ETV Bharat / state

এবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার - BJP নেতা

দুর্গাপুরের সিটি সেন্টার মোড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার ৷ গেরুয়া পাঞ্জাবি পরা শুভেন্দু অধিকারীর ছবির নিচে লেখা, "আমরা দাদার অনুগামী ৷"

Suvendu Adhikary
Suvendu Adhikary
author img

By

Published : Nov 8, 2020, 2:34 PM IST

দুর্গাপুর, 8 নভেম্বর : কাঁথি, তারকেশ্বর, শিলিগুড়ি, বারাসতের পর এবার দুর্গাপুর ৷ শহরের সিটি সেন্টার মোড়ে দেখা গেল শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার ৷ গেরুয়া পাঞ্জাবি পরা শুভেন্দু অধিকরীর ছবির উপর লেখা, "আমাদের আদর্শ, বাংলার গর্ব, জননেতা ৷" নিচে লেখা, "আমরা দাদার অনুগামী ৷"

শুভেন্দু অধিকারী ও দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টার পড়ল সিটি সেন্টারজুড়ে । বীরভূম, শিলিগুড়ির পর এবার দুর্গাপুরে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা । চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অন্য কেউ যদি জননেতা থাকেন তাহলে তিনি শুভেন্দু অধিকারী । তবে শুভেন্দু অধিকারীর প্রতি আবেগ জড়িয়ে আছে সেই জন্য সিটি সেন্টারজুড়ে পোস্টার । কে বা কারা পোস্টার দিয়েছে সেটা আমার অজানা ।"

অন্যদিকে, BJP নেতা লক্ষ্মণ ঘড়ুই বলেন, "দিদির সঙ্গে দূরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর । যোগ্য সম্মান তিনি পাননি । সেই জন্যই শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টার দিচ্ছে সারা দুর্গাপুরে ।" BJP-র দরজা খোলাই আছে, কেউ আসতে চাইলে আসতে পারেন বলেও মন্তব্য করেন তিনি ।

দুর্গাপুর, 8 নভেম্বর : কাঁথি, তারকেশ্বর, শিলিগুড়ি, বারাসতের পর এবার দুর্গাপুর ৷ শহরের সিটি সেন্টার মোড়ে দেখা গেল শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার ৷ গেরুয়া পাঞ্জাবি পরা শুভেন্দু অধিকরীর ছবির উপর লেখা, "আমাদের আদর্শ, বাংলার গর্ব, জননেতা ৷" নিচে লেখা, "আমরা দাদার অনুগামী ৷"

শুভেন্দু অধিকারী ও দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টার পড়ল সিটি সেন্টারজুড়ে । বীরভূম, শিলিগুড়ির পর এবার দুর্গাপুরে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা । চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অন্য কেউ যদি জননেতা থাকেন তাহলে তিনি শুভেন্দু অধিকারী । তবে শুভেন্দু অধিকারীর প্রতি আবেগ জড়িয়ে আছে সেই জন্য সিটি সেন্টারজুড়ে পোস্টার । কে বা কারা পোস্টার দিয়েছে সেটা আমার অজানা ।"

অন্যদিকে, BJP নেতা লক্ষ্মণ ঘড়ুই বলেন, "দিদির সঙ্গে দূরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর । যোগ্য সম্মান তিনি পাননি । সেই জন্যই শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টার দিচ্ছে সারা দুর্গাপুরে ।" BJP-র দরজা খোলাই আছে, কেউ আসতে চাইলে আসতে পারেন বলেও মন্তব্য করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.