ETV Bharat / state

ব্যর্থতার দায় কেন্দ্র ও রাজ্য উভয়েরই, মত বাদশা মৈত্রের

ভিন রাজ্যে আটকে পড়ে শ্রমিকদের যে নরকযন্ত্রনা ভোগ করতে হয়েছে, তার দায় কেন্দ্র ও রাজ্য উভয়কেই নিতে হবে । গড়বেতায় CPI(M)-এর কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই বললেন বাদশা মৈত্র ।

বাদশা মৈত্র
বাদশা মৈত্র
author img

By

Published : Jun 6, 2020, 10:37 PM IST

গড়বেতা, 6 জুন : CPI(M)-এর উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দিতে আজ গড়বেতায় আসেন টলিউড অভিনেতা বাদশা মৈত্র, সীমা মুখোপাধ্যায়-সহ মোট চারজনের প্রতিনিধি দল l খাবার বিতরণের পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাদশা মৈত্র ।

লকডাউনের শুরু থেকেই গড়বেতার বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি শুরু করেছিলেন CPI(M) -এর কর্মীরা l শনিবার গড়বেতার প্রতিবন্ধী স্কুল সংলগ্ন মাঠে CPI(M) -এর উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন গড়বেতায় আসেন টলিউড অভিনেতা বাদশা মৈত্র l এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPI(M) -এর রাজ্য নেতা তাপস সিংহ, তপন ঘোষ ও দিবাকর ভুঁইয়া l

কর্মসূচি শেষে গড়বেতার CPI(M) দলীয় কার্যালয়ে ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাদশা মৈত্র বলেন, "কেন্দ্র বা রাজ্য সরকার, কারও কাজেই আমি খুশি নই l এই কোরোনা মোকাবিলা কারও একজনের পক্ষে করা সম্ভব নয় l রাজ্য যদি যথাসময়ে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে পারত, তাহলে অনেক বেশি সতর্ক থাকতে পারতাম l" পাশাপাশি ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তা নিয়েও সরব হন তিনি । বলেন, " আমাদের যেসব ভাইয়েরা ভিন রাজ্যে কাজ করেন , কেন্দ্রীয় সরকার যদি তাদের অযৌক্তিকভাবে আটকে না রাখত, তাহলে আজকে তাঁদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হত না l তাই রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই এই ব্যর্থতার দায় নিতে হবে l যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে পায়ে হেঁটে আসছেন, তাঁদের মৃত্যুর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে l এছাড়াও রাজ্য সরকারের আরও মানবিক, সংবেদনশীল হওয়া উচিত ছিল l"

যদিও এই সময়ে রাজনীতি করার নয় বলেও মনে করছেন বাদশা মৈত্র । তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য সরকারকে আরও সতর্ক , সচেতন এবং উদ্যোগী হতে হবে । এই প্যানডেমিকের সংক্রমণ রোধ এবং তার পরবর্তী পরিস্থিতিতে দেশবাসীর সাহায্য করার জন্য সকলকে একজোটে কাজ করতে হবে বলেই মনে করছেন তিনি ।

গড়বেতা, 6 জুন : CPI(M)-এর উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দিতে আজ গড়বেতায় আসেন টলিউড অভিনেতা বাদশা মৈত্র, সীমা মুখোপাধ্যায়-সহ মোট চারজনের প্রতিনিধি দল l খাবার বিতরণের পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের কোরোনা মোকাবিলায় ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাদশা মৈত্র ।

লকডাউনের শুরু থেকেই গড়বেতার বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি শুরু করেছিলেন CPI(M) -এর কর্মীরা l শনিবার গড়বেতার প্রতিবন্ধী স্কুল সংলগ্ন মাঠে CPI(M) -এর উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন গড়বেতায় আসেন টলিউড অভিনেতা বাদশা মৈত্র l এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPI(M) -এর রাজ্য নেতা তাপস সিংহ, তপন ঘোষ ও দিবাকর ভুঁইয়া l

কর্মসূচি শেষে গড়বেতার CPI(M) দলীয় কার্যালয়ে ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাদশা মৈত্র বলেন, "কেন্দ্র বা রাজ্য সরকার, কারও কাজেই আমি খুশি নই l এই কোরোনা মোকাবিলা কারও একজনের পক্ষে করা সম্ভব নয় l রাজ্য যদি যথাসময়ে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে পারত, তাহলে অনেক বেশি সতর্ক থাকতে পারতাম l" পাশাপাশি ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তা নিয়েও সরব হন তিনি । বলেন, " আমাদের যেসব ভাইয়েরা ভিন রাজ্যে কাজ করেন , কেন্দ্রীয় সরকার যদি তাদের অযৌক্তিকভাবে আটকে না রাখত, তাহলে আজকে তাঁদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হত না l তাই রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই এই ব্যর্থতার দায় নিতে হবে l যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে পায়ে হেঁটে আসছেন, তাঁদের মৃত্যুর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে l এছাড়াও রাজ্য সরকারের আরও মানবিক, সংবেদনশীল হওয়া উচিত ছিল l"

যদিও এই সময়ে রাজনীতি করার নয় বলেও মনে করছেন বাদশা মৈত্র । তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য সরকারকে আরও সতর্ক , সচেতন এবং উদ্যোগী হতে হবে । এই প্যানডেমিকের সংক্রমণ রোধ এবং তার পরবর্তী পরিস্থিতিতে দেশবাসীর সাহায্য করার জন্য সকলকে একজোটে কাজ করতে হবে বলেই মনে করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.