ETV Bharat / state

দিদিকে বৈরাগী বানাবে ভাতিজা : বিপ্লব দেব - congress

আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দেওপুরে জনসভা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানেই তিনি মন্তব্য করেন, "দিদিকে বৈরাগী বানাবে তার সাধের লাউ ভাতিজা "

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 12:02 AM IST

চন্দ্রকোনা, 26 এপ্রিল : "আমাদের কাছে চৌকিদার রয়েছে। মমতাদির কাছে কী আছে? সাধের লাউয়ের মতো সাধের ভাতিজা আছে। দিদিকে বৈরাগী বানাবে তার ভাতিজা।" চন্দ্রকোনার জনসভায় এসে আজ একথা বলেন BJP নেতা বিপ্লব দেব। তিনি বলেন," দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা পরিচালনা করবেন ? দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন? দেশ কি তৃণমূলের ক্যাডাররা না গুন্ডারা পরিচালনা করবেন? দেশ পরিচালনা করবেন নরেন্দ্র মোদি।"

আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দেওপুরে জনসভায় করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজকের সভায় তিনি বলেন, "ভারতবর্ষে অন্য কোনও দলে প্রধানমন্ত্রীর প্রার্থী নেই। কংগ্রেসের কাছে নেই। কেজরিওয়ালের কাছে নেই। অখিলেশের কাছে আছে বাবা মুলায়ম সিং আর মমতা দিদির কাছে ভাতিজা অভিষেক।" বিপ্লব দেব বলেন, "দূরদূরান্তে আমার তৃণমূলের যে বন্ধুরা শুনতে পাচ্ছেন তাঁদের বলি, নির্বাচন প্রধানমন্ত্রী পদের জন্য হচ্ছে । ত্রিপুরার চারবার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মানিক সরকার । তাঁর 20 বছরের সরকারকে ফেলতে আমার মাত্র 2 বছর 10 মাস সময় লেগেছে । আপনার তো আর মাত্র 2 বছর সময় রয়েছে । গ্যারান্টি দিচ্ছি আপনার সরকারকে বিদায় করতে আমার 1 বছরের বেশি সময় লাগবে না । আপনার বিদায় ঘণ্টা মোদিজি বাজিয়ে দিয়েছেন । আপনার প্রতিটি লোকসভা কেন্দ্রে মোদি নামের ঢেউ উঠেছে । বাংলার মানুষ আপনার গুন্ডাদের ভয় পায় না । 34 বছরের ক্যাডার রাজ শেষ করতে বাংলার মানুষ আপনার উপর ভরসা করেছিল । 2011-তে আপনাকে ক্ষমতায় এনেছিল । কিন্তু 7 বছর পর আপনার সরকার এখন আর মা-মাটি-মানুষের কথা বলে না । এখন বাংলায় শুধুই সিন্ডিকেটরাজ, ক্যাডাররাজ, মাফিয়ারাজ ও ভাতিজারাজ । "

চন্দ্রকোনা, 26 এপ্রিল : "আমাদের কাছে চৌকিদার রয়েছে। মমতাদির কাছে কী আছে? সাধের লাউয়ের মতো সাধের ভাতিজা আছে। দিদিকে বৈরাগী বানাবে তার ভাতিজা।" চন্দ্রকোনার জনসভায় এসে আজ একথা বলেন BJP নেতা বিপ্লব দেব। তিনি বলেন," দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা পরিচালনা করবেন ? দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন? দেশ কি তৃণমূলের ক্যাডাররা না গুন্ডারা পরিচালনা করবেন? দেশ পরিচালনা করবেন নরেন্দ্র মোদি।"

আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দেওপুরে জনসভায় করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজকের সভায় তিনি বলেন, "ভারতবর্ষে অন্য কোনও দলে প্রধানমন্ত্রীর প্রার্থী নেই। কংগ্রেসের কাছে নেই। কেজরিওয়ালের কাছে নেই। অখিলেশের কাছে আছে বাবা মুলায়ম সিং আর মমতা দিদির কাছে ভাতিজা অভিষেক।" বিপ্লব দেব বলেন, "দূরদূরান্তে আমার তৃণমূলের যে বন্ধুরা শুনতে পাচ্ছেন তাঁদের বলি, নির্বাচন প্রধানমন্ত্রী পদের জন্য হচ্ছে । ত্রিপুরার চারবার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মানিক সরকার । তাঁর 20 বছরের সরকারকে ফেলতে আমার মাত্র 2 বছর 10 মাস সময় লেগেছে । আপনার তো আর মাত্র 2 বছর সময় রয়েছে । গ্যারান্টি দিচ্ছি আপনার সরকারকে বিদায় করতে আমার 1 বছরের বেশি সময় লাগবে না । আপনার বিদায় ঘণ্টা মোদিজি বাজিয়ে দিয়েছেন । আপনার প্রতিটি লোকসভা কেন্দ্রে মোদি নামের ঢেউ উঠেছে । বাংলার মানুষ আপনার গুন্ডাদের ভয় পায় না । 34 বছরের ক্যাডার রাজ শেষ করতে বাংলার মানুষ আপনার উপর ভরসা করেছিল । 2011-তে আপনাকে ক্ষমতায় এনেছিল । কিন্তু 7 বছর পর আপনার সরকার এখন আর মা-মাটি-মানুষের কথা বলে না । এখন বাংলায় শুধুই সিন্ডিকেটরাজ, ক্যাডাররাজ, মাফিয়ারাজ ও ভাতিজারাজ । "

Intro:নির্মলা সীতারামন প্রচার খড়গপুরে


Body:মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ এর সমর্থনে মেদিনীপুরের অন্তর্গত খড়গপুরে এ সভা করতে এলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন l বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন পাকিস্তানের আসল শিক্ষা দেওয়ার পরিবর্তে দেওয়া হতো জঙ্গী গড়ে ওঠার শিক্ষা ,সেই শিক্ষা দেওয়া স্কুল কে আমরা এয়ার স্ট্রাইক এর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি l শুধু এয়ার স্ট্রাইক নয় আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেও পাকিস্তানের জঙ্গি সংগঠন কে মেরে ধ্বংস করে দিয়েছি ,এটাই আমাদের কৃতিত্ব l মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এবারে বিজেপি প্রার্থী হয়েছে হেভিওয়েট নেতা তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ l গত বিধানসভা নির্বাচনে খড়গোপুর বিধানসভায় দাঁড়িয়েছিলেন এই দিলীপ ঘোষ l দিলীপ ঘোষের প্রচারে গত বার এসেছিলেন খড়গোপুরে সভা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবারে তাই দিলীপ বাবুকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়েছে বিজেপি l তার প্রচারে এলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন l এদিন ধ্যান সিং সোহন পাল মাঠে এই সভার আয়োজন করে বিজেপি নেতা কর্মীরা l প্রতিরক্ষামন্ত্রীর সাথে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ,জেলা সভাপতি সমিত দাস প্রমূখ l প্রথমেই বক্তব্য রাখেন পাকিস্তানে জঙ্গি সংগঠনে এয়ার স্ট্রাইক এর কথা l তিনি বলেন পাকিস্তান ভালো শিক্ষা দেয় না ,তারা বেশ কিছু লোক পাঠায় জঙ্গী স্কুলে জঙ্গী হওয়ার ট্রেনিং নিতে l আমাদের বায়ু সেনা এয়ার স্ট্রাইক এর মাধ্যমে সেই স্কুলের ধ্বংস করে দিয়েছে l এ ছাড়াও আমরা আমাদের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করেছে l যখন আমরা এয়ারস্ট্রিকে সারা বিশ্বের কাছে অভিবাদন পেয়েছি তখন কেবলমাত্র বাংলা দিদিমনির চোখে জল এসে গিয়েছিলো জঙ্গিদের জন্য l তিনি বারবার এয়ার স্ট্রাইক এর প্রুফ চেয়েছেন এর থেকে বড় লজ্জা আর কিছু নেই l এটা যথেষ্টই নিন্দাজনক l কিভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে এয়ার স্ট্রাইক এর প্রুফ চাইতে পারেন কিভাবে , এতে তার কোনো ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটছে তা তাকে দেশবাসীর কাছে জানাতে হবে l বক্তব্য রাখতে গিয়ে সীতারামন বিভিন্ন রাজনৈতিক দলের কথা টেনে আনেন l তিনি বলেন কংগ্রেসের নির্দিষ্ট যুব মোর্চা দল আছে বিজেপির যুব মোর্চা দল আছে কিন্তু তৃণমূলের কোন যুব মোর্চার দল নেই মোর্চার সিন্ডিকেট আছে l সেই সিন্ডিকেটের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে সিন্ডিকেট ব্যবসা চালাচ্ছে তৃণমূল l এই সিন্ডিকেটের ব্যবসায়ী তারা কাউকে পরোয়া করছে না ,যাকে তাকে ধমকাচ্ছে ,টাকা তুলছে এর হাত থেকে বাদ যায়নি আমাদের প্রিয় নেতাজির পরিবার পরিজনেরা l তাদের ফ্যামিলির পরিবারের সদস্যদের কাছে ও সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল ছেলেপুলেরা l এখানে সোনার বাংলা বলে দিদি চেঁচাচ্ছে অথচ সোনার বাংলা গড়ে উঠছে সোনা চুরির বাংলা l ভাইপো বউ কে বাঁচাতে গিয়ে সিন্ডিকেট ভাইরা পুলিশের ড্রেস পরে বিমানবন্দর হাজির হচ্ছে রাতারাতি ,ছাড়িয়ে আনছে ভাইপো বৌমা কে সোনা চুরির কেস এর হাত থেকে l এখানে সিন্ডিকেট ভাইরা পুলিশের উর্দি পরেই সিন্ডিকেট রাজ চালায় l ঠিক এরকম ভাবে কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী পাশাপাশি তিনি বলেন আগে 34 বছর ধরে যেভাবে বাংলায় কমিউনিস্ট রা রাজত্ব করে গেছে, যেভাবে অত্যাচার করেছে ,ঠিক সেই ভাবেই বর্তমানে তৃণমূল l সেই পথ ধরেই অত্যাচার চালাচ্ছে বাংলায় l টিএমসি কা মাতলাব তুষ্টি করন l এখন দিদির একটাই ইচ্ছা শুধু টাকা আর সোনা l এই দিদিমণিকে একবার সবাক শিক্ষা নাহি পাড়েগা l এখানে দিদিমণি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত এর যাবতীয় সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছে যাতে মোদির স্বপ্ন প্রকল্পের সুযোগ-সুবিধা বাংলার জনগণ না পায় l এটাই তার মূল প্রচেষ্টা l তাছাড়া চাষি ভাইদের জন্য প্রধানমন্ত্রী কিষান বিকাশ যোজনার টাকা কোনভাবেই নিতে দিচ্ছে না চাষীদের l তিনি চান তিনি যে রকম সরকার চালাচ্ছেন তেমনি চলবে তার বিরুদ্ধে কে প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করলেই তার বাঁচার অধিকার আর থাকবে না l তাই জনগণকে অনুরোধ করব আগামী 12 ই মে আসছে দিন বিজেপিকে ভোট দিন সমস্ত ভয় কে উপেক্ষা করে নিজের ভোট নিজে দিন l এবারে যদি ভোট না দিতে পারেন তাহলে আর কোনদিনই পারবেন না l এদিন প্রতিরক্ষামন্ত্রী হিন্দি ছাড়াও তেলেগু ভাষায় বক্তব্য রাখেন খড়্গপুরের এর তেলগু ভাইদের উদ্দেশ্যে l


Conclusion:নির্মলা সীতারামন এর বক্তব্য ঘিরে তুমুল উন্মাদনা বিজেপির মধ্যে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.