ETV Bharat / bharat

ফের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, বিমান নামবে অমৃতসরেই - ILLEGAL INDIAN IMMIGRANTS IN US

প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটনে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের সমস্যা শুধু ভারতের নয়, সারা বিশ্বের ৷ এরই মধ্যে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ৷

ILLEGAL INDIAN IMMIGRANTS Deportation From US
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা (ফাইল ছবি)
author img

By PTI

Published : Feb 14, 2025, 7:37 PM IST

চণ্ডীগড়, 14 ফেব্রুয়ারি: ফের অবৈধ ভারতীয় অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে আমেরিকা ৷ ভারতীয় সময় 14 ফেব্রুয়ারি, রাত 2.30টে নাগাদ ওয়াশিংটনে হোয়াইট হাইজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে ৷ এরপর আগামিকাল, শনিবারই দ্বিতীয় দফায় 119 জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন বিমান অবতরণ করবে পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ৷

এর আগে গত 5 ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সেনাবাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমানে অমৃতসর বিমানবন্দরে নামেন 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী ৷ তাঁদের মধ্যে পুরুষদের হাতে-পায়ে শিকল বাঁধা ছিল ৷ ভারতীয়দের এই 'অপমান' নিয়ে বিরোধীরা সংসদে মোদি সরকারকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য চাপ দেয় ৷ এই অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাত ও হরিয়ানার 33 জন এবং পঞ্জাবের 30 জন বাসিন্দা ছিলেন ৷

সরকারি সূত্রে খবর, শনিবার রাত 10টা নাগাদ বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে পারে ৷ এই 119 জন অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে 67 জন পঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাতের, 3 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে একজন বাসিন্দা রয়েছেন ৷

এরপর 16 ফেব্রুয়ারি তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান আমেরিকা থেকে ভারতে আসবে বলে জানা গিয়েছে ৷ ভালোভাবে বাঁচার জন্য আমেরিকায় গিয়েছিলেন এই অবৈধ অভিবাসীরা ৷ আমেরিকার সীমান্তে তাঁরা প্রশাসনের হাতে ধরা পড়েন এবং তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, শুধু ভারত নয়, অবৈধ অভিবাসীদের সমস্যা সারা বিশ্বে ৷ মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত ৷ তিনি আরও জানান, এই অবৈধ অভিবাসীদের অধিকাংশই মানব পাচারের শিকার ৷ উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে বিপুল টাকা নেয় দালালরা ৷ এরপর ওই অভিবাসীদের বেআইনি পথে আমেরিকা নিয়ে যাওয়া হয় ৷ বেআইনি উপায়ে মানব পাচারের তদন্ত করতে পঞ্জাব সরকার সম্প্রতি একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ এখনও পর্যন্ত 10টি এফআইআর করেছে সিট ৷

চণ্ডীগড়, 14 ফেব্রুয়ারি: ফের অবৈধ ভারতীয় অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে আমেরিকা ৷ ভারতীয় সময় 14 ফেব্রুয়ারি, রাত 2.30টে নাগাদ ওয়াশিংটনে হোয়াইট হাইজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে ৷ এরপর আগামিকাল, শনিবারই দ্বিতীয় দফায় 119 জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন বিমান অবতরণ করবে পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ৷

এর আগে গত 5 ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সেনাবাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমানে অমৃতসর বিমানবন্দরে নামেন 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী ৷ তাঁদের মধ্যে পুরুষদের হাতে-পায়ে শিকল বাঁধা ছিল ৷ ভারতীয়দের এই 'অপমান' নিয়ে বিরোধীরা সংসদে মোদি সরকারকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য চাপ দেয় ৷ এই অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাত ও হরিয়ানার 33 জন এবং পঞ্জাবের 30 জন বাসিন্দা ছিলেন ৷

সরকারি সূত্রে খবর, শনিবার রাত 10টা নাগাদ বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে পারে ৷ এই 119 জন অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে 67 জন পঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাতের, 3 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে একজন বাসিন্দা রয়েছেন ৷

এরপর 16 ফেব্রুয়ারি তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান আমেরিকা থেকে ভারতে আসবে বলে জানা গিয়েছে ৷ ভালোভাবে বাঁচার জন্য আমেরিকায় গিয়েছিলেন এই অবৈধ অভিবাসীরা ৷ আমেরিকার সীমান্তে তাঁরা প্রশাসনের হাতে ধরা পড়েন এবং তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, শুধু ভারত নয়, অবৈধ অভিবাসীদের সমস্যা সারা বিশ্বে ৷ মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত ৷ তিনি আরও জানান, এই অবৈধ অভিবাসীদের অধিকাংশই মানব পাচারের শিকার ৷ উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে বিপুল টাকা নেয় দালালরা ৷ এরপর ওই অভিবাসীদের বেআইনি পথে আমেরিকা নিয়ে যাওয়া হয় ৷ বেআইনি উপায়ে মানব পাচারের তদন্ত করতে পঞ্জাব সরকার সম্প্রতি একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ এখনও পর্যন্ত 10টি এফআইআর করেছে সিট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.