ETV Bharat / state

Scholarship Problem In Midnapore : স্কলারশিপের টাকা পেতে হিমশিম খাচ্ছে কলেজ ছাত্রীর পরিবার

ব্যাঙ্কের গাফিলতিতে স্কলারশিপের টাকা তুলতে পারছে না এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী এবং তার পরিবার (Scholarship Problem In Midnapore)। ফলে অর্থের অভাবে বন্ধের মুখে তার পড়াশোনা ৷

Scholarship Problem In Midnapore
স্কলারশিপের টাকা পেতে হিমশিম খাচ্ছে কলেজ ছাত্রীর পরিবার
author img

By

Published : Apr 7, 2022, 10:50 PM IST

মেদিনীপুর, 7 এপ্রিল : ব্যাঙ্কের গাফিলতিতে স্কলারশিপের টাকা তুলতে পারছে না এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী এবং তার পরিবার (Scholarship Problem In Midnapore) । জেলা প্রশাসন, বিকাশ ভবন এবং ব্যাঙ্কের দুয়ারে দুয়ারে ঘুরেছে তার বাবা । চাইছেন পড়াশোনার ব্যাঘাত যেন না ঘটে।

মেদিনীপুর শহরের হবিবপুরের বাসিন্দা প্রবীর দাসের মেয়ে প্রেরণা দাস । ছোট থেকেই প্রেরণা মেধাবী । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সবেতেই তার 94% শতাংশ উপর মার্কস রয়েছে । সব বিষয়েই 90 শতাংশের উপর নম্বর থাকায় এবছর তার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এসেছে । আর সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার পরিমাণ 60 হাজার টাকা । কিন্তু গত 2 তারিখে প্রেরণা তার মোবাইলে মেসেজ মারফত জানতে পারে যে তার অ্যাকাউন্টের সমস্যার জন্য স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে যাচ্ছে না । এরপরই তারা ব্যাঙ্কে যোগাযোগ করে । ব্যাঙ্ক জানায় যে তার ছোটবেলার অ্যাকাউন্ট বলেই তা মাইনর করা ছিল ৷ কিন্তু এখন যেহেতু তার বয়স 18 বছরের বেশি হয়ে গিয়েছে তাই মাইনর থেকে তা মেজর করতে হবে । সেই অনুযায়ী প্রেরণার পরিবার সমস্ত কাগজ নিয়ে ব্যাঙ্কে জমা দেয় । কিন্তু তারপরও সমস্যা থেকে যায় । ব্যাঙ্কের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা জমা পড়েনি । এরপর ব্যাঙ্কের তরফে মেসেজ আসে স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি । ফের তারা ব্যাঙ্কের দ্বারস্থ হয় ।

স্কলারশিপের টাকা পেতে হিমশিম খাচ্ছে কলেজ ছাত্রীর পরিবার

আরও পড়ুন : গরমে জলাভাব চন্দ্রকোনা পৌরসভায়, ক্ষোভ এলাকায়

ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের কাছে পুনরায় কাগজপত্র নিয়ে সাধারণ অ্যাকাউন্ট করে দেয়, কিন্তু এরপর আর কোনও স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি । ফলে সমস্যায় পড়ে প্রেরণা এবং তার পরিবার। এরপরই প্রেরণার বাবা প্রবীর দাস বিভিন্ন সরকারি দফতরে গিয়েছেন, কখনও মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গেও দেখা করেছিলেন ৷ কিন্তু কোনও ফল হয়নি ৷ নবান্নেও গিয়েছিলেন স্কলারশিপের টাকা পাওয়ার জন্য। কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় আর টাকা পাঠানো যাবে না । এতেই ভেঙে পড়েন প্রবীরবাবু। তিনি জানান, এই টাকা যদি মেয়ের অ্যাকাউন্টে না আসে তাহলে মাঝপথেই মেয়ের পড়াশোনা বন্ধ করতে হবে ৷

মেদিনীপুর, 7 এপ্রিল : ব্যাঙ্কের গাফিলতিতে স্কলারশিপের টাকা তুলতে পারছে না এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী এবং তার পরিবার (Scholarship Problem In Midnapore) । জেলা প্রশাসন, বিকাশ ভবন এবং ব্যাঙ্কের দুয়ারে দুয়ারে ঘুরেছে তার বাবা । চাইছেন পড়াশোনার ব্যাঘাত যেন না ঘটে।

মেদিনীপুর শহরের হবিবপুরের বাসিন্দা প্রবীর দাসের মেয়ে প্রেরণা দাস । ছোট থেকেই প্রেরণা মেধাবী । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সবেতেই তার 94% শতাংশ উপর মার্কস রয়েছে । সব বিষয়েই 90 শতাংশের উপর নম্বর থাকায় এবছর তার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এসেছে । আর সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার পরিমাণ 60 হাজার টাকা । কিন্তু গত 2 তারিখে প্রেরণা তার মোবাইলে মেসেজ মারফত জানতে পারে যে তার অ্যাকাউন্টের সমস্যার জন্য স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে যাচ্ছে না । এরপরই তারা ব্যাঙ্কে যোগাযোগ করে । ব্যাঙ্ক জানায় যে তার ছোটবেলার অ্যাকাউন্ট বলেই তা মাইনর করা ছিল ৷ কিন্তু এখন যেহেতু তার বয়স 18 বছরের বেশি হয়ে গিয়েছে তাই মাইনর থেকে তা মেজর করতে হবে । সেই অনুযায়ী প্রেরণার পরিবার সমস্ত কাগজ নিয়ে ব্যাঙ্কে জমা দেয় । কিন্তু তারপরও সমস্যা থেকে যায় । ব্যাঙ্কের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা জমা পড়েনি । এরপর ব্যাঙ্কের তরফে মেসেজ আসে স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি । ফের তারা ব্যাঙ্কের দ্বারস্থ হয় ।

স্কলারশিপের টাকা পেতে হিমশিম খাচ্ছে কলেজ ছাত্রীর পরিবার

আরও পড়ুন : গরমে জলাভাব চন্দ্রকোনা পৌরসভায়, ক্ষোভ এলাকায়

ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের কাছে পুনরায় কাগজপত্র নিয়ে সাধারণ অ্যাকাউন্ট করে দেয়, কিন্তু এরপর আর কোনও স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি । ফলে সমস্যায় পড়ে প্রেরণা এবং তার পরিবার। এরপরই প্রেরণার বাবা প্রবীর দাস বিভিন্ন সরকারি দফতরে গিয়েছেন, কখনও মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গেও দেখা করেছিলেন ৷ কিন্তু কোনও ফল হয়নি ৷ নবান্নেও গিয়েছিলেন স্কলারশিপের টাকা পাওয়ার জন্য। কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় আর টাকা পাঠানো যাবে না । এতেই ভেঙে পড়েন প্রবীরবাবু। তিনি জানান, এই টাকা যদি মেয়ের অ্যাকাউন্টে না আসে তাহলে মাঝপথেই মেয়ের পড়াশোনা বন্ধ করতে হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.