ETV Bharat / state

খড়গপুরে সুস্থ কোরোনা আক্রান্ত 6 RPF জওয়ান - Corona virus

এবার খড়গপুরের 6 RPF জওয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৷ পাশাপাশি পশ্চিম মোদিনীপুরে নতুন করে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি ।

6 railway personnel recovered from corona infection in Medinipur
মেদিনীপুরে কোরোনা আক্রান্ত 6 রেল জওয়ান সুস্থ
author img

By

Published : May 4, 2020, 4:08 PM IST

খড়গপুর, 4 মে : স্বস্তির খবর পশ্চিম মেদিনীপুরে । সুস্থ হয়ে উঠলেন খড়গপুরের কোরোনা আক্রান্ত ছয় RPF জওয়ান ।

লকডাউনের আগে 28 RPF জওয়ান দিল্লি ও রাজস্থান গিয়েছিলেন প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে । কিন্তু লকডাউনের জেরে তাঁরা সেখানে আটকে পড়েন । এরপর রেলের IG-র অনুমতি নিয়ে 14 এপ্রিল একটি পার্সেল ভ্যানে অস্ত্র সহ তাঁরা খড়গপুরে ফেরেন । ফিরে এলেই তাঁদের কোয়ারানটিনে পাটানো হয় । এরপর প্রথমে কটকের এক জওয়ানের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । পরে খড়গপুরের 6 RPF জওয়ানের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের ভরতি করা হয় পূর্ব মেদিনীপুরের মেছোগ্রামের কোরোনা হাসপাতাল বড়মাতে । সাঁতরাগাছি ও উলুবেড়িয়ায় দুই RPF জওয়ানেরও রিপোর্ট পজ়িটিভ আসে । কোয়ারানটিনে পাঠানো হয় 120 জন RPF জওয়ানকে । এবার সুস্থ হয়ে উঠলেন 6 RPF জওয়ান । একজন ঘাটালের অ্যাম্বুলেন্স চালক ও আর একজন খড়গপুরের RPF জওয়ান ।

স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, ‘‘মেদিনীপুরবাসীর জন্য এটা সুখবর । নতুন করে আজ কেউ আক্রান্ত হননি । কোরোনা আক্রান্তর পাশাপাশি সুস্থর সংখ্যাটাও বাড়ছে। যার ফলে সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়তে সক্ষম হচ্ছি ৷’’

খড়গপুর, 4 মে : স্বস্তির খবর পশ্চিম মেদিনীপুরে । সুস্থ হয়ে উঠলেন খড়গপুরের কোরোনা আক্রান্ত ছয় RPF জওয়ান ।

লকডাউনের আগে 28 RPF জওয়ান দিল্লি ও রাজস্থান গিয়েছিলেন প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে । কিন্তু লকডাউনের জেরে তাঁরা সেখানে আটকে পড়েন । এরপর রেলের IG-র অনুমতি নিয়ে 14 এপ্রিল একটি পার্সেল ভ্যানে অস্ত্র সহ তাঁরা খড়গপুরে ফেরেন । ফিরে এলেই তাঁদের কোয়ারানটিনে পাটানো হয় । এরপর প্রথমে কটকের এক জওয়ানের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । পরে খড়গপুরের 6 RPF জওয়ানের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের ভরতি করা হয় পূর্ব মেদিনীপুরের মেছোগ্রামের কোরোনা হাসপাতাল বড়মাতে । সাঁতরাগাছি ও উলুবেড়িয়ায় দুই RPF জওয়ানেরও রিপোর্ট পজ়িটিভ আসে । কোয়ারানটিনে পাঠানো হয় 120 জন RPF জওয়ানকে । এবার সুস্থ হয়ে উঠলেন 6 RPF জওয়ান । একজন ঘাটালের অ্যাম্বুলেন্স চালক ও আর একজন খড়গপুরের RPF জওয়ান ।

স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, ‘‘মেদিনীপুরবাসীর জন্য এটা সুখবর । নতুন করে আজ কেউ আক্রান্ত হননি । কোরোনা আক্রান্তর পাশাপাশি সুস্থর সংখ্যাটাও বাড়ছে। যার ফলে সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়তে সক্ষম হচ্ছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.