ETV Bharat / state

জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে চিন্তা নেই, স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল

ঠাকুর দেখা বা ফেরা নিয়ে আর চিন্তা করতে হবে না ৷ জগদ্ধাত্রী পুজোয় স্পেশাল লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্বরেল ৷

JAGADHATRI PUJA SPECIAL LOCAL TRAIN
জগদ্ধাত্রী পুজোয় স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 8:13 PM IST

হাওড়া, 6 নভেম্বর: জগদ্ধাত্রী পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান চন্দননগরে ৷ পুজোর ক'টা দিন বিপুল সংখ্যক মানুষের ভরসা লোকাল ট্রেন ৷ লক্ষাধিক মানুষ ঠাকুর দেখতে বেরোন ট্রেনে ৷ ফেরেনও ট্রেনে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চড়ে লক্ষাধিক মানুষ চন্দননগর আসেন জগদ্ধাত্রী পুজো দেখতে ৷ স্বাভাবিকভাবেই এই সময় লোকাল ট্রেনগুলিতে থিকথিকে ভিড় হয় ৷ সেই অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই পূর্বরেল পাঁচ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ।

আপ-ডাউন মিলিয়ে দশটি স্পেশাল লোকাল ট্রেন 8 নভেম্বর শুক্রবার থেকে 12 নভেম্বর মঙ্গলবার পর্যন্ত হাওড়া-বর্ধমান রুটে চলবে । ট্রেনগুলি যাত্রাপথে সব ক'টি স্টেশনে দাঁড়াবে ৷ হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে হাওড়া থেকে ট্রেন ছাড়বে বিকেল 5টা 20 মিনিট, সন্ধ্যা 7টা 55 মিনিট, রাত 8টা 35 মিনিট ও রাত 12টা 30 মিনিটে ৷ একইভাবে ডাউন লাইনে ব্যান্ডেল-হাওড়া স্পেশাল লোকাল ছাড়বে সন্ধ্যা 6টা 35 মিনিট, রাত্রি 11টা 20 মিনিট, রাত 11টা 55 মিনিট, রাত 1টা ও রাত 2টোয় ।

স্পেশাল ট্রেনের বিষয়ে জানাচ্ছেন পূর্বরেলের জনসংযোগ আধিকারিক (পূর্বরেলের সোশাল মিডিয়া)

9 নভেম্বর শনিবার থেকে 12 নভেম্বর আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল হাওড়া থেকে দুপুর 1টা 15 মিনিটে ছাড়বে । পাশাপাশি 8 নভেম্বর শুক্রবার থেকে 11 নভেম্বর বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল রাত 10টা 30 মিনিটে ছাড়বে । একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া ইএমইউ স্পেশাল হাওড়া থেকে 12 নভেম্বর মঙ্গলবার বিকেল 4টের সময় ছাড়বে ।

এছাড়াও, 8 থেকে 11 নভেম্বর পর্যন্ত 36087 হাওড়া-মশাগ্রাম লোকাল বর্ধমান থেকে ও আরেকটি বর্ধমান-হাওড়া স্পেশাল ব্যান্ডেল হয়ে বর্ধমান থেকে রাত 10টা 10 মিনিটে ছাড়বে । 36088 মশাগ্রাম-হাওড়া লোকাল 8 থেকে 11 নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে । আপ রুটে 9 থেকে 12 নভেম্বর পর্যন্ত 03051 হাওড়া-বর্ধমান লোকাল হাওড়া থেকে দুপুর 1টা 50 মিনিটে ছাড়বে ।

হাওড়া, 6 নভেম্বর: জগদ্ধাত্রী পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান চন্দননগরে ৷ পুজোর ক'টা দিন বিপুল সংখ্যক মানুষের ভরসা লোকাল ট্রেন ৷ লক্ষাধিক মানুষ ঠাকুর দেখতে বেরোন ট্রেনে ৷ ফেরেনও ট্রেনে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চড়ে লক্ষাধিক মানুষ চন্দননগর আসেন জগদ্ধাত্রী পুজো দেখতে ৷ স্বাভাবিকভাবেই এই সময় লোকাল ট্রেনগুলিতে থিকথিকে ভিড় হয় ৷ সেই অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই পূর্বরেল পাঁচ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ।

আপ-ডাউন মিলিয়ে দশটি স্পেশাল লোকাল ট্রেন 8 নভেম্বর শুক্রবার থেকে 12 নভেম্বর মঙ্গলবার পর্যন্ত হাওড়া-বর্ধমান রুটে চলবে । ট্রেনগুলি যাত্রাপথে সব ক'টি স্টেশনে দাঁড়াবে ৷ হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে হাওড়া থেকে ট্রেন ছাড়বে বিকেল 5টা 20 মিনিট, সন্ধ্যা 7টা 55 মিনিট, রাত 8টা 35 মিনিট ও রাত 12টা 30 মিনিটে ৷ একইভাবে ডাউন লাইনে ব্যান্ডেল-হাওড়া স্পেশাল লোকাল ছাড়বে সন্ধ্যা 6টা 35 মিনিট, রাত্রি 11টা 20 মিনিট, রাত 11টা 55 মিনিট, রাত 1টা ও রাত 2টোয় ।

স্পেশাল ট্রেনের বিষয়ে জানাচ্ছেন পূর্বরেলের জনসংযোগ আধিকারিক (পূর্বরেলের সোশাল মিডিয়া)

9 নভেম্বর শনিবার থেকে 12 নভেম্বর আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল হাওড়া থেকে দুপুর 1টা 15 মিনিটে ছাড়বে । পাশাপাশি 8 নভেম্বর শুক্রবার থেকে 11 নভেম্বর বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল রাত 10টা 30 মিনিটে ছাড়বে । একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া ইএমইউ স্পেশাল হাওড়া থেকে 12 নভেম্বর মঙ্গলবার বিকেল 4টের সময় ছাড়বে ।

এছাড়াও, 8 থেকে 11 নভেম্বর পর্যন্ত 36087 হাওড়া-মশাগ্রাম লোকাল বর্ধমান থেকে ও আরেকটি বর্ধমান-হাওড়া স্পেশাল ব্যান্ডেল হয়ে বর্ধমান থেকে রাত 10টা 10 মিনিটে ছাড়বে । 36088 মশাগ্রাম-হাওড়া লোকাল 8 থেকে 11 নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে । আপ রুটে 9 থেকে 12 নভেম্বর পর্যন্ত 03051 হাওড়া-বর্ধমান লোকাল হাওড়া থেকে দুপুর 1টা 50 মিনিটে ছাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.