ডেবরা, 24 মে : ফের দিলীপ ঘোষকে বাধা ৷ এবার পশ্চিম মেদিনীপুরের আষাঢ়ির কাছে তাঁকে আটকাল পুলিশ ৷ তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে যাওয়ার পথে তিনি বাধাপ্রাপ্ত হন ৷ এই নিয়ে আজ দ্বিতীয়বার পুলিশের বাধার সম্মুখীন হলেন BJP-র রাজ্য সভাপতি ৷
আজ সকালে নন্দকুমারে বাধাপ্রাপ্ত হন দিলীপ ঘোষ ৷ আমফান ও কোরোনা ভাইরাসের জেরে নিজের সংসদীয় এলাকার মানুষ কেমন আছেন, তা খতিয়ে দেখতে আজ মেদিনীপুরে যান দিলীপ ঘোষ ৷ নন্দকুমার যাওয়ার পথে 41 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় খঞ্চি এলাকায় তাঁর গাড়ি আটকান কয়েকজন তৃণমূল কর্মী ৷ জল ও বিদ্যুতের দাবি জানাতে থাকেন তাঁরা ৷ অনেকে ‘‘গো ব্যাক’’ স্লোগানও দেন ৷ অভিযোগ, নন্দকুমার ঢোকার দু’কিলোমিটার আগে শ্রীকৃষ্ণপুরে বিশাল পুলিশবাহিনী তাঁর গাড়ি আটকে দেয় ৷ সেখানে BJP কর্মী ও সমর্থকরা এসে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ‘‘জয় শ্রী রাম’’ ধ্বনি দেন ৷
পুলিশের বাধা পেয়ে শ্রীকৃষ্ণপুরে স্থানীয় মানুষের মধ্যে স্যানিটাইজ়ার ও মাস্ক বিলি করেন দিলীপ ঘোষ ৷ তারপর তমলুকে ফিরে যান ৷ ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের কোনও কাজ নেই ৷ যারা ঘূর্ণিঝড় ও কোরোনায় আক্রান্ত, তাঁরা খাবার-জল পাচ্ছেন না ৷ আমি যাচ্ছি বলে আমাকে আটকানো হচ্ছে ৷ পুলিশ দিয়ে আটকানোর ক্ষমতা নেই বলে মানুষ দিয়ে আটকাচ্ছে ৷’’ মানুষের এই বিপদের সময় তৃণমূল রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন ৷
এরপর পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিকে রওনা দেন দিলীপ ঘোষ ৷ সেখানে আষাঢ়ির কাছে দিলীপ ঘোষের পথ আটকায় পুলিশ ৷ অভিযোগ, ছ’নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁকে ডেবরা থানার অন্তর্গত আষাঢ়ির কাছে আটকে দেয় পুলিশ ৷