আসানসোল, 4 জুলাই : কয়লা খনির বিলগ্নিকরণের প্রতিবাদে তিনদিনের যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা সর্বাত্মকভাবে সফল হয়েছে দাবি জয়েন্ট অ্যাকশন কমিটির । জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রামচন্দ্র সিং জানান, কয়লা খনির শ্রমিকদের ডাকা বনধ সফল হয়েছে। শুধু ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ECL) নয় সারা দেশেই বিভিন্ন খনিতে বনধ সর্বাত্মক ভাবে পালিত হয়েছে বলেও জানান তিনি ।
কেন্দ্রীয় সরকারের কয়লা শিল্পে বিলগ্নিকরণসহ বহু কয়লা ব্লককে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার মতো প্রস্তাবের বিরোধিতা করে বৃহস্পতি, শুক্র ও শনিবার কয়লাশিল্পে বনধ ডাকা হয়েছিল । সব ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয় । সেই ধর্মঘট সর্বাত্মক ভাবে সফল হয়েছে বলে দাবি করেছেন কমিটির সভাপতি রামচন্দ্র সিং।
রামচন্দ্র সিং বলেন, “কয়লা খাদানের শ্রমিকরা দারুণভাবে হরতাল করেছে । 100% ধর্মঘট হয়েছে । দেশের সমস্ত কয়লা খাদানেই একসঙ্গে ব্যাপক হরতাল হয়েছে যা আগে দেখা যায়নি । যদি প্রয়োজন হয় আবারও আগামীদিনে আমরা হরতাল করব। কিন্তু কোনওমতেই 50 টি কয়লা ব্লকের নিলাম হতে দেব না ।”