অণ্ডাল, ১৩ মার্চ : বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি। তারপর সেটা দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। এর জেরে ভাঙচুর করা হল BJP কর্মীর বাড়ি। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা গাড়িতেও। অভিযোগ তৃণমূলের দিকে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত শীতলপুর এলাকার।
গতরাতে অন্ডাল এলাকায় বাবুল সুপ্রিয় ভোট প্রচারের জন্য এসেছিলেন। সেখানেই বাবুলের সঙ্গে সেলফি তোলেন শীতলপুর এলাকার BJP কর্মী সেলিম আশরফি। সেই সব ছবি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। এরপরই সমস্যায় পড়তে হয় তাঁকে। বাবুলের সঙ্গে সেলফি তোলার খেসারত দিতে হয়। জানা যায়, এতদিন উনি প্রকাশ্যে BJP-র মিটিং মিছিলে যোগ দিতেন না। তবে বাবুলের সঙ্গে সেলফি, ভোট প্রচারের ছবি সোশাল মিডিয়ায় দেখার পরই তাঁর বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা করে। বাড়ি, গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ।
সেলিম বলেন, গতকাল অন্ডাল এলাকায় বাবুল সুপ্রিয় ভোট প্রচারে আসেন। বাবুলের সঙ্গে তিনি ভোট প্রচারের কাজে ছিলেন। হঠাৎ বাড়ি থেকে স্ত্রী ফোনে বলেন, বেশ কয়েকজন তৃণমূলের ছেলেরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে। বাড়ি ভাঙচুর করছে। ভাঙচুরের সময় দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে বলে, "তোর স্বামী এখন BJP-র বড় নেতা হয়ে গেছে।"
আজ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিম। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি ভি এস দাসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের ছেলেরা জড়িত নন। এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব।