কলকাতা, 14 ফেব্রুয়ারি: এই ভালোবাসার মরশুমে সোনু নিগমের কণ্ঠে এল নতুন বাংলা প্রেমের গান । 'কেন এই মনে' শীর্ষক গানে সুর সংযোজন করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সুরকার দেবজিৎ দত্ত, গানটি লিখেছেন রাজীব দত্ত । শুভম-সৌরভের সঙ্গীত আয়োজনে, সোনু নিগমের নিজের 'আই বিলিভ মিউজিক' থেকে মুক্তি পেয়েছে এই গান ।
মৌলিক বাংলা গানে সোনু নিগমকে নিয়ে আসার ইচ্ছা ছিল এই গানের সুরকার দেবজিৎ দত্তের । এ বছর প্রেম দিবসের প্রাক্কালে তাই সোনু নিগমের একটি স্বাধীন বাংলা মৌলিক গান প্রকাশ পেল । মুম্বইয়ের যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে গানটি রেকর্ড করা হয় ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/sonunigam_14022025173548_1402f_1739534748_379.jpg)
দেবজিৎ দত্ত 2009 সালের সারেগামাপা ন্যাশনালের টপ ফাইভে ছিলেন । তাঁর সুরে এর আগে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, হর্ষিত সাক্সেনা, পদ্মশ্রী সুরেশ ওয়াদেকর প্রমুখ । দেবজিতের নিজের গাওয়া গানগুলোর মধ্যে আছে কুকে কোয়েলিয়া (ছবি- লাইফ পার্টনার), বানভাসি মন (ছবি-ঊনিশ কুড়ির গল্প) ৷ আধুনিক মৌলিক গানের মধ্যে জিন্দেগি, রিংটোনে বিসমিল্লাহ উল্লেখযোগ্য ।
দেবজিৎ দত্ত বলেন, "গানটা শোনামাত্রই সোনুজির ভালো লেগে যায় । একদিন সময় করে আমাকে আর গীতিকার রাজীব দত্তকে মুম্বইতে ডেকে পাঠান তিনি । ঠিক হয়, সোনুজির নিজের মিউজিক কোম্পানি থেকে প্রকাশ করবেন এই গান । অবশেষে সেটাই হল ।"
গানটি সকলের মনে ধরবে বলে আশাবাদী দেবজিৎ এবং রাজীব । গানটিকে নিয়ে আশাবাদী সোনু নিগমও । বলতে দ্বিধা নেই, প্রেমের গানে সোনু নিগম নিজেই নিজের তুলনা । তাঁর কণ্ঠে রোম্যান্টিক প্রেমের গান ভালোবাসেনি এমন মানুষ বিরল । এবার ফের বাংলা রোম্যান্টিক গানে মানুষের হৃদয়ে দোলা দিতে হাজির হলেন সোনু নিগম ।