ETV Bharat / state

বাবুলের সঙ্গে সেলফি, BJP কর্মীর বাড়ি-গাড়ি ভাঙচুর

বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি। তারপর সেটা দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। এর জেরে ভাঙচুর করা হল BJP কর্মীর বাড়ি।

বাড়ি-গাড়ি ভাঙচুর
author img

By

Published : Mar 13, 2019, 10:38 PM IST

অণ্ডাল, ১৩ মার্চ : বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি। তারপর সেটা দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। এর জেরে ভাঙচুর করা হল BJP কর্মীর বাড়ি। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা গাড়িতেও। অভিযোগ তৃণমূলের দিকে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত শীতলপুর এলাকার।

গতরাতে অন্ডাল এলাকায় বাবুল সুপ্রিয় ভোট প্রচারের জন্য এসেছিলেন। সেখানেই বাবুলের সঙ্গে সেলফি তোলেন শীতলপুর এলাকার BJP কর্মী সেলিম আশরফি। সেই সব ছবি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। এরপরই সমস্যায় পড়তে হয় তাঁকে। বাবুলের সঙ্গে সেলফি তোলার খেসারত দিতে হয়। জানা যায়, এতদিন উনি প্রকাশ্যে BJP-র মিটিং মিছিলে যোগ দিতেন না। তবে বাবুলের সঙ্গে সেলফি, ভোট প্রচারের ছবি সোশাল মিডিয়ায় দেখার পরই তাঁর বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা করে। বাড়ি, গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ।

সেলিম বলেন, গতকাল অন্ডাল এলাকায় বাবুল সুপ্রিয় ভোট প্রচারে আসেন। বাবুলের সঙ্গে তিনি ভোট প্রচারের কাজে ছিলেন। হঠাৎ বাড়ি থেকে স্ত্রী ফোনে বলেন, বেশ কয়েকজন তৃণমূলের ছেলেরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে। বাড়ি ভাঙচুর করছে। ভাঙচুরের সময় দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে বলে, "তোর স্বামী এখন BJP-র বড় নেতা হয়ে গেছে।"

আজ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিম। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি ভি এস দাসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের ছেলেরা জড়িত নন। এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব।

অণ্ডাল, ১৩ মার্চ : বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি। তারপর সেটা দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। এর জেরে ভাঙচুর করা হল BJP কর্মীর বাড়ি। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা গাড়িতেও। অভিযোগ তৃণমূলের দিকে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত শীতলপুর এলাকার।

গতরাতে অন্ডাল এলাকায় বাবুল সুপ্রিয় ভোট প্রচারের জন্য এসেছিলেন। সেখানেই বাবুলের সঙ্গে সেলফি তোলেন শীতলপুর এলাকার BJP কর্মী সেলিম আশরফি। সেই সব ছবি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। এরপরই সমস্যায় পড়তে হয় তাঁকে। বাবুলের সঙ্গে সেলফি তোলার খেসারত দিতে হয়। জানা যায়, এতদিন উনি প্রকাশ্যে BJP-র মিটিং মিছিলে যোগ দিতেন না। তবে বাবুলের সঙ্গে সেলফি, ভোট প্রচারের ছবি সোশাল মিডিয়ায় দেখার পরই তাঁর বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা করে। বাড়ি, গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ।

সেলিম বলেন, গতকাল অন্ডাল এলাকায় বাবুল সুপ্রিয় ভোট প্রচারে আসেন। বাবুলের সঙ্গে তিনি ভোট প্রচারের কাজে ছিলেন। হঠাৎ বাড়ি থেকে স্ত্রী ফোনে বলেন, বেশ কয়েকজন তৃণমূলের ছেলেরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে। বাড়ি ভাঙচুর করছে। ভাঙচুরের সময় দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে বলে, "তোর স্বামী এখন BJP-র বড় নেতা হয়ে গেছে।"

আজ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিম। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি ভি এস দাসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের ছেলেরা জড়িত নন। এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব।

রায়গঞ্জ, ১৩ মার্চ:- দীপা দাসমুন্সীর নাম খবরে ছড়িয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে চেয়েছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলেরা।মূলত তৃণমূল কংগ্রেস,কংগ্রেস- সিপিআইএম জোটই এই চক্রান্ত করে কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে খবর চাউর করেছিল।বিজেপির প্রার্থী হিসেবে কথা কংগ্রেস নেত্রীর নাম নিয়ে নানান জল্পনা প্রসঙ্গে ঠিক এভাবেই জবাব দিলেন লোকসভার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি কনভেনর বাসুদেব রায়।তার আরও দাবি,বিজেপি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জিতছে তা জেনেই এমন বিতর্কিত একটি নাম এগিয়ে দিয়েছিল অন্যান্য রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর সমস্ত রাজনৈতিক দলের অন্দরেই সাজো সাজো রব।বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা হওয়ার পরই ময়দানে নেমে পড়েছে।রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে রায়গঞ্জ কেন্দ্রের সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছে।দেওয়াল লিখন থেকে সোশ্যাল মিডিয়া সবেতেই প্রচারের ধুম।কিন্তু রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে দাবি করা বিজেপির এখনও প্রার্থী ঘোষণা হয়নি।দলীয় সূত্রে খবর মোট ৪২ জন প্রার্থীর নাম নিয়ে জোর আলোচনা চলছে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে।তবে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দল। কিন্তু লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রাথী দেবেনা কংগ্রেস।এই খবর জানাজানি হতেই নানান মহলে বিজেপির প্রার্থী হিসেবে দীপা দাসমুন্সীর নাম ছড়িয়েছিল।অনেক সংবাদমাধ্যমেও খবর বেরিয়েছিল।কিন্তু সব জল্পনায় জল ঢেলে দীপাদেবী নিজেই সমস্ত খবর গুজব বলে জানিয়েছেন।তবে,দীপা দাসমুন্সীর নাম নিয়ে জল্পনা শুরু হতেই উত্তর দিনাজপুর জেলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছিল।বিজেপি জেলার অন্দরে খবর বিষয়টি খুব ভালোভাবে নেয়নি দলের নিচুতলার কর্মী সমর্থকেরা।সরাসরি না হলেও জেলার পদাধিকারী নেতানেত্রীদের সামনে কেউ কেউ তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিল।তবে,বিষয়টি নিতান্তই গুজব বলে বারবার উড়িয়ে দিয়েছিল।শেষমেশ জল্পনায় ইতি টেনেছেন দীপাদেবী স্বয়ং। এদিন টেলিফোনে বাসুদেববাবু বলেন,আমরা এবারে রায়গঞ্জ আসন জিতবোই।বিষয়টি বুঝে গিয়েই তৃণমূল,কংগ্রেস-সিপিআইএম জোট এমন গুজব ছড়িয়েছিল।তবে তারা সফল হয়নি।নীচুতলার কর্মীরা সামান্য বিভ্রান্ত হয়েছিল।তবে আমাদের দলের কর্মীদের আমরা বুঝিয়েছি আমাদের প্রার্থী যেই হোক তা আমাদের ভালোর জন্যই হবে।ভালো প্রার্থীর ঠিক করার জন্যই সময় লাগছে।আগামী ১৫-১৬ তারিখের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাবে। কল রেকর্ডিং-- বাসুদেব সরকার। তারক চক্রবর্তী, রায়গঞ্জ।।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.