ETV Bharat / state

wooden bridge overflowing : চন্দ্রকোণায় শিলাবতীর জলে ডুবল কাঠের সেতু, পাহারায় গ্রামবাসীরা - চন্দ্রকোনা

প্রতি বছরেই বৃষ্টিতে শিলাবতীর জল বাড়ায় বিপদে পড়েন গ্রামবাসীরা ৷ এবার কাঠের সেতুটি কোথাও ডুবে গিয়েছে, কোথাও ভেঙে গিয়েছে ৷ কিন্তু তার মধ্যে দিয়েই প্রবল স্রোতে প্রাণের তোয়াক্কা না করেই চলছে যাতায়াত ৷ জীবন তো থেমে থাকতে পারে না ৷ গ্রামবাসীরাই পাহারা দিচ্ছেন সেতু ৷

প্রবল বেগে বইছে শিলাবতী
প্রবল বেগে বইছে শিলাবতী
author img

By

Published : Jul 30, 2021, 3:14 PM IST

চন্দ্রকোণা, 30 জুলাই : কাঠের সেতু ভেঙে গিয়েছে জলের তোড়ে ৷ প্রবল স্রোতে বয়ে চলেছে নদী ৷ তার মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন জীবনের ঝুঁকি নিয়ে ৷ এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার শিলাবতীতে ৷

বহুদিনের দাবি ছিল কংক্রিটের পাকাপোক্ত ব্রিজ তৈরি হোক শিলাবতীর উপর ৷ তা পূরণ না হওয়ায় কাঠের সেতু বাঁচানোর চেষ্টা চালিয়ে যাওয়া হয় । রাতভর প্রবল বৃষ্টিতে চন্দ্রকোণায় নদীতে জলের মাত্রা বেড়ে গিয়েছে ৷ আর সেই জলে সম্পূর্ণ ডুবে গিয়েছে যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সেতুটি ৷ তাও ঝুঁকি নিয়ে যাতায়াত করে কেউ যাচ্ছেন পড়াশোনা করতে, কেউ চাষে, কেউ বা নিত্যপ্রয়োজনীয় কাজে ৷ বৃহস্পতিবার এমনই ডুবে যাওয়া কাঠের সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে যাতায়াত করতে দেখা গেল গ্রামবাসীদের ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 2 নং ব্লকের ভগবন্তপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর ও ধরমপোতা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতুগুলি ডুবে গিয়েছে, ভেঙেও গিয়েছে ।

আরও পড়ুন : Train Cancelled : হাওড়া-ভাগলপুর, পূর্বা সহ প্রবল বৃষ্টিতে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ভগবন্তপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে চৈতন্যপুর ও ধরমপোতা এলাকায় শিলাবতী নদীর উপর দু'টি কাঠের সেতু তৈরি করা হয় । ব্লকের ভগবন্তপুর 1 ও ভগবান 2 নং গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামের পাশাপাশি ওই দু'টি সেতুর উপর দিয়ে যাতায়াত করেন পার্শ্ববর্তী হুগলি জেলার বেশ কিছু গ্রামের মানুষ । শিলাবতী নদীর জল বিপজ্জনক ভাবে বেড়ে গিয়ে দু'টি কাঠের সেতুর উপর বয়ে চলেছে । এদিন দেখা যায়, স্থানীয় বেশ কিছু গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে হাত লাগিয়ে সেতু দু'টি বাঁচাতে হাত লাগিয়েছেন ।

প্রতি বছর বর্ষায় শিলাবতী নদীর জল বাড়লে এমন চরম দুর্ভোগের শিকার হতে হয় একাধিক গ্রামের বাসিন্দাদের ৷ বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । ওই এলাকায় নদীর উপর দীর্ঘ দিন ধরে একটি কংক্রিটের ব্রিজের দাবি জানিয়ে এলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ ৷ সমস্যার কথা স্বীকার করে ভগবন্তপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার জানান, রাতে প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়ায় পঞ্চায়েত এলাকার চারটি কাঠের সেতুই জলের তলায় চলে গিয়েছে ৷ পারাপারে মানুষের ভোগান্তি হচ্ছে ।

গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাতেই লোক লাগিয়ে সেতুগুলি বাঁচানোর চেষ্টা চলছে, কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি চলছে । যদিও পর দিন সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয় । সারাদিনব্যাপী বৃষ্টির বেগ কখনও বেশি, কখনও বা কম ৷ বৃষ্টি থামছে না ৷ তাই আশঙ্কা ও আতঙ্কে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা ।

চন্দ্রকোণা, 30 জুলাই : কাঠের সেতু ভেঙে গিয়েছে জলের তোড়ে ৷ প্রবল স্রোতে বয়ে চলেছে নদী ৷ তার মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন জীবনের ঝুঁকি নিয়ে ৷ এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার শিলাবতীতে ৷

বহুদিনের দাবি ছিল কংক্রিটের পাকাপোক্ত ব্রিজ তৈরি হোক শিলাবতীর উপর ৷ তা পূরণ না হওয়ায় কাঠের সেতু বাঁচানোর চেষ্টা চালিয়ে যাওয়া হয় । রাতভর প্রবল বৃষ্টিতে চন্দ্রকোণায় নদীতে জলের মাত্রা বেড়ে গিয়েছে ৷ আর সেই জলে সম্পূর্ণ ডুবে গিয়েছে যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সেতুটি ৷ তাও ঝুঁকি নিয়ে যাতায়াত করে কেউ যাচ্ছেন পড়াশোনা করতে, কেউ চাষে, কেউ বা নিত্যপ্রয়োজনীয় কাজে ৷ বৃহস্পতিবার এমনই ডুবে যাওয়া কাঠের সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে যাতায়াত করতে দেখা গেল গ্রামবাসীদের ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 2 নং ব্লকের ভগবন্তপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর ও ধরমপোতা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতুগুলি ডুবে গিয়েছে, ভেঙেও গিয়েছে ।

আরও পড়ুন : Train Cancelled : হাওড়া-ভাগলপুর, পূর্বা সহ প্রবল বৃষ্টিতে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ভগবন্তপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে চৈতন্যপুর ও ধরমপোতা এলাকায় শিলাবতী নদীর উপর দু'টি কাঠের সেতু তৈরি করা হয় । ব্লকের ভগবন্তপুর 1 ও ভগবান 2 নং গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামের পাশাপাশি ওই দু'টি সেতুর উপর দিয়ে যাতায়াত করেন পার্শ্ববর্তী হুগলি জেলার বেশ কিছু গ্রামের মানুষ । শিলাবতী নদীর জল বিপজ্জনক ভাবে বেড়ে গিয়ে দু'টি কাঠের সেতুর উপর বয়ে চলেছে । এদিন দেখা যায়, স্থানীয় বেশ কিছু গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে হাত লাগিয়ে সেতু দু'টি বাঁচাতে হাত লাগিয়েছেন ।

প্রতি বছর বর্ষায় শিলাবতী নদীর জল বাড়লে এমন চরম দুর্ভোগের শিকার হতে হয় একাধিক গ্রামের বাসিন্দাদের ৷ বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । ওই এলাকায় নদীর উপর দীর্ঘ দিন ধরে একটি কংক্রিটের ব্রিজের দাবি জানিয়ে এলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ ৷ সমস্যার কথা স্বীকার করে ভগবন্তপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার জানান, রাতে প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়ায় পঞ্চায়েত এলাকার চারটি কাঠের সেতুই জলের তলায় চলে গিয়েছে ৷ পারাপারে মানুষের ভোগান্তি হচ্ছে ।

গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাতেই লোক লাগিয়ে সেতুগুলি বাঁচানোর চেষ্টা চলছে, কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি চলছে । যদিও পর দিন সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয় । সারাদিনব্যাপী বৃষ্টির বেগ কখনও বেশি, কখনও বা কম ৷ বৃষ্টি থামছে না ৷ তাই আশঙ্কা ও আতঙ্কে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.