ETV Bharat / state

ভোটদানের পর মোদির রোড-শো নিয়ে সরব যশবন্ত সিনহা - amit shah

নরেন্দ্র মোদি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুললেন যশবন্ত সিনহা । পাশাপাশি নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি ।

যশবন্ত সিনহা
author img

By

Published : Apr 24, 2019, 12:32 PM IST

Updated : Apr 24, 2019, 3:34 PM IST

আসানসোল, 24 এপ্রিল : নরেন্দ্র মোদি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুললেন যশবন্ত সিনহা । পাশাপাশি নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি । গতকাল জামুড়িয়ার নিজ্ঞা সিটি রেসিডেন্সি হোটেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । উপস্থিত ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

প্রসঙ্গত গতকাল সম্পন্ন হয়েছে সাধারণ নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ । মোদি যে কেন্দ্রের ভোটার সেই গান্ধিনগরেও গতকাল ভোটগ্রহণ ছিল । ওই কেন্দ্রে এবারের প্রার্থী অমিত শাহ । কাল তাঁদের ভোট দিতে যাওয়ার সময় বিতর্কের সূত্রপাত হয় । কারণ, দু'জনেই হুড খোলা গাড়িতে চেপে রোড-শো করেন বলে অভিযোগ যশবন্তের ।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP সভাপতি অমিত শাহ রোড-শো করে ভোট দিলেন । এমন কী ভোটদান কেন্দ্রের পাশেই রোডের ধারে BJP-র কর্মীরা দলীয় প্রতীক চিহ্নের পদক লাগিয়ে রেখেছিলেন । যেখানে ভোট চলছে সেখানেই রোড শো করলেন নরেন্দ্র মোদি !" তিনি আরও বলেন, "এর থেকেও বেশি দুঃখ লাগে নির্বাচন কমিশনার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করছে না দেখে ।"

আসানসোল, 24 এপ্রিল : নরেন্দ্র মোদি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুললেন যশবন্ত সিনহা । পাশাপাশি নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি । গতকাল জামুড়িয়ার নিজ্ঞা সিটি রেসিডেন্সি হোটেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । উপস্থিত ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

প্রসঙ্গত গতকাল সম্পন্ন হয়েছে সাধারণ নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ । মোদি যে কেন্দ্রের ভোটার সেই গান্ধিনগরেও গতকাল ভোটগ্রহণ ছিল । ওই কেন্দ্রে এবারের প্রার্থী অমিত শাহ । কাল তাঁদের ভোট দিতে যাওয়ার সময় বিতর্কের সূত্রপাত হয় । কারণ, দু'জনেই হুড খোলা গাড়িতে চেপে রোড-শো করেন বলে অভিযোগ যশবন্তের ।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP সভাপতি অমিত শাহ রোড-শো করে ভোট দিলেন । এমন কী ভোটদান কেন্দ্রের পাশেই রোডের ধারে BJP-র কর্মীরা দলীয় প্রতীক চিহ্নের পদক লাগিয়ে রেখেছিলেন । যেখানে ভোট চলছে সেখানেই রোড শো করলেন নরেন্দ্র মোদি !" তিনি আরও বলেন, "এর থেকেও বেশি দুঃখ লাগে নির্বাচন কমিশনার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করছে না দেখে ।"

Intro:আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেনের দেওয়াল লিখনে কালো রং দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ এলাকায় ।


Body:,


Conclusion:,
Last Updated : Apr 24, 2019, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.