন । 27 লক্ষ যাত্রী উপকৃত হয়েছেন । 50 লক্ষেরও বেশি ট্রিপ সম্পন্ন হয়েছে । এই সফলতা দেখেই এবার সরকারি বাসের টিকিট কাটার ব্যবস্থা চালু করা হল বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.