মেদিনীপুর, 24 ডিসেম্বর : রাতের অন্ধকারে একটি ব্যাঙ্কের এটিএমে চুরির ঘটনা ঘটল মেদিনীপুর শহরের কুইকোটাতে। একই সঙ্গে ওই এটিএম পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। চুরির পর প্রমাণ লোপাট করতে আগুন ধরানো হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
মেদিনীপুর শহরের কুইকোটার বাজার এলাকাতে প্রধান রাস্তার পাশেই দুটি ব্যাংকের দুটি এটিএম কাউন্টার রয়েছে। একটি এটিএম একটি বেসরকারি ব্যাঙ্কের আর অন্যটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। বৃহস্পতিবার সকালে ওই বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে পরিষ্কার করতে শাটার তুলতেই সাফাই কর্মী দেখতে পান পুরো এটিএম মেশিনটি পুড়ে কালো হয়ে গিয়েছে।
সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিভাগীয় দপ্তরে। খবর পেয়ে সেখানে হাজির হয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় এটিএম মেশিন ভাঙা এবং আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাউন্টারের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে কালো হয়ে গিয়েছে।
নিরাপত্তারক্ষীর বর্ণনা অনুসারে, ঘটনার পর সকালবেলা বাইরে থেকে এটিএম-এর শাটার লাগানো ছিল। পাশেই দুটি তালা অক্ষত অবস্থায় খোলা পড়েছিল। এরপর পুলিশ কর্তারা ওই কাউন্টারের উলটোদিকে থাকা সিসিটিভিতে পরীক্ষা করলে চুরির ঘটনার বিষয়ে তথ্য পেয়েছেন।
আরও পড়ুন: তুফানগঞ্জে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ
শীতের রাতে অন্ধকারে এটিএম লুট নতুন ঘটনা নয় মেদিনীপুর শহরে। তবে এটিএম লুটের পর তা পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য শহরজুড়ে। কোতোয়ালি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই বিষয়টি খতিয়ে দেখছে ।