চন্দ্রকোনা, 26 এপ্রিল : "আমাদের কাছে চৌকিদার রয়েছে। মমতাদির কাছে কী আছে? সাধের লাউয়ের মতো সাধের ভাতিজা আছে। দিদিকে বৈরাগী বানাবে তার ভাতিজা।" চন্দ্রকোনার জনসভায় এসে আজ একথা বলেন BJP নেতা বিপ্লব দেব। তিনি বলেন," দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা পরিচালনা করবেন ? দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন? দেশ কি তৃণমূলের ক্যাডাররা না গুন্ডারা পরিচালনা করবেন? দেশ পরিচালনা করবেন নরেন্দ্র মোদি।"
আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দেওপুরে জনসভায় করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজকের সভায় তিনি বলেন, "ভারতবর্ষে অন্য কোনও দলে প্রধানমন্ত্রীর প্রার্থী নেই। কংগ্রেসের কাছে নেই। কেজরিওয়ালের কাছে নেই। অখিলেশের কাছে আছে বাবা মুলায়ম সিং আর মমতা দিদির কাছে ভাতিজা অভিষেক।" বিপ্লব দেব বলেন, "দূরদূরান্তে আমার তৃণমূলের যে বন্ধুরা শুনতে পাচ্ছেন তাঁদের বলি, নির্বাচন প্রধানমন্ত্রী পদের জন্য হচ্ছে । ত্রিপুরার চারবার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মানিক সরকার । তাঁর 20 বছরের সরকারকে ফেলতে আমার মাত্র 2 বছর 10 মাস সময় লেগেছে । আপনার তো আর মাত্র 2 বছর সময় রয়েছে । গ্যারান্টি দিচ্ছি আপনার সরকারকে বিদায় করতে আমার 1 বছরের বেশি সময় লাগবে না । আপনার বিদায় ঘণ্টা মোদিজি বাজিয়ে দিয়েছেন । আপনার প্রতিটি লোকসভা কেন্দ্রে মোদি নামের ঢেউ উঠেছে । বাংলার মানুষ আপনার গুন্ডাদের ভয় পায় না । 34 বছরের ক্যাডার রাজ শেষ করতে বাংলার মানুষ আপনার উপর ভরসা করেছিল । 2011-তে আপনাকে ক্ষমতায় এনেছিল । কিন্তু 7 বছর পর আপনার সরকার এখন আর মা-মাটি-মানুষের কথা বলে না । এখন বাংলায় শুধুই সিন্ডিকেটরাজ, ক্যাডাররাজ, মাফিয়ারাজ ও ভাতিজারাজ । "