ETV Bharat / state

আবাস যোজনার সমীক্ষা চলাকালীন তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে, আহত 1 - AWAS YOJANA SURVEY

তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনার ন্যায্য প্রাপকদের বঞ্চিত করার অভিযোগ ৷ পালটা আইএসএফের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ শাসকদলের ৷

AWAS YOJANA SURVEY
আবাস যোজনার সমীক্ষা চলাকালীন তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 8:03 PM IST

ভাঙড়, 6 নভেম্বর: আইএসএফ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে ৷ আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ ৷ তৃণমূল ও আইএসএফ একে অপরের বিরুদ্ধে আবাস যোজনার সমীক্ষাতে কারচুপির অভিযোগ তুলেছে ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা এলাকায় ৷ ঘটনায় এক আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷ তৃণমূলের তরফেও তাদের কর্মীদের মারধরের অভিযোগ করা হয়েছে ৷

এই নিয়ে আইএসএফের তরফে অভিযোগ করা হয়েছে, যাঁদের পাকা বাড়ি রয়েছে বা আগেও দু-তিনবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন, তাঁদের নাম নতুন তালিকাতেও রয়েছে ৷ এভাবেই গরিব এবং সত্যিকারের দাবিদারদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ ৷ সরকারি আধিকারিকদের দিয়ে ন্যায্য প্রাপকদের নাম বাতিল করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আইএসএফ ৷ অভিযোগ, এই পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফের কর্মীদের মারধর করে ৷ ঘটনায় আবেদুল মোল্লা নামে এক আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷

আবাস যোজনার সমীক্ষা চলাকালীন তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, আইএসএফের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূলের লোকজনদের নাম বাতিল করানোর অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে স্থানীয় এক তৃণমূল কর্মীর অভিযোগ, সমীক্ষা করতে আসা সরকারি আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়েছেন পঞ্চায়েত সদস্য আলিরুল মোল্লা ৷ তিনি দলবল নিয়ে চক মরিচা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ৷

এমনকি পাকা বাড়ি রয়েছে, এমন আইএসএফ কর্মীদের গোয়ালঘর ও রান্নাঘর দেখিয়ে আবাস যোজনার তালিকায় নাম তোলানোর অভিযোগ করেছে তৃণমূল ৷ অভিযোগ দুই তরফের সংঘর্ষে তৃণমূলের একাধিক কর্মী আহতও হয়েছেন ৷ আইএসএফ ও তৃণমূলের তরফে কাশিপুর থানায় অভিযোগ করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ভাঙড়, 6 নভেম্বর: আইএসএফ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে ৷ আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ ৷ তৃণমূল ও আইএসএফ একে অপরের বিরুদ্ধে আবাস যোজনার সমীক্ষাতে কারচুপির অভিযোগ তুলেছে ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা এলাকায় ৷ ঘটনায় এক আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷ তৃণমূলের তরফেও তাদের কর্মীদের মারধরের অভিযোগ করা হয়েছে ৷

এই নিয়ে আইএসএফের তরফে অভিযোগ করা হয়েছে, যাঁদের পাকা বাড়ি রয়েছে বা আগেও দু-তিনবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন, তাঁদের নাম নতুন তালিকাতেও রয়েছে ৷ এভাবেই গরিব এবং সত্যিকারের দাবিদারদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ ৷ সরকারি আধিকারিকদের দিয়ে ন্যায্য প্রাপকদের নাম বাতিল করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আইএসএফ ৷ অভিযোগ, এই পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফের কর্মীদের মারধর করে ৷ ঘটনায় আবেদুল মোল্লা নামে এক আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷

আবাস যোজনার সমীক্ষা চলাকালীন তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, আইএসএফের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূলের লোকজনদের নাম বাতিল করানোর অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে স্থানীয় এক তৃণমূল কর্মীর অভিযোগ, সমীক্ষা করতে আসা সরকারি আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়েছেন পঞ্চায়েত সদস্য আলিরুল মোল্লা ৷ তিনি দলবল নিয়ে চক মরিচা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ৷

এমনকি পাকা বাড়ি রয়েছে, এমন আইএসএফ কর্মীদের গোয়ালঘর ও রান্নাঘর দেখিয়ে আবাস যোজনার তালিকায় নাম তোলানোর অভিযোগ করেছে তৃণমূল ৷ অভিযোগ দুই তরফের সংঘর্ষে তৃণমূলের একাধিক কর্মী আহতও হয়েছেন ৷ আইএসএফ ও তৃণমূলের তরফে কাশিপুর থানায় অভিযোগ করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.