ETV Bharat / international

54 বছরের রেকর্ড বৃষ্টিতে বন্যা-ধস, প্রাকৃতিক বিপর্যয়ে নেপালে মৃতের সংখ্যা 100 ছাড়াল - Nepal Flood and Landslide

Nepal Flood: বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে নেপালের বিভিন্ন জায়গায় ৷ বিশেষত পূর্ব ও মধ্য নেপালে লাগাতার ভারী বৃষ্টিতে জল বেড়েছে বাগমতী নদীতে ৷ এর সঙ্গে রয়েছে ধস ৷ সব মিলিয়ে নেপালে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে ৷

Nepal Flood and Landslide
নেপালে ভয়াবহ বন্যা এবং ধস (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By PTI

Published : Sep 29, 2024, 11:31 AM IST

কাঠমান্ডু, 29 সেপ্টেম্বর: বন্যা এবং ধসে বিপর্যস্ত নেপাল ৷ পুলিশ জানিয়েছে, রবিবার দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে 102 ৷ শুক্রবার পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে ৷ এছাড়া, অনেক জায়গা হড়পা বানের জেরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে খবর ৷

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী সূত্রে খবর, বন্যা, ধসে 64 জনকে পাওয়া যাচ্ছে না ৷ 45 জন আহত হয়েছেন ৷ কাঠমান্ডু ভ্যালির রিপোর্ট অনুযায়ী 48 জনের মৃত্যু হয়েছে ৷ কমপক্ষে 195টি বাড়ি এবং 8টি সেতু ভেঙে গিয়েছে ৷ নিরাপত্তাকর্মীরা প্রায় 3 হাজার 100 জনকে উদ্ধার করেছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিগত 40-45 বছরে তাঁরা এমন ভয়াবহ বন্যা দেখেননি ৷ সশস্ত্র পুলিশ বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে মৃতের সংখ্যা 102 ৷

শুক্রবার ও শনিবার দেশের পূর্ব ও মধ্য এলাকায় লাগাতার ভারী বৃষ্টির ফলে কাঠমান্ডুর প্রধান নদী বাগমতীতে জল বৃদ্ধি হতে থাকে ৷ নদীটি বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে ৷ রিপোর্টে জানিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) ৷ আইসিআইএমওডি-র জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ বলেন, "এর আগে কাঠমান্ডুতে এমন বিশাল বন্যা দেখিনি ৷" সংস্থা জানিয়েছে, বঙ্গোপসাগরে হওয়া নিম্নচাপ এবং তার অবস্থানের কারণে শনিবার এই ভারী বৃষ্টি হয়েছে ৷ শনিবার কাঠমান্ডুতে 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 323 মিলিমিটার, যা গত 54 বছরে হয়নি ৷ বৃহস্পতিবার বিকেল থেকে দেশে ভারী বৃষ্টি হচ্ছে ৷

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এনডিআরআইএমএ দেশের 77 জেলার মধ্যে 56টি জেলায় সতর্কতা জারি করে এলাকাবাসীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ৷ বর্ষার মরশুমে 4 লক্ষ 12 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনুমান করছে সংস্থা ৷ হিমালয়ের কোলে অবস্থিত নেপালে সাধারণ 13 জুন বর্ষা ঢোকে এবং বিদায় নেয় সেপ্টেম্বরে ৷ এবার আশা করা হচ্ছে, অক্টোবরের শেষ পর্যন্ত দেশে বর্ষা থাকবে ৷

বিজ্ঞানীদের মতে, সমগ্র এশিয়ায় এই আচমকা ভয়াবহ বন্যার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের পরিবর্তন হওয়া ৷ এর সঙ্গে পরিকল্পনাহীন নির্মাণকার্য ৷ বিশেষত বন্যাপ্রবণ এলাকাগুলিতে নির্মাণ কাজের ফলে জল ধারণ এবং নিকাশির জন্য খুব কম জায়গা থাকে ৷

কাঠমান্ডু, 29 সেপ্টেম্বর: বন্যা এবং ধসে বিপর্যস্ত নেপাল ৷ পুলিশ জানিয়েছে, রবিবার দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে 102 ৷ শুক্রবার পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে ৷ এছাড়া, অনেক জায়গা হড়পা বানের জেরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে খবর ৷

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী সূত্রে খবর, বন্যা, ধসে 64 জনকে পাওয়া যাচ্ছে না ৷ 45 জন আহত হয়েছেন ৷ কাঠমান্ডু ভ্যালির রিপোর্ট অনুযায়ী 48 জনের মৃত্যু হয়েছে ৷ কমপক্ষে 195টি বাড়ি এবং 8টি সেতু ভেঙে গিয়েছে ৷ নিরাপত্তাকর্মীরা প্রায় 3 হাজার 100 জনকে উদ্ধার করেছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিগত 40-45 বছরে তাঁরা এমন ভয়াবহ বন্যা দেখেননি ৷ সশস্ত্র পুলিশ বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে মৃতের সংখ্যা 102 ৷

শুক্রবার ও শনিবার দেশের পূর্ব ও মধ্য এলাকায় লাগাতার ভারী বৃষ্টির ফলে কাঠমান্ডুর প্রধান নদী বাগমতীতে জল বৃদ্ধি হতে থাকে ৷ নদীটি বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে ৷ রিপোর্টে জানিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) ৷ আইসিআইএমওডি-র জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ বলেন, "এর আগে কাঠমান্ডুতে এমন বিশাল বন্যা দেখিনি ৷" সংস্থা জানিয়েছে, বঙ্গোপসাগরে হওয়া নিম্নচাপ এবং তার অবস্থানের কারণে শনিবার এই ভারী বৃষ্টি হয়েছে ৷ শনিবার কাঠমান্ডুতে 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 323 মিলিমিটার, যা গত 54 বছরে হয়নি ৷ বৃহস্পতিবার বিকেল থেকে দেশে ভারী বৃষ্টি হচ্ছে ৷

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এনডিআরআইএমএ দেশের 77 জেলার মধ্যে 56টি জেলায় সতর্কতা জারি করে এলাকাবাসীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ৷ বর্ষার মরশুমে 4 লক্ষ 12 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনুমান করছে সংস্থা ৷ হিমালয়ের কোলে অবস্থিত নেপালে সাধারণ 13 জুন বর্ষা ঢোকে এবং বিদায় নেয় সেপ্টেম্বরে ৷ এবার আশা করা হচ্ছে, অক্টোবরের শেষ পর্যন্ত দেশে বর্ষা থাকবে ৷

বিজ্ঞানীদের মতে, সমগ্র এশিয়ায় এই আচমকা ভয়াবহ বন্যার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের পরিবর্তন হওয়া ৷ এর সঙ্গে পরিকল্পনাহীন নির্মাণকার্য ৷ বিশেষত বন্যাপ্রবণ এলাকাগুলিতে নির্মাণ কাজের ফলে জল ধারণ এবং নিকাশির জন্য খুব কম জায়গা থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.