ETV Bharat / state

সবজি বাগান বুকে নিয়ে নিস্তব্ধ রয়্যাল এয়ারফোর্সের এরোড্রাম - Runway

মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডিগ্রির রয়্যাল এয়ারফোর্সের এরোড্রামের দখল নিয়েছে করলা, কুমড়োর বাগান । জবরদখল হয়ে গেছে রানওয়ের সিংহভাগ । অনেকেই চান ফিরে আসুক 70 বছরের আগের স্মৃতি । আবার উড়ুক ফাইটার প্লেন ।

নিস্তব্ধ রয়্যাল এয়ারফোর্সের এরোড্রাম
author img

By

Published : Sep 4, 2019, 1:36 PM IST

Updated : Sep 4, 2019, 3:55 PM IST

মেদিনীপুর, 4 সেপ্টেম্বর : রানওয়ের বুক চিরে উড়ে যেত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমান । বিমানের ইঞ্জিনের সঙ্গে সেনাবাহিনীর ভারী বুটের শব্দে তখন চারিদিক গমগম করত । এখন সেই এরোড্রাম জুড়ে ঘন নিস্তব্ধতা । চন্দ্রকোনার পুরোনো বিমানঘাঁটির দখল নিয়েছে করলা, কুমড়োর বাগান । কংক্রিটের রানওয়েজুড়ে এখন শুধুই ইতিহাস ।

গত শতাব্দীর চারের দশক । গোটা বিশ্বে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা । জাপানি বোমারু বিমানের মোকাবিলায় দেশের বহু জায়গায় এরোড্রাম গড়ে তোলে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স । সেরকমই মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডিগ্রি মোড় । প্রায় দু'হাজার একর জায়গা জুড়ে কাঁঠাল ডিহা, কমদমডিহা, ডিগ্রি মৌজা উপর গড়ে ওঠে এরোড্রাম । সেনা ছাউনি, হ্যাঙ্গারে সেজে ওঠে গোটা এলাকা ।

Aerodrome
নিস্তব্ধ রয়্যাল এয়ারফোর্সের সেই এরোড্রাম

যুদ্ধ শেষে বদলে যায় চিত্র । বন্ধ হয়ে যায় বিমান ওঠা-নামা । উঠে যায় সেনা ছাউনি । এরপর কেটে গেছে প্রায় 70 বছর । কালের নিয়মে ধ্বংসের মুখে ডিগ্রির এরোড্রাম । সরকারি নজর না থাকায় রানওয়ের জমি জবরদখল হয়ে গেছে । শুধু তাই নয়, সেই জমি লিজ়ে চাষ করছেন স্থানীয় চাষিরা । চওড়া রানওয়ের দখল নিয়েছে করলা, কুমড়োর বাগান ।

কংক্রিটের রানওয়েজুড়ে এখন শুধুই ইতিহাস

স্থানীয় কংগ্রেস নেতা অরবিন্দ সাই বলেন, "প্রণব মুখার্জি প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন তাঁকে ডিগ্রি এরোড্রামের বিষয়ে জানানো হয়েছিল । তিনি চেষ্টা করেছিলেন । কিন্তু, তারপর আর কিছু হয়নি । এখানে তৈরি রানওয়ে রয়েছে । নতুন রানওয়ে বানাতে গেলে অনেক খরচ । তাই আমরা চাই বায়ুসেনা এখানে একটা ইউনিট করুক । তাহলে হয়তো এলাকার অর্থনীতিটাই বদলে যাবে ।"

গড়বেতা 3 নম্বর ব্লকের BDO অভিজিৎ চৌধুরি বলেন, "এই জায়গাটিকে পুরোনো অবস্থানে ফিরিয়ে আনা ব্লক আধিকারিকের পক্ষে সম্ভব নয় । শুনেছি বায়ুসেনার পদস্থ আধিকারিকরা একবার এসেছিলেন । এখানে নাকি ট্রেনিং ক্যাম্প করা হবে । যদি হয় তাহলে খুব ভালো হবে ।" জবরদখলের বিষয়ে তিনি বলেন, "ব্লক ভূমি সংস্কার আধিকারিকের নেতৃত্বে তদন্ত হবে ।"

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশমি কমল বলেন, "বিষয়টি সম্পর্কে আমি ওয়াকিবহাল নই । খতিয়ে দেখব ।"

অনেকেই চাইছেন ডিগ্রি ফিরুক তার সোনালি দিনে । এরোড্রাম থেকে আবার সগর্জনে উড়ুক ফাইটার প্লেন । ফিরে আসুক পুরোনো ইতিহাস ।

মেদিনীপুর, 4 সেপ্টেম্বর : রানওয়ের বুক চিরে উড়ে যেত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমান । বিমানের ইঞ্জিনের সঙ্গে সেনাবাহিনীর ভারী বুটের শব্দে তখন চারিদিক গমগম করত । এখন সেই এরোড্রাম জুড়ে ঘন নিস্তব্ধতা । চন্দ্রকোনার পুরোনো বিমানঘাঁটির দখল নিয়েছে করলা, কুমড়োর বাগান । কংক্রিটের রানওয়েজুড়ে এখন শুধুই ইতিহাস ।

গত শতাব্দীর চারের দশক । গোটা বিশ্বে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা । জাপানি বোমারু বিমানের মোকাবিলায় দেশের বহু জায়গায় এরোড্রাম গড়ে তোলে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স । সেরকমই মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডিগ্রি মোড় । প্রায় দু'হাজার একর জায়গা জুড়ে কাঁঠাল ডিহা, কমদমডিহা, ডিগ্রি মৌজা উপর গড়ে ওঠে এরোড্রাম । সেনা ছাউনি, হ্যাঙ্গারে সেজে ওঠে গোটা এলাকা ।

Aerodrome
নিস্তব্ধ রয়্যাল এয়ারফোর্সের সেই এরোড্রাম

যুদ্ধ শেষে বদলে যায় চিত্র । বন্ধ হয়ে যায় বিমান ওঠা-নামা । উঠে যায় সেনা ছাউনি । এরপর কেটে গেছে প্রায় 70 বছর । কালের নিয়মে ধ্বংসের মুখে ডিগ্রির এরোড্রাম । সরকারি নজর না থাকায় রানওয়ের জমি জবরদখল হয়ে গেছে । শুধু তাই নয়, সেই জমি লিজ়ে চাষ করছেন স্থানীয় চাষিরা । চওড়া রানওয়ের দখল নিয়েছে করলা, কুমড়োর বাগান ।

কংক্রিটের রানওয়েজুড়ে এখন শুধুই ইতিহাস

স্থানীয় কংগ্রেস নেতা অরবিন্দ সাই বলেন, "প্রণব মুখার্জি প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন তাঁকে ডিগ্রি এরোড্রামের বিষয়ে জানানো হয়েছিল । তিনি চেষ্টা করেছিলেন । কিন্তু, তারপর আর কিছু হয়নি । এখানে তৈরি রানওয়ে রয়েছে । নতুন রানওয়ে বানাতে গেলে অনেক খরচ । তাই আমরা চাই বায়ুসেনা এখানে একটা ইউনিট করুক । তাহলে হয়তো এলাকার অর্থনীতিটাই বদলে যাবে ।"

গড়বেতা 3 নম্বর ব্লকের BDO অভিজিৎ চৌধুরি বলেন, "এই জায়গাটিকে পুরোনো অবস্থানে ফিরিয়ে আনা ব্লক আধিকারিকের পক্ষে সম্ভব নয় । শুনেছি বায়ুসেনার পদস্থ আধিকারিকরা একবার এসেছিলেন । এখানে নাকি ট্রেনিং ক্যাম্প করা হবে । যদি হয় তাহলে খুব ভালো হবে ।" জবরদখলের বিষয়ে তিনি বলেন, "ব্লক ভূমি সংস্কার আধিকারিকের নেতৃত্বে তদন্ত হবে ।"

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশমি কমল বলেন, "বিষয়টি সম্পর্কে আমি ওয়াকিবহাল নই । খতিয়ে দেখব ।"

অনেকেই চাইছেন ডিগ্রি ফিরুক তার সোনালি দিনে । এরোড্রাম থেকে আবার সগর্জনে উড়ুক ফাইটার প্লেন । ফিরে আসুক পুরোনো ইতিহাস ।

Intro:দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ দের ব্যবহৃত বায়ু সেনার এরোড্রাম এখন করলা, কুমড়া চাষ করেছেন চাষীরা , নস্ট হচ্ছে পরিত্যক্ত বহু মূল্য বিমান ঘাঁটি সরকারি উদাসীনতায় ,সঠিক কাজে লাগানোর দাবি এই প্রতিরক্ষা দপ্তরের বহুমূল্য জমির l Body:দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ দের ব্যবহৃত বায়ু সেনার এরোড্রাম এখন করলা, কুমড়া চাষ করেছেন চাষীরা , নস্ট হচ্ছে পরিত্যক্ত বহু মূল্য বিমান ঘাঁটি সরকারি উদাসীনতায় ,সঠিক কাজে লাগানোর দাবি এই প্রতিরক্ষা দপ্তরের বহুমূল্য জমির l


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা শত্রু পক্ষের মোকাবিলা করার জন্য মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের ডিগ্রী তে আনুমানিক প্রায় দুহাজার একর জায়গাজুড়ে কাঁঠাল ডিহা, কমদমডিহা, ডিগ্রী মৌজার উপর তৈরি করেছিল বায়ু সেনার বিমান ঘাঁটি l ছিল বায়ু সেনার বিমান, সেনা ছাওনি, শত্রু পক্ষের সঙ্গে লড়াই করার জন্য সুসজ্জিত অস্ত্রগার l দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এরোড্রাম থেকে জাপানে বম্বিং করতে যেত ইংরেজদের রয়েল এয়ার ফোর্স l শত্রু পক্ষের আক্রমনের হাত থেকে বাঁচতে রয়েল এয়ারফোর্স বেশ কিছু গুপ্ত বিমান ঘাঁটি তৈরি করেছিল l এটি ছিল তার মধ্যে অন্যতম l এরপর ইংরেজরা ভারত ছেড়ে চলে যাওয়ায় পর থেকে ডিগ্রী এরোড্রাম ভগ্ন স্তুপে পরিণত হয়েছে l প্রতিরক্ষা দপ্তরের চন্দ্রকোনরোড শহরের পাশে বহু মূল্য জমি স্থানীয় মানুষজন ঘিরে নিয়ে চাষবাস শুরু করেছে l পুরোনো দিনের রানওয়ে তে ফাটল ধরেছে l এলাকার মানুষ এরোড্রামের চারপাশের জায়গা জবর দখল করে নিয়েছে l এই জবর দখল এর ক্ষেত্রে আদিবাসীরা মূল ভূমিকা নিয়েছে l

স্থানীয় বর্ষীয়ান কংগ্রেস নেতা অরবিন্দ সাই জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা এই বায়ু সেনা বিমান ঘাঁটি তৈরি করেছিল l প্রণব মুখার্জি প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন আমি জানিয়েছিলাম ডিগ্রী এরোড্রামে প্রতিরক্ষা মন্ত্রক কিছু একটা করুক , কিছুই হয়নি l লোকে জায়গা দখল করে নিচ্ছে l এখানে রানওয়ে তৈরি করা আছে, নতুন করতে গেলে অনেক টাকা খরচ l যেহেতু রানওয়ে তৈরি করা আছে তাই আমরা চাই বায়ু সেনা এখানে একটা ইউনিট করুক l করলে এলাকার অর্থনীতি টা বদলাবে l কৃষক সুদর্শন মান্না জানান তিনি এরোড্রামের বিঘাখানেক জমিতে করলা, কুমড়া চাষ করেছেন l দেড় হাজার ,দুহাজার টাকা বিঘা প্রতি দিয়ে লিজে নিয়েছেন ঐ জবর দখল কারীদের কাছ থেকে l সরকারি ভাবে মাপযোগ করে একবার সীমানা দেওয়ার কাজ হয়েছিল l তারপর আর কিছু হয়নি l সরকারী জায়গা জবর দখল হয়ে রয়েছে l

গড়বেতা তিন নং ব্লকের বিডিও অভিজিৎ চৌধুরী জানান এটা দীর্ঘ এতো বছরের ইতিহাস, এই জায়গাটিকে পুরোনো জায়গায় ফিরিয়ে আনা ব্লক আধিকারিকের পক্ষে সম্ভব নয় l এটা যেহেতু বায়ুসেনার দপ্তর, আমি লোক মুখে শুনেছি বায়ুসেনার উচ্চ পদস্থ আধিকারিক একবার এসেছিলেন l এখানে ট্রেনিং ক্যাম্প করবেন বলে, যদি হয় খুব ভালো হবে l জায়গা জোবরদখলের বিষয়ে জানতে চাওয়াহলে তিনি জানান ব্লক ভূমিসংস্কার আধিকারিক কে দিয়ে তদন্ত করাবেন l সদ্য যোগ দেওয়া পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কোমলের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন ,তবে খোঁজখবর নিয়ে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন l Conclusion:দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ দের ব্যবহৃত বায়ু সেনার এরোড্রাম এখন করলা, কুমড়া চাষ করেছেন চাষীরা , নস্ট হচ্ছে পরিত্যক্ত বহু মূল্য বিমান ঘাঁটি সরকারি উদাসীনতায় ,সঠিক কাজে লাগানোর দাবি এই প্রতিরক্ষা দপ্তরের বহুমূল্য জমির l
Last Updated : Sep 4, 2019, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.