হায়দরাবাদ, 23 ডিসেম্বর: জিএসটি কাউন্সিল মোট তিন ধরনের পপকর্নের উপর যথাক্রমে 5, 12 ও 18 শতাংশ জিএসটি আরোপের সুপারিশ করেছে, যার পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। জিএসটি কাউন্সিল ক্যারামেল পপকর্নের উপর 18 শতাংশ জিএসটি আরোপের সুপারিশ করার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বর্তমানে লবণাক্ত পপকর্নের ওপর 5 শতাংশ জিএসটি ধার্য করা হয়।
ক্যারামেল পপকর্নের ওপর তিন ধরনের কর আরোপের সিদ্ধান্তের পর থেকেই বিষয়টি আলোচনা-সমালোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পরই, একটি ভারতীয় স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা উচ্চ আয় সম্পন্ন লোকদের ভারত ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
When you pay 18% GST on Popcorn #PopcornTax pic.twitter.com/Ryrgz6fZRB
— ನಗಲಾರದೆ... ಅಳಲಾರದೆ... (@UppinaKai) December 22, 2024
ওই স্টার্টআপ প্রতিষ্ঠাতা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কেন্দ্র সরকারকে নিশানা করে দাবি করেছেন, ভারতে কর সর্বোচ্চ এবং মৌলিক সুবিধাগুলি সবচেয়ে খারাপ। তাই উচ্চ বেতনের কর্মচারীদের ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহি এবং থাইল্যান্ডের মতো দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
বর্তমানে, পপকর্ন সহ প্রি-প্যাকড এবং লেবেলযুক্ত রেডি-টু-ইট স্ন্যাকস খাবারে 12 শতাংশ জিএসটি দিতে হয়। জিএসটি কাউন্সিলের নয়া সিদ্ধান্তের পর, ক্যারামেলাইজড পপকর্নের উপর 18 শতাংশ হারে জিএসটি প্রযোজ্য হবে। নুন এবং মশলা মিশ্রিত প্যাক ছাড়া এবং লেবেলবিহীন পপকর্নের ক্ষেত্রে 5 শতাংশ হারে জিএসটি ধার্য করা হয়েছে। যদি ওই প্যাকেটে একটি লেবেল থাকে, তবে তার উপর জিএসটি বেড়ে 12 শতাংশ হবে।
শনিবার জয়সলমেরে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিলের 55 তম বৈঠকের পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গণমাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর আবেদন করে জানিয়েছেন, এই সমস্ত কর ইতিমধ্যেই প্রযোজ্য, এখন সেগুলিকে আরও সুস্পষ্ট করা হয়েছে।