ETV Bharat / state

Nursing Students: 'বেপরোয়া' জীবনযাপনের অভিযোগ, নার্সিং পড়ুয়াদের আবাসনে ঢুকতে বাধা বাসিন্দাদের

author img

By

Published : May 13, 2023, 6:59 PM IST

যত্রতত্র আবর্জনা ফেলে রাখা ৷ ইচ্ছামতো লিফট ব্যবহার করা ৷ এইসব অভিযোগ তুলে আবাসনে ঢুকতে দেওয়া হল না নার্সিং পড়ুয়াদের ৷ ছাত্রীদের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ তুলেছেন আবাসনের বাসিন্দারা ।

Nursing student ETV Bharat
নার্সিং পড়ুয়া
নার্সিং পড়ুয়াদের আবাসনে ঢুকতে বাধা বাসিন্দাদের

দুর্গাপুর, 13 মে: শুক্রবার ছিল বিশ্ব নার্সিং দিবস । আর সেই রাতেই ভুরি ভুরি অভিযোগ তুলে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীদের আবাসনে ঢুকতে দেওয়া হল না । দুর্গাপুর থানা এলাকার শোভাপুরের বেসরকারি মেডিক্যাল, নার্সিং কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসেই পড়ুয়াদের থাকার জন্য বহুতল আবাসনেই হস্টেল করা হচ্ছে বলে অভিযোগ আবাসিকদের । ওই বহুতল আবাসনে বহু পরিবারের বসবাস । নার্সিং পড়ুয়াদের 'বেপরোয়া' জীবনযাপনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব ওই আবাসনের বসবাসকারী পরিবারগুলির বেশ কয়েকজন সদস্য । আর গণ্ডগোলের সূত্রপাত তাতেই ।

আবাসিকদের অভিযোগ, এভাবে নার্সিং পড়ুয়াদের জন্য ওই বহুতল আবাসনে হোস্টেল করা যাবে না । ওই মেডিক্যাল, নার্সিং কলেজ অ্যান্ড হাসপাতাল ও হাসপাতাল ক্যাম্পাসের আবাসনগুলির দায়িত্বে থাকা সংস্থা জোর করে ওই বহুতল আবাসনে হোস্টেল করার চেষ্টা করছে বলেও অভিযোগ । এইভাবে হোস্টেল করা হলে আবাসিকদের সম্যসার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করা হয় । আর সেই দাবিকে সামনে রেখেই শুক্রবার রাতে নার্সিং পড়ুয়াদের ওই বহুতল আবাসনে ঢুকতেই দিল না আবাসিকরা । যাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ।

ওই বেসরকারি হাসপাতাল ও আবাসনের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছয় । তাঁদের সামনেও ক্ষোভ উগরে দেয় আবাসিকরা । ওই বেসরকারি মেডিক্যাল, নার্সিং কলেজ এন্ড হাসপাতাল ও আবাসন সংস্থার আধিকারিক সুপর্ণা সেনগুপ্ত জানান, আবাসিকরা বাধা দিয়েছে নার্সিং পড়ুয়াদের বহুতল আবাসনে ঢুকতে । তাদের তরফ থেকে নার্সিং পড়ুয়াদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান । সুপর্ণা বলেন, "আমরা বলছি যে এত রাতে মেয়েগুলো কোথায় যাবে ৷ আজকের জন্য অন্ততপক্ষে মেয়েগুলোকে মানবিক দিকটা বিচার করে থাকতে দেওয়ার কথা । কিন্তু তাতেও রাজি হচ্ছেন না আবাসিকরা ।"

ওই আবাসনের বাসিন্দা প্রফেসর জিপি কর্মকার বলেন, "এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে । কিন্তু বারে বারে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এই আবাসনে হোস্টেল করা হবে না । কিন্তু সেই কথা মানা হয়নি । অন্যদিকেই নার্সিং পড়ুয়ারা আমাদের এই আবাসন এলাকাতে অপরিচ্ছন্ন করে রাখছে । আবাসনের লিফটকে তাদের মতো করে ব্যবহার করছে ৷ আর তাতে অসুবিধায় পড়ছে আবাসনের বাসিন্দারা।" তিনি জানান, এছাড়াও আরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে ওই নার্সিং পড়ুয়ারা থাকার কারণে । আর এতে তাঁদের পারিবারিক জীবনের শান্তি বিঘ্নিত হচ্ছে । তাই তাঁরা ঠিক করেছেন শান্তিপূর্ণভাবেই নার্সিং পড়ুয়াদেরকে আর এই বহুতল আবাসনে ঢুকতে দেবেন না । গভীর রাতে ওই নার্সিং পড়ুয়াদের কর্তৃপক্ষ আপাতত হাসপাতালে থাকার জায়গা করে দেয় ।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে তাণ্ডব আত্মীয়-পরিজনদের

নার্সিং পড়ুয়াদের আবাসনে ঢুকতে বাধা বাসিন্দাদের

দুর্গাপুর, 13 মে: শুক্রবার ছিল বিশ্ব নার্সিং দিবস । আর সেই রাতেই ভুরি ভুরি অভিযোগ তুলে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীদের আবাসনে ঢুকতে দেওয়া হল না । দুর্গাপুর থানা এলাকার শোভাপুরের বেসরকারি মেডিক্যাল, নার্সিং কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসেই পড়ুয়াদের থাকার জন্য বহুতল আবাসনেই হস্টেল করা হচ্ছে বলে অভিযোগ আবাসিকদের । ওই বহুতল আবাসনে বহু পরিবারের বসবাস । নার্সিং পড়ুয়াদের 'বেপরোয়া' জীবনযাপনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব ওই আবাসনের বসবাসকারী পরিবারগুলির বেশ কয়েকজন সদস্য । আর গণ্ডগোলের সূত্রপাত তাতেই ।

আবাসিকদের অভিযোগ, এভাবে নার্সিং পড়ুয়াদের জন্য ওই বহুতল আবাসনে হোস্টেল করা যাবে না । ওই মেডিক্যাল, নার্সিং কলেজ অ্যান্ড হাসপাতাল ও হাসপাতাল ক্যাম্পাসের আবাসনগুলির দায়িত্বে থাকা সংস্থা জোর করে ওই বহুতল আবাসনে হোস্টেল করার চেষ্টা করছে বলেও অভিযোগ । এইভাবে হোস্টেল করা হলে আবাসিকদের সম্যসার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করা হয় । আর সেই দাবিকে সামনে রেখেই শুক্রবার রাতে নার্সিং পড়ুয়াদের ওই বহুতল আবাসনে ঢুকতেই দিল না আবাসিকরা । যাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ।

ওই বেসরকারি হাসপাতাল ও আবাসনের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছয় । তাঁদের সামনেও ক্ষোভ উগরে দেয় আবাসিকরা । ওই বেসরকারি মেডিক্যাল, নার্সিং কলেজ এন্ড হাসপাতাল ও আবাসন সংস্থার আধিকারিক সুপর্ণা সেনগুপ্ত জানান, আবাসিকরা বাধা দিয়েছে নার্সিং পড়ুয়াদের বহুতল আবাসনে ঢুকতে । তাদের তরফ থেকে নার্সিং পড়ুয়াদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান । সুপর্ণা বলেন, "আমরা বলছি যে এত রাতে মেয়েগুলো কোথায় যাবে ৷ আজকের জন্য অন্ততপক্ষে মেয়েগুলোকে মানবিক দিকটা বিচার করে থাকতে দেওয়ার কথা । কিন্তু তাতেও রাজি হচ্ছেন না আবাসিকরা ।"

ওই আবাসনের বাসিন্দা প্রফেসর জিপি কর্মকার বলেন, "এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে । কিন্তু বারে বারে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এই আবাসনে হোস্টেল করা হবে না । কিন্তু সেই কথা মানা হয়নি । অন্যদিকেই নার্সিং পড়ুয়ারা আমাদের এই আবাসন এলাকাতে অপরিচ্ছন্ন করে রাখছে । আবাসনের লিফটকে তাদের মতো করে ব্যবহার করছে ৷ আর তাতে অসুবিধায় পড়ছে আবাসনের বাসিন্দারা।" তিনি জানান, এছাড়াও আরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে ওই নার্সিং পড়ুয়ারা থাকার কারণে । আর এতে তাঁদের পারিবারিক জীবনের শান্তি বিঘ্নিত হচ্ছে । তাই তাঁরা ঠিক করেছেন শান্তিপূর্ণভাবেই নার্সিং পড়ুয়াদেরকে আর এই বহুতল আবাসনে ঢুকতে দেবেন না । গভীর রাতে ওই নার্সিং পড়ুয়াদের কর্তৃপক্ষ আপাতত হাসপাতালে থাকার জায়গা করে দেয় ।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে তাণ্ডব আত্মীয়-পরিজনদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.