ETV Bharat / state

মৃতদের আধার তথ্য জাল করে বিদেশে বিক্রির চক্র ! পুলিশের জালে অভিযুক্ত - AADHAAR CARDS CLONING RACKET

খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্তে পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযান ৷ নেপালের নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র বিক্রির অভিযোগ ৷

AADHAAR CARDS CLONING RACKET
মৃতদের আধার তথ্য জাল করে বিদেশে বিক্রির চক্র ফাঁস ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 8:51 PM IST

দার্জিলিং, 9 নভেম্বর: মৃত ভারতীয় নাগরিকদের আধার কার্ডের তথ্য জাল ! সেই তথ্য দিয়ে নতুন আধার কার্ড বানিয়ে, তা বিক্রি হচ্ছে মোটা টাকায় ৷ গোপন সূত্রে খবর পেয়ে, এই জাল আধার কার্ড চক্রের এক সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তে যৌথ অভিযান চালিয়ে সাফল্য পায় খড়িবাড়ি থানার পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স ৷

ঘটনায় খড়িবাড়ির বাতাসির বদরাজোতের বাসিন্দা সোনাই সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি, নেপালের আরও চারজন নাগরিককে আটক করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সোনাই সরকারকে 2023 সালের 2 অক্টোবর ফাঁসিদেওয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ সেই সময় এক বাংলাদেশি নাগরিককে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, জেল থেকে বেরিয়ে আবারও একই কাজ করছেন তিনি ৷

বদরাজোতে বাড়ির নিচেই একটি সাইবার ক্যাফে চালাতেন সোনাই ৷ অভিযোগ, নেপাল সীমান্তের কাছে থাকার সুবাদে, নেপাল ও ভারত দু’পারেই দালালদের মাধ্যমে ওই জাল আধার কার্ডের ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি ৷ মোটা টাকার বিনিময়ে নেপালের নাগরিকদের জাল আধার কার্ড বানানোর কারবার চলছিল ওই সাইবার ক্যাফে থেকে ৷

শুক্রবার গোপন সূত্রে এই খবর পেয়ে, বদরাজোতে নকশালবাড়ির এসডিপিও নেহা জৈনের নেতৃত্বে ওই ক্যাফে সেন্টারে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ ৷ একাধিক জাল আধার কার্ড-সহ বহু নথিপত্র উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি, এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ডডিস্ক এবং প্রিন্টার ৷ গ্রেফতার করা হয়েছে সোনাই সরকারকে ৷ ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷

নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন জানান , "গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ৷ ওই সাইবার ক্যাফেতে কয়েকজন নেপালের নাগরিক উপস্থিত ছিলেন, যাঁরা টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানাতে দিয়েছিলেন ৷ তাঁরা সেগুলি নিতে গিয়েছিলেন ৷ ধৃত ব্যক্তি প্রতিটি আধার কার্ড বানাতে 10-20 হাজার টাকা পর্যন্ত নিতেন ৷ মূলত, সীমান্ত পারাপারের সুবিধার জন্য, ওই জাল আধার কার্ড তৈরি করা হতো ৷ মৃত ব্যক্তিদের আধার নম্বর জাল করে ওই আধার কার্ডগুলি তৈরি করা হতো ৷"

দার্জিলিং, 9 নভেম্বর: মৃত ভারতীয় নাগরিকদের আধার কার্ডের তথ্য জাল ! সেই তথ্য দিয়ে নতুন আধার কার্ড বানিয়ে, তা বিক্রি হচ্ছে মোটা টাকায় ৷ গোপন সূত্রে খবর পেয়ে, এই জাল আধার কার্ড চক্রের এক সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তে যৌথ অভিযান চালিয়ে সাফল্য পায় খড়িবাড়ি থানার পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স ৷

ঘটনায় খড়িবাড়ির বাতাসির বদরাজোতের বাসিন্দা সোনাই সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি, নেপালের আরও চারজন নাগরিককে আটক করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সোনাই সরকারকে 2023 সালের 2 অক্টোবর ফাঁসিদেওয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ সেই সময় এক বাংলাদেশি নাগরিককে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, জেল থেকে বেরিয়ে আবারও একই কাজ করছেন তিনি ৷

বদরাজোতে বাড়ির নিচেই একটি সাইবার ক্যাফে চালাতেন সোনাই ৷ অভিযোগ, নেপাল সীমান্তের কাছে থাকার সুবাদে, নেপাল ও ভারত দু’পারেই দালালদের মাধ্যমে ওই জাল আধার কার্ডের ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি ৷ মোটা টাকার বিনিময়ে নেপালের নাগরিকদের জাল আধার কার্ড বানানোর কারবার চলছিল ওই সাইবার ক্যাফে থেকে ৷

শুক্রবার গোপন সূত্রে এই খবর পেয়ে, বদরাজোতে নকশালবাড়ির এসডিপিও নেহা জৈনের নেতৃত্বে ওই ক্যাফে সেন্টারে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ ৷ একাধিক জাল আধার কার্ড-সহ বহু নথিপত্র উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি, এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ডডিস্ক এবং প্রিন্টার ৷ গ্রেফতার করা হয়েছে সোনাই সরকারকে ৷ ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷

নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন জানান , "গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ৷ ওই সাইবার ক্যাফেতে কয়েকজন নেপালের নাগরিক উপস্থিত ছিলেন, যাঁরা টাকার বিনিময়ে জাল আধার কার্ড বানাতে দিয়েছিলেন ৷ তাঁরা সেগুলি নিতে গিয়েছিলেন ৷ ধৃত ব্যক্তি প্রতিটি আধার কার্ড বানাতে 10-20 হাজার টাকা পর্যন্ত নিতেন ৷ মূলত, সীমান্ত পারাপারের সুবিধার জন্য, ওই জাল আধার কার্ড তৈরি করা হতো ৷ মৃত ব্যক্তিদের আধার নম্বর জাল করে ওই আধার কার্ডগুলি তৈরি করা হতো ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.