চন্দ্রকোনা 15 ডিসেম্বর: বিডিও অফিসের ভিতরে মূল প্রবেশপথের সামনের দেওয়ালে বড় বড় করে লেখা 'বাংলার আবাস যোজনা'র (banglar awas yojana controversy) বোর্ড। তা দেখেই বিডিওর (BDO) কাছে অভিযোগ জানালেন বিজেপির মণ্ডল সভাপতি। অভিযোগেই পেয়েই তড়িঘড়ি কাগজ দিয়ে ঢাকা হল বাংলার আবাস যোজনার নাম। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিস কার্যালয়ে।
বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালের দাবি, আজ অর্থাৎ, বৃহস্পতিবার বিডিও অফিসে গিয়ে আমি দেখি বিডিও অফিসের প্রধান প্রবেশদ্বারে একাধিক প্রকল্পের উল্লেখ সম্বলিত বোর্ড লাগানো রয়েছে সেখানে একটি বড় বোর্ডে লেখা রয়েছে বাংলার আবাস যোজনা। বাংলার আবাস যোজনার বোর্ড কীভাবে এখনও থাকতে পারে তা প্রশ্ন তুলেছেন চন্দ্রকোনা বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি। যদিও এবিষয়ে ক্যামেরায় কিছু না-বললেও ব্লকের বিডিও অমিত ঘোষ জানান, বোর্ডটি অনেক দিনের পুরানো তাই রয়ে গিয়েছিল। বোর্ডের উপরে উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তার নীচেই বাংলার আবাস যোজনা লেখা ছিল।
আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে আরও কড়া নবান্ন, কোনও এলাকায় ১৫ শতাংশের কম উপভোক্তার নাম বাতিল হলেই ফের সমীক্ষা
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে নিজেদের নামে চালানোর অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, যা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন শুরু হয়েছিল। এমনকী নাম পরিবর্তন করে নিজেদের নামে কেন্দ্রীয় প্রকল্প চালানোর জন্য প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধও হয়ে গিয়েছিল। সেই জট কাটিয়ে অবশেষে কেন্দ্রের শর্ত মেনে নিয়েছে রাজ্য সরকার ৷ বরাদ্দ হয়েছে অর্থও। তারপরও খোদ বিডিও অফিসের ভিতর দেওয়ালে বাংলার আবাস যোজনা লেখা বোর্ডকে ঘিরে প্রশাসনের সদিচ্ছা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।