ETV Bharat / state

6-7 মাস কাজ নেই, বিক্ষোভ শ্রমিকদের - বিক্ষোভ শ্রমিকদের

নিউটাউনশিপ থানার লৌহ ইস্পাত কারখানার প্রায় 150 জন শ্রমিক বকেয়া বেতন ও কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ কারখানার চালু ইউনিটের শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয় ৷

6-7 মাস কাজ নেই, বিক্ষোভ শ্রমিকদের
author img

By

Published : Sep 19, 2019, 1:08 PM IST

দুর্গাপুর, 19 সেপ্টেম্বর : কাজ নেই ৷ কয়েকমাসের বেতনও মেলেনি ৷ তাই বকেয়া বেতন ও কাজের দাবিতে প্রায় 150 জন কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঢুকতে দেওয়া হল না কারখানার অন্য চালু ইউনিটের শ্রমিকদের ৷ দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ইন্দো-অ্যামেরিকান মোড়ের বেসরকারি লৌহ ইস্পাত কারখানার ঘটনা ৷

নিউটাউনশিপের লৌহ ইস্পাত কারখানায় মোট তিনটি ইউনিট ছিল ৷ 2018 সালের অক্টোবর মাসে দু'টি ইউনিট নতুন শিল্পগোষ্ঠী অধিগ্রহণ করে ৷ সেখানে নতুন করে লগ্নি করা হয় ৷ অপরদিকে কারখানার আর একটি ইউনিট ধুঁকতে থাকে ৷ প্রায় 150 জন শ্রমিক বেকার হয়ে পড়েন ৷ চালু দু'টি ইউনিটেও তাঁদের কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ৷ তাঁদের 6-7 মাস বেতনও দেওয়া হয়নি ৷ এই বকেয়া বেতন ও কাজের দাবিতেই কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা ৷

শ্রমিকদের বিক্ষোভের ফলে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে ৷ কারখানার নতুন শিল্পগোষ্ঠীর দাবি, বিক্ষোভকারীদের ইউনিট তারা নেয়নি ৷ বাকি দু'টি ইউনিট অধিগ্রহণ করা হয়েছে ৷ কারখানার মালিকও এই শ্রমিকদের দায় নিতে চাইছেন না ৷ সর্বস্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷

দুর্গাপুর, 19 সেপ্টেম্বর : কাজ নেই ৷ কয়েকমাসের বেতনও মেলেনি ৷ তাই বকেয়া বেতন ও কাজের দাবিতে প্রায় 150 জন কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঢুকতে দেওয়া হল না কারখানার অন্য চালু ইউনিটের শ্রমিকদের ৷ দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ইন্দো-অ্যামেরিকান মোড়ের বেসরকারি লৌহ ইস্পাত কারখানার ঘটনা ৷

নিউটাউনশিপের লৌহ ইস্পাত কারখানায় মোট তিনটি ইউনিট ছিল ৷ 2018 সালের অক্টোবর মাসে দু'টি ইউনিট নতুন শিল্পগোষ্ঠী অধিগ্রহণ করে ৷ সেখানে নতুন করে লগ্নি করা হয় ৷ অপরদিকে কারখানার আর একটি ইউনিট ধুঁকতে থাকে ৷ প্রায় 150 জন শ্রমিক বেকার হয়ে পড়েন ৷ চালু দু'টি ইউনিটেও তাঁদের কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ৷ তাঁদের 6-7 মাস বেতনও দেওয়া হয়নি ৷ এই বকেয়া বেতন ও কাজের দাবিতেই কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা ৷

শ্রমিকদের বিক্ষোভের ফলে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে ৷ কারখানার নতুন শিল্পগোষ্ঠীর দাবি, বিক্ষোভকারীদের ইউনিট তারা নেয়নি ৷ বাকি দু'টি ইউনিট অধিগ্রহণ করা হয়েছে ৷ কারখানার মালিকও এই শ্রমিকদের দায় নিতে চাইছেন না ৷ সর্বস্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷

Intro:দীর্ঘ কয়েকমাস বেতন নাই আর কাজও নাই।তাই পুজোর মুখে বকেয়া বেতন ও কারখানায় কাজের দাবীতে বেসরকারী কারখানার প্রায় ১৫০ জন কর্মী কারখানার মুল প্রবেশদ্বার বন্ধ করে অন্য চালু ইউনিটের কর্মীদের ঢুকতে দিল না।দুর্গাপুরের নিউটাউনশীপ থানার ইন্দো-আমেরিকান মোড়ের বেসরকারি লৌহ ইস্পাত কারখানার ঘটনা।
দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে বেসরকারি একটি লৌহ ইস্পাত কারখানার তিনটি ইউনিটের মধ্যে চালু থাকা দুটি ইউনিট গত ২০১৮ সালের অক্টোবর মাসে অন্য একটি শিল্পগোষ্ঠী অধিগ্রহন করে।সেই দুটি ইউনিটে নতুন করে লগ্নী করে নতুন শিল্পগোষ্ঠী। কিন্তু অধিগৃহীত সেই কারখানার বন্ধ থাকা এক নম্বর ইউনিটের নিরাপত্তাকর্মী ও শ্রমিকসহ মোট প্রায় ১৫০ জন না ওই কারখানার চালু দুটি ইউনিটে কাজ পায় না তারা গত ৬-৭ মাস বেতনের টাকা পাচ্ছেন।বহুবার এই বিষয় নিয়ে এই কর্মচ্যুত এবং বকেয়া বেতন না পাওয়া শ্রমিকরা সর্বস্তরে জানিয়েও কোনও সুরাহা পায়নি।শ্রমিকদের অভিযোগ নতুন যে শিল্পগোষ্ঠী এই কারখানার দুটি ইউনিট অধিগ্রহণ করেছেন তারা বাইরে থেকে শ্রমিক এনে নিয়োগ করছেন অথচ তাদের কে কাজ করতে সুযোগ দিচ্ছেন না।তাই আজ বকেয়া বেতন ও অবিলম্বে বহিরাগত শ্রমিকদের বদলে তাদেরকে কাজ করতে দিতে হবে এই মর্মে এই ১৫০ জন শ্রমিক কারখানায় শ্রমিকদের ঢোকার যে মুল গেট তা বন্ধ করে দেয়।কোনও শ্রমিককে ওই কারখানায় ঢুকতে দেওয়া হয়নি।যার ফলে কারখানার উৎপাদন ব্যাহত।যদিও নতুন যে শিল্পগোষ্ঠী তাদের দাবী এই ইউনিট তারা নেননি।উল্টো দিকে যারা এই কারখানার পুরানো মালিক তারাও আর এই শ্রমিকদের দায় নিতে চাইনি।ফলে এই ১৫০ জন শ্রমিক ও তাদের পরিবার অন্ধকারের মুখে দাঁড়িয়ে এটা বুঝেই এই শ্রমিকরা এখন মরনপন লড়াই এর জন্য প্রস্তুত বলেও তারা জানালেন।Body:বConclusion:ব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.