ETV Bharat / state

গড়িয়া শ্মশানের ঘটনায় "ডাল মে কুছ কালা হ্যায়" : সায়ন্তন বসু

author img

By

Published : Jun 14, 2020, 7:40 PM IST

কোনও মানুষ নিখোঁজ হলে তার মিসিং ডায়েরি পাওয়া যাবে ৷ তার সঙ্গে ছবি মিলতে পারে ৷ মিসিং ডায়েরিগুলির সঙ্গে ট্যালি করা যেতে পারে ৷ এই বিষয়ে পুলিশের বিবৃতি দেওয়া যেতে পারে ৷ এসব যখন কিছুই হয়নি, তাই ডাল মে কুছ কালা হ্যায় ৷ গড়িয়া শ্মশানে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় মন্তব্য করলেন সায়ন্তন বসু ৷

সায়ন্তন বসু
সায়ন্তন বসু

আসানসোল, 14 জুন : গড়িয়া শ্মশানে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার অমানবিক ভিডিয়ো ভাইরাল হয় ৷ ঘটনাটি নিয়ে মন্তব্য করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি বললেন, "গড়িয়া শ্মশানে যেটা দেখা যাচ্ছে, 13টি মৃতদেহ ছিল ৷ পুলিশ বা প্রশাসন মেনে নিতে চায়নি ৷ কিছু ভিডিয়ো হলেই নকল ভিডিয়ো ৷ পরে বোঝা গেল যে, এটাকে নকল বলে লাভ নেই ৷ ডাল মে কুছ কালা হ্যায় ৷" আজ পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার পথে আসানসোলের গুজরাতি ভবনে দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন সায়ন্তন বসু ৷ সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ETV ভারতের মুখোমুখি হন তিনি ৷

এই বিষয়ে তাঁর প্রশ্ন, "যদি কোরোনা না হয়, তাহলে লুকোচুরির কী আছে ৷ এরকম অনেক ভিডিয়ো বাজারে এসেছে আমরা সবাই দেখেছি ৷ এত লুকিয়ে লুকিয়ে অমানবিক ব্যবহার করে মৃতদেহগুলির প্রতি চরম অসম্মান প্রদর্শন করা কেন ? তর্কের খাতিরে ধরে নিলাম 13টি মৃতদেহ কোরোনা আক্রান্ত নয় ৷ NRS হাসপাতাল বলুক কেন তাঁদের মৃত্যু হয়েছে ৷ একমাত্র পথ দুর্ঘটনায় মৃত্যু হলে বেওরাশি বলা হয় ৷ বাকি তো পুলিশ তদন্ত করে দেখে নেবে ৷ এখন তো DNA পরীক্ষা করা যায়, ছবি আছে, আধুনিক ব্যবস্থা আছে, ফিঙ্গার প্রিন্ট আছে ৷ পুলিশও তো কিছু বলছে না ৷ কোনও মানুষ নিখোঁজ হলে তার মিসিং ডায়েরি পাওয়া যাবে ৷ তার সঙ্গে ছবি মিলতে পারে ৷ মিসিং ডায়েরিগুলির সঙ্গে ট্যালি করা যেতে পারে ৷ এই বিষয়ে পুলিশের বিবৃতি দেওয়া যেতে পারে ৷ এসব যখন কিছুই হয়নি, তাই ডাল মে কুছ কালা হ্যায় ৷" এইভাবে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনার আরও অনেক অভিযোগ তাঁর কাছে এসেছে বলে জানান তিনি ৷ বলেন, "13টি নয়, সংখ্যাটা অন্তত 130 হবে ৷

গড়িয়ায় মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় মন্তব্য সায়ন্তন বসুর

অন্যদিকে, আমফান নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "আমি পুরুলিয়া গিয়েছিলাম ৷ সেখানে আমাকে জানানো হল, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্ত্রী'র পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি আমফানে ক্ষতিগ্রস্তের টাকা পেয়েছেন ৷ আর যাঁর বাড়ি ভেঙে গেছে তিনি কোনও টাকা পাননি ৷ মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন, এত বাড়ি বানিয়ে দিয়েছি ৷ সেই বাড়িগুলি গেল কোথায় ? তাহলে এত ইটের বাড়ি, টালির বাড়ি, টিনের বাড়ি এল কোথা থেকে ? এত মাটির বাড়ি এল কোথা থেকে ? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসছে ৷ দিল্লি টাকা পাঠাচ্ছে ৷ বাংলায় তা নাম পরিবর্তন করে হয়ে যাচ্ছে বাংলা আবাস যোজনা ৷"

আসানসোল, 14 জুন : গড়িয়া শ্মশানে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার অমানবিক ভিডিয়ো ভাইরাল হয় ৷ ঘটনাটি নিয়ে মন্তব্য করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি বললেন, "গড়িয়া শ্মশানে যেটা দেখা যাচ্ছে, 13টি মৃতদেহ ছিল ৷ পুলিশ বা প্রশাসন মেনে নিতে চায়নি ৷ কিছু ভিডিয়ো হলেই নকল ভিডিয়ো ৷ পরে বোঝা গেল যে, এটাকে নকল বলে লাভ নেই ৷ ডাল মে কুছ কালা হ্যায় ৷" আজ পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার পথে আসানসোলের গুজরাতি ভবনে দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন সায়ন্তন বসু ৷ সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ETV ভারতের মুখোমুখি হন তিনি ৷

এই বিষয়ে তাঁর প্রশ্ন, "যদি কোরোনা না হয়, তাহলে লুকোচুরির কী আছে ৷ এরকম অনেক ভিডিয়ো বাজারে এসেছে আমরা সবাই দেখেছি ৷ এত লুকিয়ে লুকিয়ে অমানবিক ব্যবহার করে মৃতদেহগুলির প্রতি চরম অসম্মান প্রদর্শন করা কেন ? তর্কের খাতিরে ধরে নিলাম 13টি মৃতদেহ কোরোনা আক্রান্ত নয় ৷ NRS হাসপাতাল বলুক কেন তাঁদের মৃত্যু হয়েছে ৷ একমাত্র পথ দুর্ঘটনায় মৃত্যু হলে বেওরাশি বলা হয় ৷ বাকি তো পুলিশ তদন্ত করে দেখে নেবে ৷ এখন তো DNA পরীক্ষা করা যায়, ছবি আছে, আধুনিক ব্যবস্থা আছে, ফিঙ্গার প্রিন্ট আছে ৷ পুলিশও তো কিছু বলছে না ৷ কোনও মানুষ নিখোঁজ হলে তার মিসিং ডায়েরি পাওয়া যাবে ৷ তার সঙ্গে ছবি মিলতে পারে ৷ মিসিং ডায়েরিগুলির সঙ্গে ট্যালি করা যেতে পারে ৷ এই বিষয়ে পুলিশের বিবৃতি দেওয়া যেতে পারে ৷ এসব যখন কিছুই হয়নি, তাই ডাল মে কুছ কালা হ্যায় ৷" এইভাবে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনার আরও অনেক অভিযোগ তাঁর কাছে এসেছে বলে জানান তিনি ৷ বলেন, "13টি নয়, সংখ্যাটা অন্তত 130 হবে ৷

গড়িয়ায় মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় মন্তব্য সায়ন্তন বসুর

অন্যদিকে, আমফান নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "আমি পুরুলিয়া গিয়েছিলাম ৷ সেখানে আমাকে জানানো হল, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্ত্রী'র পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি আমফানে ক্ষতিগ্রস্তের টাকা পেয়েছেন ৷ আর যাঁর বাড়ি ভেঙে গেছে তিনি কোনও টাকা পাননি ৷ মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন, এত বাড়ি বানিয়ে দিয়েছি ৷ সেই বাড়িগুলি গেল কোথায় ? তাহলে এত ইটের বাড়ি, টালির বাড়ি, টিনের বাড়ি এল কোথা থেকে ? এত মাটির বাড়ি এল কোথা থেকে ? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসছে ৷ দিল্লি টাকা পাঠাচ্ছে ৷ বাংলায় তা নাম পরিবর্তন করে হয়ে যাচ্ছে বাংলা আবাস যোজনা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.